ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা


ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্তবর্তী এক গ্রামে তিন বাংলাদেশিকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। গরু চুরির সন্দেহে স্থানীয়দের এ হামলায় প্রাণ হারান তারা। বুধবার, ১৫ অক্টোবর, ত্রিপুরার খোয়াই জেলার বিদায়বিল এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, বিদায়বিল গ্রামের দুই বাসিন্দা একটি রাবার বাগানে কাজ করতে গিয়ে তিন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখেন। তাদের দাবি, জিজ্ঞাসাবাদ করলে ওই তিনজন আচমকা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা আহত অবস্থায় ফিরে গিয়ে গ্রামবাসীদের ঘটনা জানান। পরে উত্তেজিত গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে পিটিয়ে হত্যা করে।

আহত দুই ভারতীয়কে স্থানীয় বেহলাবাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার অধিকাংশ অংশে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। তা সত্ত্বেও এই সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই অনুপ্রবেশ ও সহিংস ঘটনার খবর পাওয়া যায়। বিশেষ করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর অভিযোগ আগেও এসেছে।

ত্রিপুরার এই সাম্প্রতিক ঘটনায় সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ নিয়ে আবারও প্রশ্ন উঠছে দুই দেশের মধ্যে।

সূত্র: ইকোনোমিক টাইমস

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×