আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করায় ৫০ জনকে হত্যা করল পাক সেনারা


আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করায় ৫০ জনকে হত্যা করল পাক সেনারা

আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে দাবি করে পাকিস্তানি সেনারা সীমান্তবর্তী এলাকায় অন্তত ৫০ জনকে হত্যা করেছে। নিরাপত্তা সংস্থার একটি সূত্র দ্য নিউজকে জানিয়েছে, নিহতরা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করছিল। সূত্রটি তাদের ‘ভারতীয় প্রক্সি ফিতনা-ই-খারেজি’ হিসেবে বর্ণনা করেছে।

সূত্রের দাবি, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ওই ব্যক্তিরা পাকিস্তানে ঢুকতে চেয়েছিল।

মোহামান্দ বিভাগের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু হলে দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চলে। এর আগে, ১৩ থেকে ১৫ অক্টোবরের মধ্যে খাইবার পাখতুনখাওয়ার উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু বিভাগে পাক সেনারা ৩৪ জনকে হত্যা করেছিল।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে, “জাতীয় কর্মপরিকল্পনার আওতায় নিরাপত্তা বাহিনী ‘আজম-এ-ইস্তেহকাম’ নামে একটি অভিযান চালাচ্ছে। এই অভিযানের মাধ্যমে দেশ থেকে বিদেশি সাহায্যপ্রাপ্ত সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে এলাকায় ভারতের পৃষ্ঠপোষকতায় লুকিয়ে থাকা অন্যান্য জঙ্গিদের নির্মূলের জন্য বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।”

এদিকে, গত এক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। গত বৃহস্পতিবার পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালানোর পর আফগান সেনারা সীমান্তে অবস্থানরত পাকিস্তানি বাহিনীর ওপর আকস্মিক হামলা চালায়। জবাবে পাকিস্তানি সেনারা ট্যাংক ও ভারী গোলাবর্ষণ শুরু করে।

সূত্র: দ্য নিউজ

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×