তুরস্কের খাদ্যবাহী জাহাজ ৯০০ টন খাবার নিয়ে রওনা দিয়েছে গাজার উদ্দেশ্যে


তুরস্কের খাদ্যবাহী জাহাজ ৯০০ টন খাবার নিয়ে রওনা দিয়েছে গাজার উদ্দেশ্যে

তীব্র খাদ্য সংকটে থাকা গাজার মানুষের পাশে দাঁড়িয়েছে তুরস্ক, ৯০০ টন খাদ্য সহায়তা নিয়ে বিশাল এক ত্রাণবাহী জাহাজ ছেড়েছে মিসরের উদ্দেশে। গত মঙ্গলবার, ১৪ অক্টোবর, জাহাজটি দেশটির দক্ষিণাঞ্চলীয় মার্সিন আন্তর্জাতিক বন্দর থেকে যাত্রা শুরু করে। গন্তব্য মিসরের আল আরিশ বন্দর, সেখান থেকে সরবরাহ পৌঁছবে গাজায়।

ত্রাণ উদ্যোগটি পরিচালনা করছে তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (AFAD)। তাদের সঙ্গে সমন্বয়ে রয়েছে মিসরীয় রেড ক্রিসেন্ট এবং ১৭টি বেসরকারি সংগঠন।

খাদ্য সহায়তার এ চালান কারিম আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে। পাঠানো হয়েছে বিভিন্ন ধরনের রেডি টু ইট খাবার, কৌটাজাত খাদ্যসামগ্রী এবং শিশুদের জন্য প্রয়োজনীয় ফর্মুলা।

জাহাজটির বিদায়ে মার্সিন বন্দরে উপস্থিত ছিলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া। তিনি বলেন, “আজ (মঙ্গলবার) আরেকটি জাহাজ গাজার দিকে যাচ্ছে। ভূমধ্যসাগরীয় এ জাহাজটিতে ৯০০ টন সাধারণ খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা রয়েছে।”

গত বছরের ৭ অক্টোবর গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর অঞ্চলটিতে পূর্ণ অবরোধ জারি করে ইসরায়েল। এতে খাদ্য, পানি ও ওষুধের সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়। ফলে ভয়াবহ মানবিক সংকটে পড়ে যায় গাজার জনগণ।

এই পরিস্থিতিতে তুরস্ক ধারাবাহিকভাবে গাজায় ত্রাণ পাঠিয়ে যাচ্ছে। এ পর্যন্ত তারা ১৭টি জাহাজ ও ১৪টি কার্গো বিমানের মাধ্যমে খাদ্য সহায়তা সরবরাহ করেছে।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহতের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও সেটিকে অস্থির ও ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, তবুও আপাতত তা বহাল রয়েছে।

সূত্র: আনাদোলু

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×