ইউরোপকে চীনা পণ্যে ৫০০% শুল্ক দিতে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন: টেলিগ্রাফ রিপোর্ট
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা আরও বাড়াতে এবার ইউরোপীয় দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোকে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানাচ্ছে বলে একটি প্রতিবেদন জানিয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, এই উদ্যোগ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের অংশ। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর অবস্থানকে ঘিরে এ চাপ বাড়ছে।
চলতি সপ্তাহেই ট্রাম্প চীনের সঙ্গে এই অর্থনৈতিক বিরোধকে প্রকাশ্যে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন। তার প্রশাসন বারবার উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়ে এসেছে, যা ইতিমধ্যে বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। একইসঙ্গে, রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনায় চীনকে শাস্তি দিতে ইউরোপীয় দেশগুলোকে সঙ্গে পাওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন।
টেলিগ্রাফ আরও জানায়, এই উচ্চ শুল্ক পরিকল্পনাকে ‘ইউক্রেন বিজয় তহবিল’-এর অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনকে সমর্থন জানিয়ে অর্থনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ওয়াশিংটনে সফর করবেন। এর আগেই মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই শুল্ক ধারণাটি তুলে ধরার দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে ইউক্রেন এখন যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, এতে সম্মতি দেওয়া হতে পারে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, ইউরোপীয় মিত্রদেরই এ অস্ত্র সরবরাহের ব্যয়ভার বহন করতে হবে।
এ প্রসঙ্গে রাশিয়ার প্রতিক্রিয়াও এসেছে। মস্কো জানিয়েছে, পশ্চিমা বিশ্বের সামরিক সহায়তা দিয়ে চলমান যুদ্ধের চূড়ান্ত পরিণতি বদলানো সম্ভব নয়।