গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে এসে কৃষকের মৃত্যু


গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে এসে কৃষকের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে এক শোকাবহ ও অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যেখানে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সময় আরেক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় কালকিনি থানা পুলিশ মৃত্তিকা (২৪) নামের ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকালে গৃহবধূটির বাবার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মৃত মৃত্তিকা পৌর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মো. মিন্টু সরদারের মেয়ে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের নিকটস্থ সূত্র মতে, মৃত্তিকা নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এরপর একই গ্রামের কৃষক দুলাল চৌকিদার (৫৪) গৃহবধূর লাশ দেখতে এলে তিনি স্ট্রোক করে মারা যান। খবর পাওয়ার পর কালকিনি থানা পুলিশ গৃহবধূর ঝুলন্ত মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। তবে কী কারণে গৃহবধূটি আত্মহত্যা করেছেন, সেই রহস্য এখনও উদ্ঘাটন হয়নি।

এলাকার বাসিন্দা সৈয়দ শামীম, যিনি গোপালপুর এলাকার প্রতিবেশী, জানান, "মৃত্তিকার লাশ দেখার পর পার্শ্ববর্তী দুলাল চৌকিদার স্ট্রোক করে মারা গেছেন। আমার মনে হচ্ছে তিনি অতিরিক্ত ভয় পেয়ে স্ট্রোক করে মারা গেছেন।"

কালকিনি হাসপাতালের চিকিৎসক ডা. জাহিদ হাসান এ প্রসঙ্গে বলেন, "আগে থেকেই দুলালের হার্টের সমস্যা থাকতে পারে; তাই লাশ দেখে ভয়ে পেয়ে তিনি মারা গেছেন মনে হচ্ছে।"

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সোহেল রানা সংবাদমাধ্যমকে জানান, "আমরা খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা বলতে পারব না। তবে পরিবারের কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। স্ট্রোক করে একজন মারা গেছেন বলে জেনেছি।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×