জাতীয় সংসদ নির্বাচন
সরকারের ছয় বিভাগের সঙ্গে ইসির বৈঠক ২২ অক্টোবর
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫০ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ২২ অক্টোবর সকালে সরকারের ছয়টি গুরুত্বপূর্ণ বিভাগের সঙ্গে বৈঠকে বসছে। এই আলোচনায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকবেন বলে জানিয়েছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
কমিশন জানিয়েছে, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল গঠনসহ নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন ধাপে বিভিন্ন সরকারি দপ্তরের সহযোগিতা প্রয়োজন হয়। এই সমন্বয়ের উদ্দেশ্যেই বৈঠকটি আয়োজন করা হয়েছে।
বৈঠকে যাঁরা অংশ নেবেন তাদের মধ্যে রয়েছেন: মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রহিমা আক্তার, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খোন্দকার নাজমুল হুদা শামিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইসরাত জাহান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বদরুল হাসান লিটন এবং আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে বৈঠকে থাকবেন পরিচালক জবদুল ইসলাম।
এর আগে, নির্বাচনী মাঠপর্যায়ের কর্মকর্তা প্রশিক্ষণও শুরু করছে ইসি। আগামী সোমবার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে এই প্রশিক্ষণ শুরু হচ্ছে, যা চলবে ১১ নভেম্বর পর্যন্ত।
এদিকে, প্রবাসী বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম চালু করেছে নির্বাচন কমিশন। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন বলেন, “যুক্তরাষ্ট্রে যে চারটি মিশন আছে, সেখানে এনআইডির নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।”
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্রসহ মোট ১৭টি আন্তর্জাতিক স্টেশনে প্রবাসীদের ভোটার ও এনআইডি নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। এসব দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ১৪ হাজারেরও বেশি এনআইডি বিতরণ করা হয়েছে।
তবে এনআইডি বা স্মার্টকার্ড ইস্যু কার্যক্রমে সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ জানিয়েছে, সফটওয়্যার সংক্রান্ত জটিলতার কারণে গত এক সপ্তাহ ধরে স্মার্ট কার্ড ছাপানো বন্ধ রয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো কেউ নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তা এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্যও করেননি।