আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠালো ইসরায়েল
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

চলমান যুদ্ধবিরতির মাঝে গাজায় ফেরত পাঠানো হলো আরও ৩০ জন ফিলিস্তিনির মরদেহ। রেড ক্রসের মাধ্যমে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই মৃতদেহগুলো হস্তান্তর করেছে ইসরায়েল। এর ফলে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১২০টি মরদেহ গাজায় ফিরেছে।
আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং খান ইউনিসের নাসের হাসপাতাল মরদেহ ফেরতের বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানায়, যুদ্ধবিরতির আওতায় নির্ধারিত এক চুক্তি অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি মৃতদেহের বিপরীতে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়া হচ্ছে।
এর আগে বৃহস্পতিবারই হামাস ইসরায়েলের কাছে আরও দুই বন্দির মৃতদেহ হস্তান্তর করে। সংগঠনটি জানিয়েছে, "মৃত বন্দীদের সমস্ত দেহাবশেষ ইসরায়েলকে ফিরিয়ে দেওয়া হয়েছে।"
গাজার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৭০ হাজার। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।
মানবিক সংকট আরও গভীর করেছে দুর্ভিক্ষ। পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসার অভাবে শত শত মানুষের মৃত্যু হয়েছে। এরইমধ্যে খাদ্য বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া বেসামরিক ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যাতে প্রাণ হারান বহু মানুষ।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।