
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা
টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারের ব্যক্তিগত জীবনে এসেছে নতুন মোড়। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে রয়েছেন তিনি এবং চলতি বছরেই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল-এর প্রতিবেদনে উঠে এসেছে, মধুমিতার প্রেমিক দেবমাল্য পেশায় আইটি কর্মী এবং ইন্ডাস্ট্রির বাইরের মানুষ। চলতি বছরের শুরুতে দোল উৎসব কাটাতে তারা ঘুরে এসেছেন সিকিমের মনোরম ইয়ামথাং ভ্যালি থেকে। কুয়াশাচ্ছন্ন পাহাড়ি পরিবেশে তাদের রোমান্টিক মুহূর্তের ছবিতে তখন মুগ্ধ ছিলেন অনুরাগীরা। আর ঠিক সেই সময়েই আসে বিয়ের সুখবর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিক দেবমাল্যের সঙ্গে একটি ছবি শেয়ার করে মধুমিতা লেখেন, “এ বছর ডিসেম্বর অথবা আগামী বছরের শীতকালে আমরা বিয়ের পরিকল্পনা করছি। শীতকাল আমাদের দু’জনেরই পছন্দের ঋতু। ততদিন পাহাড়ে আরও কিছু স্মরণীয় মুহূর্ত কাটিয়ে নিতে চাই।” তিনি আরও জানান, “২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়েছিল, যদিও তখন বিশেষ যোগাযোগ হয়নি। কিছু মাস আগে আবার কথা বলা শুরু হয়। বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল, এরপর সম্পর্ক গভীর হয়।” মধুমিতা বলেন, “ছোটবেলার এক বন্ধুর সঙ্গে অনেক বছর পর যোগাযোগ থেকে প্রেম, আর এখন জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্ত। এখন ঘোরাঘুরি করছি, কারণ বিয়ের প্রস্তুতি শুরু হবে শিগগিরই। উল্লেখযোগ্যভাবে, দেবমাল্যর সঙ্গে সম্পর্ক কখনও গোপন রাখেননি অভিনেত্রী। বিভিন্ন সাক্ষাৎকারে ও সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কের কথা খোলাখুলিই বলেছেন তিনি। এতদিনে সেই সম্পর্কের চূড়ান্ত রূপ দিতে চলেছেন তারা। এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মধুমিতা, তবে সেই সম্পর্ক পরিণতি পায়নি। বিচ্ছেদের পর নতুন করে জীবনে ভালোবাসার রঙ ফিরে এসেছে অভিনেত্রীর। এবার সেই প্রেমকে স্থায়ী রূপ দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত মধুমিতা সরকার।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন শাকিব খান
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার অভিনয় থেকে ব্যক্তিজীবন সব নিয়েই ভক্তদের আগ্রহের শেষ নেই। আর এ কারণেই এই নায়ক ফেসবুকে কিছু পোস্ট করলে তাকে ঘিরে শুরু হয় নতুন আলোচনা-সমালোচনা। গতকাল শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি শেয়ার করেন শাকিব খান। তাতে লেখেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’ ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস ও মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে আছেন তিনি। শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, অভিনেতার আরো সপ্তাহখানেক পরে দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু এর আগেই তিনি চলে গেলেন। এদিকে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ চলচ্চিত্রটি এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার দুদিন পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়লেন এই ঢালিউড সুপারস্টার। গত ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি। শাকিব খান কেন মার্কিন মুলুকে গেছেন এ নিয়েও এখন প্রশ্ন রয়েছে। তবে শাকিব খানের ঘনিষ্ঠ সূত্রটি বলছে, একান্ত ব্যক্তিগত কারণে শাকিব খান যুক্তরাষ্ট্র গিয়েছেন। সেখানে তিনি দেড় মাসের মতো থাকবেন এবং আগস্টের শেষভাগে দেশে ফিরবেন।

আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই: বাঁধন
সাহসিকতা, ব্যক্তিত্ব এবং স্বাধীনচেতা মানসিকতার জন্য বরাবরই আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের জীবন ও মতাদর্শে কখনোই কারো মতামতের তোয়াক্কা করেননি তিনি। বরং সত্য ও স্বাধীনতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েই বারবার আলোচনার কেন্দ্রে এসেছেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্য সমালোচনার কারণে নতুন বিতর্কে জড়ান বাঁধন। এরই প্রেক্ষিতে রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেত্রী। স্ট্যাটাসে নিজের একটি ছবিসহ বাঁধন লেখেন, “আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই।” তিনি জানান, জীবনে অনেক কিছু অর্জন করলেও তার সবচেয়ে বড় অর্জন হচ্ছে নিজের মতো করে জীবনযাপন করার স্বাধীনতা এবং সাহসের সঙ্গে নিজের মত প্রকাশ করার ক্ষমতা। বাঁধন লেখেন, জীবনের নানা সময় এমন অনেক সুযোগ এসেছে, যা তাকে প্রভাব, স্বীকৃতি ও স্থায়িত্ব দিতে পারত। কিন্তু তিনি বেছে নিয়েছেন স্বাধীনচেতা পথ, যা ছিল কণ্টকাকীর্ণ। তার ভাষায়, "একবার সত্যিকারের স্বাধীনতার স্বাদ নিলে আর পেছনে ফেরা যায় না।" অভিনেত্রী বলেন, হয়তো কিছু মানুষ তাকে অপছন্দ করে এই কারণে নয় যে তিনি কী বলেন বা করেন, বরং এজন্য যে, কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি আরও বলেন, নিজের অভিজ্ঞতা থেকে শিখেছেন—জীবন যত কঠিনই হোক না কেন, প্রতিটি চাপে তিনি আরও দৃঢ় হন। সবশেষ অভিনেত্রী লিখেছেন, আমি অনেক ট্রমা বয়ে বেড়াই। আমি জানি PTSD কাকে বলে। ছোট্ট কোনো কিছুই মাঝে মাঝে সেটা ট্রিগার করে দেয়। এটাও আমারই অংশ — এমন এক অবাঞ্ছিত সঙ্গী, যাকে আমি চাইনি, কিন্তু যার সঙ্গে বাঁচতে শিখেছি।

তাণ্ডব-বরবাদ সিনেমার লোকেরাই পাইরেসি করেছে: মামুন
গত দুই ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত বড় বাজেটের সিনেমা ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ মুক্তির পরপরই প্রেক্ষাগৃহে দর্শকের ভালো সাড়া পেলেও শিগগিরই পাইরেসির কারণে মুখ থুবড়ে পড়ে। সিনেমা দুটির মাস্টারপ্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়ায় দর্শক আগ্রহ দ্রুত কমে যায়। তাণ্ডব ছবির পাইরেসির ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়। তবে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন পরিচালক অনন্য মামুন। তিনি দাবি করেছেন, এসব পাইরেসির ঘটনা বাইরের কেউ নয়, বরং সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট কারো মাধ্যমেই ঘটেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মামুন বলেন, “আমি বরবাদ ও তাণ্ডবের ঘটনাকে ক্লাসিক পাইরেসি বলতে রাজি নই। সাধারণত পাইরেসি মানে হলে ক্যামেরা বসিয়ে চুরি করা কপি ছড়ানো। কিন্তু এই দুটি ছবির ক্ষেত্রে ঘটেছে ভিন্ন কিছু এসবের মাস্টারপ্রিন্টই অনলাইনে এসেছে। যার মানে, এইচডি থেকেও উন্নত মানের কপি ছড়িয়েছে।” তিনি আরও বলেন, “মাস্টারপ্রিন্ট এমন কিছু, যা সাধারণত সিনেমার সঙ্গে যুক্ত প্রোডাকশন টিমের কাছেই থাকে। তাই এ ধরনের কপি বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই সীমিত। সম্ভবত প্রোডাকশন হাউজের কোনো সদস্যই বিক্রি করেছে অথবা ডিস্ট্রিবিউশনের কাজে যাঁদের কাছে কপি দেওয়া হয়েছিল, সেখান থেকেই এটি ফাঁস হয়েছে।” মামুন জানান, আগে পাইরেটেড ভিডিওগুলোতে কলকাতার হারবালের বিজ্ঞাপন থাকত, যা থেকে কিছু অর্থ উপার্জন হতো। এখন বিদেশি অনলাইন ক্যাসিনোর বিজ্ঞাপন যুক্ত হওয়ায় এর মূল্য আরও বেড়েছে। ফলে পাইরেসি এখন বড় ব্যবসায় রূপ নিয়েছে, এবং সেটিই মাস্টারপ্রিন্ট ফাঁসের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। তিনি বলেন, “বলিউডেও পাইরেসি হয়, তবে তা হলপ্রিন্ট। আমাদের মতো মাস্টারপ্রিন্ট ফাঁস হওয়া আমি বিশ্বের আর কোথাও দেখি না।” এই বক্তব্যে অনন্য মামুন স্পষ্টভাবে প্রোডাকশন সংশ্লিষ্টদের দিকেই অভিযোগ করেছেন, যারা অর্থের বিনিময়ে সিনেমার আসল কপি বাইরে ছড়িয়ে দিয়েছে বলে ধারণা করছেন তিনি। বিষয়টি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আবারো উদ্বেগ দেখা দিয়েছে।

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জামিন পান অভিনেত্রী। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে উপস্থিত হন অপু। এরপর তার আইনজীবী আবুল বাশার কামরুল জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে গেল ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান অপু। গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন তিনি। নুসরাত ফারিয়া-অপু-নিপুণসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলামামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক। এ মামলায় অপু বিশ্বাস ছাড়াও আসামী করা হয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।

দর্শক হাসানো দিলদারকে ছাড়া ২২ বছর
মা-বাবার দেওয়া নাম ছিল দেলোয়ার হোসেন। চলচ্চিত্রে এসে হয়ে যান দিলদার। বদলে যাওয়া এই নামেই ঠাঁই করে নেন দর্শকের হৃদয়ে। চার দশকের কম সময়ে দিলদার দেখা দিয়েছেন ৫০০-র বেশি সিনেমায়। একটা সময় যার উপস্থিতিতে প্রেক্ষাগৃহে বইতো হাসির ঝরনাধারা, দর্শকদের উচ্ছ্বাস। ২০০৩ সালের আজকের এই দিনে (১৩ জুলাই) দর্শকের মুখের হাসি কেড়ে নিয়ে পাড়ি দেন না ফেরার দেশে। এই কিংবদন্তির মৃত্যর ২২ বছর পেরিয়ে গেলেও এখনও তাকে স্মরণ করেন দর্শকেরা। দিলদার শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন সকলের মন জয় করা একজন মানুষ। চাঁদপুরে জন্ম নেওয়া এই শিল্পীর প্রকৃত নাম দেলোয়ার হোসেন। সিনেমায় এসে হয়ে গেলেন ‘দিলদার’। মাত্র ২০ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো এই মানুষটি প্রথম বড় পর্দায় সুযোগ পান ১৯৭২ সালে, ‘কেন এমন হয়’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি হয়ে ওঠেন ঢালিউডের অবিচ্ছেদ্য অংশ; যার অনুপস্থিতি বার বার বুঝিয়ে দিয়েছে তার শূন্যতা কতখানি। দিলদার শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন প্রাণবন্ত একজন মানুষও। শুটিং সেটে থাকতেন প্রাণখোলা হাসিতে ভরা, সহশিল্পীদের উৎসাহ দিতেন, সাহস জোগাতেন। এমনকি একবার মালেক আফসারীর ‘লাল বাদশা’ ছবির জন্য ‘শুধু ডিম দিয়ে পরিচয়’ গানটিও নিজেই গেয়েছিলেন, যেটি জনপ্রিয় হয়ে ওঠে। দিলদারের প্রতি দর্শকের ভালোবাসা তো ছিলোই, পাশাপাশি ‘তুমি শুধু আমার’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন । এই পুরস্কার শুধু তার প্রতিভার আনুষ্ঠানিক স্বীকৃতি হলেও আসল সম্মান তিনি পেয়েছেন জনমানুষের হৃদয় থেকেই। ১৯৭২ সালের ‘কেন এমন হয়’ সিনেমার পর ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া, ‘অন্তরে অন্তরে’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘স্বপ্নের নায়ক’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’ সিনেমায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন দিলদার।

জীবনে এমন ছ্যাঁকা খেয়েছি, এখনো মনে আছে: সেমন্তী সৌমি
অভিনেত্রী সেমন্তী সৌমি তার সৌন্দর্য, স্টাইল এবং কাজ দিয়ে ইতোমধ্যে শোবিজে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। নাটক, সিনেমা, মডেলিংয়ের পাশাপাশি ওয়েব সিরিজেও সফলভাবে কাজ করছেন তিনি। তবে কাজের বাইরেও তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ কম নয়। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে সেমন্তী অকপটে জানিয়েছেন তার প্রেম নিয়ে অভিজ্ঞতা, আর সেই সূত্র ধরেই উঠে এসেছে বাংলাদেশি ছেলেদের প্রতি তার ‘অবিশ্বাস’। সেমন্তী বলেন, “জীবনে এমন একটা ছ্যাঁকা খেয়েছি, যেটা এখনো মনে আছে। সেই ঘটনার পর থেকেই বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না।” তবে নিজের এই অভিজ্ঞতা সব ছেলেদের ওপর প্রযোজ্য নয় বলেও স্পষ্ট করে দেন অভিনেত্রী। বলেন, “সব বাংলাদেশি ছেলে খারাপ, তা বলছি না। তবে আমি যাদের পেয়েছি, তারা ভালো ছিল না এটা হয়তো আমার দুর্ভাগ্য।” বাংলাদেশি ছেলেদের তুলনায় বিদেশি ছেলেদের ভদ্রতা ও বিশ্বস্ততা বেশি বলে মনে করেন সেমন্তী। তার ভাষায়, “বিদেশি ছেলেরা লয়্যাল হয়, ভালো আচরণ করে। তারা জানে একজন মেয়ের সঙ্গে কীভাবে কথা বলতে হয়। বিদেশে ঘুরতে গিয়ে ওদের ব্যবহার দেখে আমার এমনটাই মনে হয়েছে।” বর্তমানে কোনো প্রেমে জড়িত নন জানিয়ে সেমন্তী বলেন, “আমি এখন একেবারে সিঙ্গেল। প্রেম করার সময় নেই। যদি কখনো শুনেন আমি প্রেম করছি, তাহলে ধরে নেবেন ওটা ভুয়া খবর।” তার স্পষ্ট বক্তব্য ও ব্যক্তিগত মতামত সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে ব্যক্তিগত জীবনে সৎ থাকাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন সেমন্তী।

বিয়ে নয়, কিন্তু মা হতে চান শ্রুতি হাসান, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা
দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন। সেখানে তিনি জানিয়েছেন, বিয়ে না করেও মা হওয়ার ইচ্ছে রয়েছে তার। শ্রুতি বলেন, বিয়ের ধারণা তার কাছে ভীতিকর। যদিও তিনি সম্পর্কের প্রতি আনুগত্য ও প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন, তবুও কেবল আইনি স্বীকৃতির জন্য সম্পর্ককে কাগজে লেখা কিছুতে পরিণত করা তার কাছে অস্বস্তিকর মনে হয়। তবে বিয়ে নিয়ে দ্বিধা থাকলেও, মাতৃত্ব নিয়ে বেশ স্পষ্ট অবস্থান নিয়েছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, সন্তান বড় করতে হলে দুই অভিভাবকের উপস্থিতি গুরুত্বপূর্ণ, তবে ভবিষ্যতে সন্তান দত্তক নেওয়ার কথাও ভাবছেন তিনি। দক্ষিণী সিনেমার সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি বলিউডে অভিনয় করলেও দক্ষিণের চলচ্চিত্র জগতে বেশ জনপ্রিয়। সাক্ষাৎকারে তিনি বলেন, সম্পর্কের ক্ষেত্রে তিনি সব সময় খোলামেলা থেকেছেন এবং একবার কোনো সম্পর্কে জড়ালে নিজেকে পুরোপুরি ঢেলে দেন। তবে সম্পর্ক ভেঙে গেলে পিছনে না ফিরে নিজেকে দূরে সরিয়ে নেন। শ্রুতি জানান, অনেকে তার প্রেমের ইতিহাস নিয়ে কটাক্ষ করেন। কেউ কেউ জিজ্ঞাসা করে, “এটা কত নম্বর প্রেমিক?” এমন প্রশ্ন তাকে আঘাত করে না, তবে পুরনো সম্পর্কগুলো তাকে বিচ্ছেদের কষ্টের কথা মনে করিয়ে দেয়। তিনি আরও বলেন, অনেক সময় নিজের অজান্তেই প্রিয়জনদের কষ্ট দিয়েছেন, তবে ভুল স্বীকার করে ক্ষমা চাইতেও দ্বিধা নেই। তবে ঘনিষ্ঠজন ছাড়া অন্য কারো কাছে তিনি ব্যাখ্যা দিতে রাজি নন। প্রসঙ্গত, রজনীকান্তের সঙ্গে ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন শ্রুতি। ছবিটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। প্রেম, বিচ্ছেদ কিংবা সাহসী ফটোশুট প্রতিটি ক্ষেত্রেই স্পষ্টবাদী ও খোলামেলা থাকতে পছন্দ করেন এই জনপ্রিয় অভিনেত্রী।

‘অশোভন প্রস্তাব’ তো এখনো পাই : বাঁধন
নারীদের প্রতি সামাজিক বৈষম্য, যৌন হয়রানি এবং অসম্মানজনক আচরণ নিয়ে ক্রমাগত উচ্চকণ্ঠ হয়ে উঠছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা ভাষায় বলেছেন, সমাজে নারীরা প্রতিনিয়ত কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হন এবং প্রগতিশীলতা কতটা প্রয়োজনীয় হয়ে উঠেছে। অভিনেত্রী জানান, তিনি আজও নিয়মিতভাবে ‘অশোভন প্রস্তাব’ পেয়ে থাকেন। শুধু মিডিয়ার অভ্যন্তরে নয়, সাধারণ মানুষদের কাছ থেকেও এমন আচরণ পান তিনি। বাঁধন নিজের এক ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এমনকি তার সন্তানের উকিল হিসেবেও যিনি ছিলেন, তিনি পর্যন্ত তাকে হয়রানি করেছেন। এই ধরনের অভিজ্ঞতাকে বাঁধন সমাজের গভীর রোগের প্রতিচ্ছবি বলে উল্লেখ করেন। তার মতে, এসব ঘটনা এখন আমাদের জীবনের নিত্যদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে, যা সমাজে নারী নিরাপত্তা ও মর্যাদার বাস্তব অবস্থা তুলে ধরে। সাক্ষাৎকারে বাঁধন আরও বলেন, সমাজের প্রচলিত ধ্যান-ধারণার মধ্যেই আমরা বেড়ে উঠি এবং অনেক সময় না জেনে সেগুলোকেই সঠিক ধরে নিই। নারী বা পুরুষ—যেই হোক না কেন, যদি তারা সেই প্রচলিত গণ্ডির বাইরে এসে সমাজে পরিবর্তন আনার চিন্তা করে, তবে তাদের প্রয়োজন সমাজে সবচেয়ে বেশি। তিনি বলেন, প্রগতিশীল মানসিকতার মানুষেরাই সমাজকে বদলাতে পারে। নিজের জীবনে সততার গুরুত্বও তুলে ধরেন এই অভিনেত্রী। তার বাবা একজন সৎ মানুষ ছিলেন, যার কারণে কর্মজীবনে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে এই কষ্টের পরেও মানুষ তাকে যে সম্মান দিয়েছে, সেটিকেই বাঁধন সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, তার একমাত্র চাওয়া, মানুষ যেন তাকে শ্রদ্ধার চোখে মনে রাখে, ঘৃণার নয়। তার ভাষায়, “দিনশেষে কেউ যখন আমাকে স্মরণ করবে, তখন যেন বলে বাঁধন ছিল সম্মান করার মতো একজন মানুষ।” বাঁধনের বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার সাহসী অবস্থান, বিশেষ করে একজন নারী হিসেবে, অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

আল্লাহর গজব পড়ুক, সোহাগ হত্যা প্রসঙ্গে খায়রুল বাসার
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে ওঠে দেশবাসী। যার যার মতো করে প্রকাশ করতে থাকে ক্ষোভ। এদিকে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন অভিনেতা খায়রুল বাসার। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে কথা বলেন। সোহাগ হত্যা প্রসঙ্গে নিজের ফেসবুকে খায়রুল বাসার লেখেন, ‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর যারা মানুষ হতে পারল না। যারা জীব জন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের উসিলায়। এদেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে।’ এরপর সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে লেখেন, ‘যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন সাহস দেখান মানবতা দেখান, আইনের দারস্থ হোন। বার বার ব্যর্থ হলেও আইনের উপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।’ খায়রুল ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই কথা বলেছেন বিষয়টি নিয়ে। নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রমুখ গলা চড়িয়েছেন ফেসবুকে।

নয় মাস পর উদ্ধার মরদেহ, হুমায়রা আসগরের মৃত্যু নিয়ে রোমহর্ষক রহস্য
পাকিস্তানের করাচিতে একটি ফ্ল্যাট থেকে দেশটির মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগর আলির মরদেহ উদ্ধার হয়েছে। ৩২ বছর বয়সী এই তারকার মৃত্যু নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ পুলিশ জানিয়েছে, তার মৃত্যু হয়েছে প্রায় নয় মাস আগে। গত ৯ জুলাই করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ জানায়, মরদেহটি ছিল পচনধরা অবস্থায় এবং দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ফোন রেকর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণ করে জানা যায়, হুমায়রার মোবাইল ফোন সর্বশেষ ব্যবহার হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে এবং সেপ্টেম্বরে তিনি সর্বশেষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। পুলিশ আরও জানায়, অক্টোবরে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় তার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বাসায় ছিল না কোনো মোমবাতি, ফ্রিজে সংরক্ষিত খাবারের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে এবং সেগুলোতে মরিচা ধরেছে। পানি সরবরাহও দীর্ঘদিন বন্ধ ছিল, নলগুলো শুকিয়ে গেছে। অবাক করার বিষয়, প্রতিবেশীরা কেউই এতদিন কোনো দুর্গন্ধ টের পাননি। তারা জানান, হুমায়রাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। অন্যদিকে, হুমায়রার পরিবার মরদেহ গ্রহণে অনীহা প্রকাশ করেছে। তার বাবা জানিয়েছেন, মেয়ের সঙ্গে তাদের সম্পর্ক দুই বছর ধরে ছিন্ন। ভাই নবীদ আসগর জানান, হুমায়রা দেড় বছর আগে পরিবারের সঙ্গে শেষবার দেখা করেছিলেন। জানা গেছে, লাহোর থেকে করাচিতে যাওয়ার পর গত সাত বছর ধরে একা বসবাস করছিলেন হুমায়রা এবং প্রয়োজন ছাড়া বাইরে যেতেন না। সূত্র: আরব নিউজ ঢাকাওয়াচ/এমএস

সংগীতের দুই তারকাকে নিয়ে সিনেমা
গানের ভুবন থেকে অভিনয়ের জগতে পা রেখেছেন বহু শিল্পী। তবে এবার এক ফ্রেমে একত্রিত হচ্ছেন সংগীতজগতের দুই প্রতিভাবান নাম– প্রীতম হাসান ও জেফার রহমান। আর তাদের নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। ‘তুমি আমি শুধু’ নামে এই রোমান্টিক-কমেডি ঘরানার ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম ও জেফার। নির্মাতা শিহাব শাহীন জানান, বেশ কিছুদিন ধরেই এই প্রজেক্টটি নিয়ে তাঁর পরিকল্পনা ছিল। তিনি বলেন, এই সিনেমার কাজ শুরু করার কথা ছিল দুই বছর আগে। নানা কারণে পিছিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত গেল কোরবানির ঈদের আগে এর শুটিং শেষ করেছি। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।’ ‘তুমি আমি শুধু’ নিয়ে নির্মাতা যেমন আশাবাদী, ঠিক তেমনই প্রধান দুই চরিত্র প্রীতম ও জেফারের রসায়ন নিয়েও তিনি দারুণ উচ্ছ্বসিত। তার ভাষায়, ‘প্রীতমের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে ওর অভিনয় দারুণ লেগেছিল। ও তো চমৎকার পারফর্মার। আর জেফারও অভিনয়ে খুব মনোযোগী, দায়িত্বশীল। এই ফিল্মে সে খুবই আন্তরিকভাবে কাজ করেছে। তাদের দুজনের মধ্যে দারুণ একটা কমেডি রসায়ন তৈরি হয়েছে, যা দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ তবে সিনেমার গল্প এখনই খোলাসা করতে নারাজ এই নির্মাতা। তিনি বলেন, “গল্পটা একটু ভিন্ন। আগেভাগে কিছু বলতে চাই না। রহস্য থাকুক। তবে এটুকু বলতে পারি, দর্শক এই সিনেমায় হাসির পাশাপাশি পাবেন বন্ধুত্ব, সম্পর্ক এবং জীবন নিয়ে কিছু দারুণ মুহূর্ত।” শুধু এই ওয়েব ফিল্ম নয়, সম্প্রতি দেশের ডিজিটাল হেলথসেবা নিয়ে নির্মিত ‘সুখী’ অ্যাপের ছয়টি বিজ্ঞাপনচিত্রও নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে কাজ করেছেন মিথিলা, দীঘি, রুকাইয়া চমক, নাসির উদ্দিন খান, ইমন ও ইরফান সাজ্জাদ। উল্লেখ্য, শিহাব শাহীন ২০০১ সালে নাটক ‘ঘূর্ণি’র মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে ‘রমিজের আয়না’ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং ২০১৫ সালে তাঁর প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ প্রশংসিত হয়। ওয়েব সিরিজে ‘সিন্ডিকেট’, ‘মাইসেল্ফ আলেন স্বপন’ ও ‘গোলাম মামুন’-এর মতো কাজ দিয়ে তিনি ওটিটিতে পৌঁছেছেন নতুন উচ্চতায়। সব মিলিয়ে ‘তুমি আমি শুধু’ যেন হয়ে উঠেছে সংগীত ও অভিনয়ের দুই ভুবনের মেলবন্ধনের এক আনন্দময় গল্প। অপেক্ষা এখন শুধুই মুক্তির।

হত্যাচেষ্টা মামলার আসামি 'অপু বিশ্বাসের' জামিননামা দাখিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে এই অভিনেত্রী জামিননামা দাখিল করেন। আদালতের পেশকার ওমর ফারুক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন তিনি। জামিনের মেয়াদ শেষের দিকে। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশে অপু বিশ্বাস সিএমএম কোর্টে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগিরই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইবো। মামলার অভিযোগে বলা হয়, জুলাই অভ্যুত্থানের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ সময় এনামুল হক নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন এনামুল হক। মামলায় অপু বিশ্বাস ছাড়াও আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ তারকাকে আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাদের উল্লেখ করা হয়েছে মামলায়। প্রসঙ্গত, গত ১৮ মে এ মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হন। পরে ১৯ মে তাকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় উঠলে ২০ মে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

নারী ভক্তের মামলার বিষয়ে মুখ খুললেন ডিপজল
মুভি লর্ড খ্যাত অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার এক আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) বাদী হয়ে এই মামলার আবেদন করেন। এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন। বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি মনোয়ার হোসেন ডিপজল। অবশেষে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছেন ডিপজল। তিনি লিখেছেন, এই দেশের প্রেক্ষাপটে অদ্ভুত সব ঘটনা ঘটে। সম্প্রতি ঘটে যাওয়া একটি বিষয়ে আমরা সকলেই সচেতন। সাংবাদিক ভাইয়েরা, আপনারা উল্টো প্রশ্নগুলো করেননি! যে ঘটনা ঘটেছে আপনার শরীরে এসিড দেওয়া হয়েছে বললেন এটি অত্যন্ত উদ্বেগজনক। আর তা ঘটার পর আপনি যদি বাসায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়েন, এটি কি যুক্তিযুক্ত? ডিপজল বলেন, এছাড়া, আমরা দেখেছি যে সেই আপনি নিজের শরীরে কেরোসিন ঢেলে দিয়েছেন! তাহলে কি ঘটনা ঘটেছে, সেটি কি নিছক সতর্কতার অভাব, না কি কিছু অন্য ধরনের খেলা? এডভোকেট ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সত্য-মিথ্যা যাচাই করে চলুন আইনগত সহযোগিতা করার পথে এগোবেন। অর্থের দিকে দৃষ্টি দিলে সমাজে আরো বিশৃঙ্খলা বাড়তে পারে। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তাই আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার কার্যকর করা হবে। তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে মহিলার শাস্তির দাবি করছি, এবং তার সহযোগীদেরও আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। এই অদ্ভুত ঘটনার পেছনে থাকা প্রকৃত সত্য উন্মোচনের মাধ্যমে আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা পাক এবং আমরা যেন পুনরায় এ ধরনের ঘটনার সম্মুখীন না হতে হই। আমাদের উচিত, আইনের শাসনকে অগ্রগতি করা এবং মানুষের অধিকার রক্ষার জন্য সচেষ্ট থাকা। এভাবে আমরা সমাজে নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠা করতে পারব।

তালা ভেঙে অভিনেত্রীর মরদেহ উদ্ধার
পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আজগর আলী মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ৩২ বছর বয়সী হুমায়রার প্রায় দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানি গণমাধ্যম ডন পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে, ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করা হয়েছে। আদালতের নির্দেশে গিজরি পুলিশ অ্যাপার্টমেন্টটি খালি করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বিকেল ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লে ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। অবশেষে তালা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তার মৃতদেহটি দেখতে পায়। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়। তবে হুমায়রা মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মঙ্গলবার রাতে পোস্ট মর্টেম সম্পন্ন হয়। এরপর পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, “মৃতদেহটি চূড়ান্তভাবে পচে গেছে। তবে মৃত্যুর কারণ এখন প্রকাশ করা যাবে না। স্থানীয় গণমাধ্যমের খবর, হুমায়রা আজগর আলী একাই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন। কিন্তু ২০২৪ সাল থেকে বাড়ির মালিককে ভাড়া দেন না তিনি। এমন অবস্থায় বাসা খালি করার জন্য আদালতের দ্বারস্থ হন বাড়ির মালিক। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের শিকার হননি অভিনেত্রী। পুরো অ্যাপার্টমেন্টের লোহার গেট, কাঠের দরজা, ব্যালকনির দরজা সবই লক করা ছিল। তবে আপাতত ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ নিজেদের কোনো সিদ্ধান্ত জানাবে না। টিভি রিয়েলিটি শো ‘তামাশা ঘরে’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন হুমায়রা। ২০১৫ সালে তার অভিনীত ‘জালাইবি’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমা তাকে পরিচিতি এনে দেয়।

বাংলাদেশে কি শাকিব খানের নায়িকা নেই? নায়িকা বিতর্কে উত্তাল সোস্যাল মিডিয়া
বাংলা সিনেমায় ঈদ মানেই শাকিব খানের উপস্থিতি যেন অবধারিত হয়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদেও নতুন চমক নিয়ে ফিরছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। তার নতুন ছবির নাম নির্ধারিত হয়েছে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, যার ট্যাগলাইন ‘আমি কালা’। নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে গড়ে ওঠা কাহিনি নিয়ে নির্মিত এই ছবিটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। সিনেমাটি পরিচালনা করছেন ছোট পর্দার খ্যাতনামা নির্মাতা আবু হায়াত মাহমুদ, যিনি এবারই প্রথম সিনেমা নির্মাণে নাম লেখাচ্ছেন। তবে সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্র নিয়ে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। খবর রটে, এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে পারেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অভিনেত্রী দীপা খন্দকার এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি না হয়, তাহলে আমাদের দেশে কি একজনও লিড রোলে অভিনয়ের যোগ্য নায়িকা নেই? তার এই মন্তব্য ঘিরে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন করলেও অনেকে মত দিয়েছেন ভিন্নভাবে। এমডি সুজন মল্লিক নামে একজন মন্তব্য করেন, ‘শিল্পীর কোনো সীমান্ত থাকে না। অনেক ক্ষেত্রেই কলকাতার অভিনেত্রীরা এগিয়ে থাকেন।’ তিনি রাজ্জাকসহ অনেক গুণী শিল্পীর উদাহরণও টানেন, যারা দুই বাংলাতেই কাজ করেছেন। এদিকে, ছবির পরিচালক ও শাকিব খান দুজনেই নিশ্চিত করেছেন, তারা ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। তবে সিনেমার নায়িকা এবং শিরোনাম এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছ।

ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ নিয়ে আইনি নোটিশ, অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগ
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের কিছু পর্ব নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি নাটকটির নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীদের বিরুদ্ধে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় এবং নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন (মহি শামীম) নাটকের পরিচালক কাজল আরেফিন অমি, অভিনয়শিল্পী মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস-এর বিরুদ্ধে এই নোটিশ পাঠান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী নিজেই। নোটিশে উল্লেখ করা হয়, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ এর প্রথম আটটি পর্বে এমন অনেক সংলাপ রয়েছে, যা অশ্লীল, দ্ব্যর্থবোধক এবং কিশোর-তরুণদের মাঝে নেতিবাচক প্রভাব বিস্তার করছে। বিশেষ করে নাটকের সংলাপে ব্যবহৃত ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’, ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি শব্দ ও বাক্যাংশ সামাজিক শালীনতার পরিপন্থী এবং নারীদের প্রতি অবমাননাকর বলেও অভিযোগ করা হয়েছে। আইনজীবীর দাবি, নির্মাতা নিজেই এক সাক্ষাৎকারে নাটকটি সকল বয়সী দর্শকদের জন্য উপযোগী বললেও বাস্তবে এর ভাষা ও উপস্থাপন একেবারেই পারিবারিক কিংবা নৈতিক মূল্যবোধসম্মত নয়। এতে ধর্মীয় অনুভূতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক রুচিতে আঘাত হানার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ এবং ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭’-এর আলোকে, এমন কনটেন্ট শিশু-কিশোরদের মানসিক বিকাশে ক্ষতিকর এবং এটি একটি গুরুতর আইন লঙ্ঘন। নাটকের আপত্তিকর অংশগুলো ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে, যা কিশোরদের কথাবার্তা ও আচরণে প্রভাব ফেলছে। নোটিশে বলা হয়েছে, সাত কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত দৃশ্য ও সংলাপ অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে হবে। তা না হলে নাটকের নির্মাতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অবশেষে সিনেমায় ফিরছেন মিম
দীর্ঘদিন ধরেই সিনেমা নিয়ে পর্দায় নেই বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের আলোচিত ‘পরাণ’ সিনেমার পর তাকে আর সেভাবে দেখা যায়নি। এরপর তার অভিনীত ‘দামাল’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও এর রেসপন্স খুব একটা সুবিধাজনক ছিল না। বলা যায়, এরপর থেকে সিনেমা নিয়ে মিম রয়েছেন আলোচনার বাইরে। তবে বিজ্ঞাপন ও ফটোশুটের কাজে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন। এ দুটি কাজ নিয়ে খবরের শিরোনামও হয়েছেন। কিন্তু এরমাঝে আর নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি এ অভিনেত্রী। সর্বশেষ ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার শুটিং করেছেন তিনি। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত এ সিনেমায় তিনি অভিনয় করেছেন পান্না কায়সারের চরিত্রে। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনার পর সিনেমাটি কবে মুক্তি পাবে বা আদৌ পাবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়। মিম বলেন, ‘সিনেমাটির শুটিং শেষ। কিছু প্যাচ ওয়ার্কের কাজ বাকি আছে। সেগুলো আগামী ১৬ ও ১৭ জুলাই করা হবে। সেজন্য প্রস্তুতিও নিচ্ছি। তারপরই পুরো কাজ সম্পন্ন হবে।’ এ নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক বেশি আশাবাদী, তাই মুক্তির অপেক্ষায় রয়েছি। অনেক সুন্দর একটি গল্প। প্রত্যাশা করছি দর্শকরা প্রেক্ষাগৃহে এসে দেখবেন।’ অর্থাৎ এ সিনেমা দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অভিনেত্রী। সিনেমার বাইরে ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মিম। নতুন ওয়েব সিরিজ কিংবা সিনেমার বিষয়ে তিনি বলেন, ‘নতুন নতুন কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু গল্প, চরিত্র মনের মতো হলেই নতুন কাজ করব।’ এদিকে দিন কয়েক আগে শ্রীলঙ্কায় ভ্রমণ করেছেন মিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মিলিয়ে ১০ দিন ছিলাম শ্রীলঙ্কা। এবারের ভ্রমণটা অনেক আনন্দের। সেই সঙ্গে অনেক স্মৃতিময় হয়ে থাকবে। কেননা, শ্রীলঙ্কার এত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি, দ্বিতীয়বার আর না গেলেও হবে।’

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি পর্ন তারকা
অনেকেই পর্ন তারকা হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে অন্য জীবন বেছে নিয়েছেন। সেই তালিকায় এলেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাক। মূলত, লিল ব্ল্যাক নামেই প্রাপ্তবয়স্কদের ছবিতে দেখা যেত তাকে। লিল সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন তার পেশা এবং ধার্মিক পরিবর্তনের কারণে। পর্ন তারকা জানিয়েছেন, নীল ছবি আর নয়। এবার আল্লাহর দেখানো পথে চলতে চান তিনি। হঠাৎ কেন এই পরিবর্তন? লিলের দাবি, কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যান। সেখানেই তার মনস্তাত্বিক পরিবর্তন আসে। লিলের দাবি, তার জীবনে টাকা-পয়সা, খ্যাতি-যশ কোনো কিছুরই অভাব ছিল না। তবুও মন খালি খালি লাগত। এই শূন্যতা ঘোচানোর জন্যেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন । তার দাবি ২০২৪ সালে ধর্মান্তরিত হওয়ার পর থেকেই আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। নিজের নাম বদলে নূরে ইস্তেকবাল রেখেছেন তিনি। কিছুদিন আগেই কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে রমজানে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। সেই ভিডিও এবং ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এমনকি নিজের ‘পাপ’ স্খলনের জন্য তিনি বোরখা পরা এবং রোজাও রাখাও শুরু করেছেন বলে দাবি করেছেন প্রাক্তন পর্ন তারকা। বর্তমানে ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট তৈরি করেন তিনি। তবে তার এমন পরিবর্তন নিয়ে সন্ধিহান নেটিজেনদের একটি বড় অংশ। কেউ কেউ মনে করছেন এসব সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়। সমালোচকদের অবশ্য একহাত নিয়েছেন প্রাক্তন পর্ন তারকা। একটি ভিডিও করে দাবি করেছেন, আমি মৃত্যুর পর জান্নাত যাব কি না, অথবা আমার পাপ ক্ষমার যোগ্য কি না, সেটা তোমাদের জানার বিষয় নয়। তোমরা নিজেদের সঙ্গে আল্লার সম্পর্কের উপর নজর দাও। আমি আমারটা বুঝে নেব, তোমাদের মাথা ঘামাতে হবে না।

‘তারা মনে করে- আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি’
দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নেমে আলোচনায় এসেছিলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেও দেশের সমসাময়িক নানা ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে আলোচনায় থেকেছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে দেশের নারী নির্যাতন, ধর্ষণসহ নানা পরিস্থিতি তাকে হতাশ করেছে। কেননা দেশের কাছে তিনি আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারেও এমনই ভাবনার কথা জানালেন অভিনেত্রী। তিনি মনে করেন, নারীদের প্রতি সমাজ-রাষ্ট্রের এক ধরণের অবহেলা আছে। একটু ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, অনলাইনে মেয়েদের নানাভাবে হ্যারাস (হয়রানি) করা হচ্ছে। আমিও যার শিকার। তারা মনে করছে, আমি এটা ডিজার্ভ করি। কারণ, আমি একটা খারাপ মেয়ে। কেন খারাপ মেয়ে? এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন, আমার ঠোঁটকাটা। সময়ের প্রয়োজনে দেশের পক্ষে দাঁড়িয়েছিলাম। বাজে ব্যাপার হচ্ছে, তারা আমাকে কোনো দলে ফেলতে পারছে না। যে কারণে সবকিছুতেই সমস্যা দেখছে। অভিনেত্রী আরও বলেন, জুলাইয়ের গণঅভুত্থ্যানে যখন গিয়েছি, তখন একটা আশার আলো দেখেছি। যারা টিভিতে সংবাদ দেখেছে, তারা আসলে বুঝতে পারবে না বাস্তবের অভিজ্ঞতাটা কেমন ছিল। ভেবেছিলাম, এবার একটা পরিবর্তন আসবে। তবে আমরা এতটাই দুর্নীতিগ্রস্থ একটা জাতি, যিনি পালিয়ে গেছেন, তার রেখে যাওয়া সেই করাপ্টেড সিস্টেম থেকে বের হতে পারিনি। এদিকে বুধবার (২ জুলাই) জুলাইয়ের স্মৃতিচারণ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে বাঁধন লেখেন, যারা বলে জুলাই বিপ্লব ভুল ছিল- সত্যি বলতে, তাদের জন্য আমার দুঃখ হয়। ওই সময় ওই বিপ্লব একদম প্রয়োজনীয় ছিল। মানুষ যে পরিমাণ অবিচার, অন্যায় এবং দমন- পীড়নের মুখোমুখি হচ্ছিল, তা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। সরকার তো একদিনে ফ্যাসিস্ট হয়ে যায়নি- ধাপে ধাপে মানুষের অধিকার আর কণ্ঠস্বর কেড়ে নিতে নিতে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তখন আর কোনও রাস্তা খোলা ছিল না। ৫ আগস্টের কথা স্মরণ করে বাঁধন বলেন, যারা সেদিন, ৫ আগস্ট রাস্তায় ছিল না, তারা কোনও দিন বুঝতে পারবে না সেই আনন্দ কতটা বিশুদ্ধ ছিল- যখন সে ভীতুর মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই আনন্দ ছিল একদম বাস্তব, এবং আমি তা নিজের প্রতিটি হৃদস্পন্দনে অনুভব করেছিলাম। ওইরকম স্বাধীনতা আর শক্তি রাস্তায় দাঁড়িয়ে একসঙ্গে অনুভব করার অভিজ্ঞতা জীবনে একবারই আসে। সর্বশেষে বাঁধন লিখেছেন, হ্যাঁ, বিপ্লবের পরে অনেক কিছু ঘটেছে, এবং সবকিছু সুখকর হয়নি। কিন্তু এক জিনিস স্পষ্ট; জুলাই বিপ্লব সঠিক সময়ে, সঠিক কাজ ছিল। এদিকে কদিন আগেই কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিগ্রহের ঘটনা নিয়েও প্রতিবাদ করেন বাঁধন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন রেখেছিলেন। তিনি লিখেছিলেন, এই দেশে কি আমি নিরাপদ। উত্তরটা সহজ নয়। এখানে বেঁচে থাকার জন্য আমরা কী করি। আমরা সহ্য করি মানিয়ে নেই।

যে বাচ্চাকে নিয়ে এতো কথা, সেটা আমার সন্তান না: তিশা
‘জীবনে অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে! আর আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি- এসব গুজব শুনে আমি আমার পরিবার, সকলে মিলে অনেক হাসছি। কারণ বেবিটা আমার না, ওই আমার বোনের বেবি।’ শনিবার নিউইয়র্ক ঠিকানা টিভিতে সঞ্চালক জায়েদ খানের অতিথি ছিলেন তানজিন তিশা। সেখানে একটি প্রশ্নের জবাবে কথাগুলো বলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। দীর্ঘদিন ধরে মার্কিন মুলুকে বাস করছেন জায়েদ খান। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করছেন তিনি। নিউইয়র্ক থেকে প্রকাশিত গণমাধ্যম ঠিকানা-টিভিতে শো নিয়ে হাজির হয়েছেন জায়েদ। তার অনুষ্ঠানে প্রথম অতিথি ছিলেন তানজিন তিশা। যেখানে উঠে এসেছে অভিনেত্রীর ক্যারিয়ার পরিকল্পনা, তাকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের উত্তরও। গুজবের বাইরেও বাস্তবে বিয়ের পরিকল্পনায় আছেন তিশার। পাঁচ বছর পর বিয়ে করবেন তিনি। এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন,‘আমি ঠিক করেছি বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেব। তখন আমি মা হব, সংসার করব। আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও আছে। এটা এড়িয়ে যাওয়া যায় না। তাই আজ হোক বা কাল, বিয়ে করতেই হবে।’ তিশা কথায়, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’ প্রসঙ্গত, অবকাশযাপনের জন্য যুক্তরাষ্ট্র সফর করেন তানজিন তিশা। সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে বাড়ে কৌতূহল। সফর শেষে তিনি আবার দেশে ফিরে কাজ শুরু করেছেন পুরোদমে। বর্তমানে তিনি কাজ করছেন ভিকি জাহেদের পরিচালনায় একটি নাটকে। নাম ‘খোয়াবনামা’। এতে তিশার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।

জায়েদকে বিয়ে ও মা হওয়ার ইচ্ছার কথা জানালেন তিশা
দীর্ঘদিন ধরেই চমক নিয়ের হাজিরের অপেক্ষায় ছিলেন ঢাকাই ছবির আলোচিত নায়ক জায়েদ খান। গতকাল ৪ জুলাই শুরু হয়েছে এই নায়কের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে নতুন একটি শো। যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। এখানে প্রথম পর্বে জায়েদ খানের অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নাটকের জনপ্রিয় তারকা তানজিন তিশা। বিশেষ এই আয়োজনে জায়েদ খান অনুষ্ঠানের এক পর্যায়ে তানজিন তিশাকে প্রশ্ন করেন—‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’— জবাবে অভিনেত্রী বলেন, ‘আই উইল বি অ্যা মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’ এ সময় তিশা আরও বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’
জয়া আহসানের ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার শেয়ার ও প্রশংসা করেন কিংবদন্তি অমিতাভ বচ্চন
মুক্তির অপেক্ষায় থাকা জয়া আহসানের নতুন ছবি ‘ডিয়ার মা’ এখন প্রশংসা ও আলোচনার কেন্দ্রে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই সিনেমায় জয়া অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় ট্রেলার মুক্তির পর থেকেই এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। আলোচনার তুঙ্গে ছবিটি উঠে আসে তখনই, যখন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন ট্রেলারটি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে নির্মাতা ও সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানান। শুক্রবার সকালে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ট্রেলারটি শেয়ার দিয়ে অমিতাভ লেখেন, 'টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়।' তার পোস্টের মন্তব্য ঘরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অসংখ্য নেটিজেন জয়া আহসানকে অভিনন্দন জানিয়েছেন। কলকাতা থেকে ঢাকায় ফেরার পথে যখন প্রথম আলো জয়ার প্রতিক্রিয়া জানতে চায়, তখন উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, 'আমি মাত্রই দেখলাম পোস্টটা। ঢাকা ফেরার মুহূর্তে এমন একটি ভালো সংবাদ পেলাম—এই শুক্রবারটা একদম অন্যরকম হয়ে গেল। এটা সত্যিই বিশাল প্রাপ্তি। অমিতাভ বচ্চনের মতো একজন আইকন যখন আমার কাজ শেয়ার করেন, তখন দায়িত্ব আরও বেড়ে যায়।' মা-মেয়ের সম্পর্কের জটিলতা নিয়ে ট্রেলার ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে উঠে এসেছে এক মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন। ছবির ট্যাগলাইন— ‘রক্তের সম্পর্ক না ভালোবাসার টান?’ শুরুতেই দেখা যায়, মেয়েটি দাবা খেলছে আর মা (জয়া) তাকে দেখছেন। যতটুকু দেখা গেছে, ছবিতে জয়ার মেয়ের চরিত্রটি জৈবিক না-ও হতে পারে। কোনো এক কারণে মেয়ের মনে মায়ের প্রতি তীব্র ক্ষোভ জন্ম নেয়। হঠাৎ একদিন সে নিখোঁজ হয়ে যায়। এরপর জয়া পুলিশের কাছে গিয়ে মিসিং ডায়েরি করেন। সেই পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তবে পুরো ব্যাপারটা যতটা সরল মনে হয়, ততটা হয়তো নয়। মেয়ে হারানোর ঘটনায় জয়া কি পুরো সত্য বলছেন? নাকি কিছু গোপন করছেন? সিনেমার কেন্দ্রীয় প্রশ্ন: রক্তের চেয়ে কি ভালোবাসা বড়? আর মেয়ের ঘৃণার পেছনে কি লুকিয়ে আছে কোনো গভীর অতীত? সব উত্তর মিলবে ১৮ জুলাই সিনেমা মুক্তির পর। শক্তিশালী অভিনয়শিল্পী ও নির্মাতা দল ‘ডিয়ার মা’ সিনেমায় জয়া আহসান ও চন্দন রায় সান্যালের পাশাপাশি অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালয়ালম তারকা পদ্মপ্রিয়া জনকীরামন। অনিরুদ্ধ রায় চৌধুরী এর আগে জয়াকে নিয়ে হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ বানিয়েছিলেন, যা মুক্তি পায় জিফাইভ-এ। বিরতির পর বাংলা সিনেমায় তার প্রত্যাবর্তন ঘটেছে এই ‘ডিয়ার মা’ দিয়েই। টানা সাফল্যের ধারায় জয়া এই সিনেমাটি জয়া আহসানের চলতি তিন মাসে চতুর্থ মুক্তিপ্রাপ্ত কাজ হতে যাচ্ছে। এর আগে ১৬ মে মুক্তি পায় পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’। ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমাতেও অভিনয় করে আলোচনায় ছিলেন তিনি। এর বাইরে কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং করতে সম্প্রতি কলকাতায় অবস্থান করছিলেন জয়া। সামাজিক, পারিবারিক ও মানসিক সম্পর্কের দ্বন্দ্ব নিয়ে নির্মিত ‘ডিয়ার মা’ সিনেমাটি ট্রেলার মুক্তির পর থেকেই বাঙালি দর্শকের কৌতূহলের কেন্দ্রে। তার ওপর অমিতাভ বচ্চনের মতো এক তারকার প্রশংসা যেন ছবিটিকে আগাম এক সম্মাননাই দিয়ে দিল।

অভিনেত্রী স্বস্তিকা দত্ত হাসপাতালে ভর্তি
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 'ভানুমতী ভূতের হোটেল' ছবির শুটিং চলাকালীন তীব্র ব্যথায় কাবু হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি বুঝি, সব ঘটনার পিছনে কোনো কারণ থাকে।’ ‘গতকাল আমি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবির শুটিং করছিলাম। হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ এদিকে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। সমস্ত সহ-অভিনেতাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এই ছবি আমার কাছে খুব বিশেষ।’ তার কথায়, ‘প্রতিজ্ঞা করছি, যাই ঘটে যাক এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব। আমার চিকিৎসার কথা মাথায় রেখেই আমার পরিচালক ও প্রযোজকেরা শুটিংয়ের দিন ক্ষণ সাজাচ্ছেন। নিজের চোখের খেয়াল রাখার চেষ্টা করছি এবং শুটিংও করছি।’