আমার এলাকার খবর

চাঁদাবাজ ও মুজিববাদের নতুন পাহারাদার হয়েছে বিএনপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, এক সময় মুজিববাদকে দায়ী করা দল বিএনপি এখন সেই আদর্শের রক্ষক হিসেবে আবির্ভূত হয়েছে এবং একটি চাঁদাবাজ গোষ্ঠীতে পরিণত হয়েছে। তিনি এই নতুন ভূমিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সোমবার দুপুরে পটুয়াখালী শহরের হৃদয় তরুয়া চত্বরে ‘জুলাই পদযাত্রা’র ১৪তম দিনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন, “আমরা বিভাজন বা অনৈক্য চাই না, কিন্তু যারা জনগণের বিপক্ষে দাঁড়ায়, তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য হতে পারে না। জুলাই অভ্যুত্থানের বিপক্ষে থাকা কোনো শক্তির সঙ্গে আপস চলবে না।” তিনি বলেন, “জুলাই অভ্যুত্থনের মাধ্যমে তরুণ নেতৃত্ব পুরোনো ব্যবস্থার পতন ঘটাতে চেয়েছিল। সেই কারণেই তাদের দমন করতে রাষ্ট্রযন্ত্র এখনও সক্রিয়। অভ্যুত্থানের পর নানা ধরনের ষড়যন্ত্র এবং বিভাজন সৃষ্টি করা হয়েছে আন্দোলনের নেতৃত্বের মধ্যে।” নাহিদ ইসলাম আরও দাবি করেন, “শেখ হাসিনা সরকারের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত প্রশাসন ও সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের সমর্থনে গঠিত দুর্নীতিগ্রস্ত গোষ্ঠী আমাদের বিরুদ্ধে সক্রিয় রয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে গণআন্দোলনের নেতৃত্বকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা।” সমাবেশে দক্ষিণাঞ্চলের এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে আবারও বড় জমায়েত হবে। তিনি বলেন, “গত বছর এই দিনে ‘হাসিনা পতনের ইশতেহার’ ঘোষণা করা হয়েছিল, আর এ বছর একই দিনে ‘স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার’ করা হবে।” উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “জুলাই আমাদের কাছে প্রতিজ্ঞার মাস। আমরা যেন শহীদদের আত্মত্যাগ ভুলে না যাই তাদের স্বপ্ন পূরণ করতে হবে।” সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা, মুজাহিদুল ইসলাম শাহিন, জহিরুল ইসলাম মুছা প্রমুখ। এর আগে এনসিপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে সমাবেশস্থলে একত্রিত হন এবং পরে শহীদ হৃদয় তরুয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। বরগুনায় পথসভা ও অভিযোগ সন্ধ্যায় বরগুনা শহরে আরেকটি পথসভায় নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল সন্ত্রাস ও চাঁদাবাজিকে রক্ষা করছে। তিনি বলেন, “ঢাকার মিটফোর্ড এলাকায় বরগুনার সন্তান সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, যা এই দস্যুবৃত্তির প্রকৃষ্ট উদাহরণ।” তিনি বলেন, এই নির্মমতা ও প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে দেশবাসীকে প্রতিবাদ জানাতে হবে। তিনি আরও বলেন, “আমরা বরগুনার মৎস্য ও কৃষি সমস্যার টেকসই সমাধান চাই। পরিবেশবান্ধব উন্নয়ন ছাড়া বাংলাদেশে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। যারা একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল, এখন তারা মুজিববাদ পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা তা হতে দেব না।” এ সময় কর্মীরা স্লোগান দেন “চাঁদাবাজ আর দখলদার, মুজিববাদের পাহারাদার। চরমোনাইয়ে এনসিপি নেতারা অন্যদিকে, সোমবার রাতে এনসিপির শীর্ষ নেতারা বরিশালের চরমোনাই পীরের বাসভবনে যান এবং সেখানে রাতের খাবার খান। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম তাদের স্বাগত জানান এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এনসিপি সূত্র জানায়, এই সাক্ষাৎ দক্ষিণাঞ্চলে রাজনৈতিক সমন্বয়ের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে, যা আগামী আন্দোলনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।

রাঙ্গামাটিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকালে রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাঙ্গামাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি বনরূপা পেট্রোল পাম্পে গিয়ে সমাবেশ করে। জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, কলেজ ছাত্রদল সভাপতি ওমর মোরশেদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল, পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম,সদর থানা ছাত্রদলের আহবায়ক আবুল বশর, জেলা সাবেক যুগ্ন সম্পাদক ওলী আহাদ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ বলেন ১৯৭১ সালে যারা দেশ বিরোধী ষড়যন্ত্রে তারা ২০২৫ সালে এসে আবারো দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা মনে রাখবেন ১৯৭১ আপনারা সফল হতে পারেনি ২৫ সালে এসে জাতীয়তাবাদী ছাত্রদল আজকেও আপনাদের সফল হতে দেবে না। তিনি বলেন দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দমন নিপীড়ন জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে রাজ পথে থেকে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ফ্যাসিষ্ট হাসিনাকে দেশ ছাড়া করতে ২৪ এর আন্দোলনে ছাত্রদের হাতকে শক্তিশালী করেছিল। কিন্তু ১৭ বছর যে ছাত্র শিবির গুপ্ত সংগঠন হিসেবে পরিচিত ছিল তারা ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে সুযোগ সুবিধা গ্রহণ করেছে তাদের মুখে দেশের প্রীতি মানায় না। বক্তারা বলেন ছাত্র শিবির দেশকে অস্থিতিশীল করে তুলতে কিছুক্ষণ এনসিপি, কিছুক্ষণ বৈষম্য বিরোধী আন্দোলনের নামে চান্দাবাজী করছে। নেতৃবৃন্দ বলেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজ পথে থেকে তাদের অপকর্মে বিরুদ্ধে সলক নেতাকর্মীদের ঐক্য বদ্ধ থাকার আহবান জানান।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র-গুজবে নেতৃত্ব দিচ্ছে গুপ্ত সংগঠন: জেলা ছাত্রদল সভাপতি

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, 'একটি দল, যারা দীর্ঘদিন গুপ্ত সংগঠন ও গুপ্তচর হিসাবে ছিল। ওই রাজাকারের বাচ্চারা স্বৈরাচারের দোষরদের নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজ স্বৈরাচার ও রাজাকার মিলেমিশে একাকার হয়ে গেছে। দেশে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু বট বাহিনী শুধু একটির বিচার চায়। এজন্য আন্দোলন করছে, ফেসবুকে বিএনপির বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। অথচ ছাত্রদল সবগুলো হত্যার বিচার ও সকল অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে।' গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা ও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ মিছিল করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল।সোমবার (১৪ জুলাই) বিকেলে মিছিলটি শহরের শহীদ আফনান চত্বর থেকে শুরু হয়ে দক্ষিণ স্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য কথাগুলো বলেছেন জেলা ছাত্রদলের শীর্ষ এই নেতা।তিনি আরও বলেন, যখন আমাদের নেতা তারেক রহমান, দেশে আসার প্রস্তুতি নিচ্ছে। তখন ষড়যন্ত্রকারীরা ভয়ে-আতঙ্কে ওনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গুজব রটাচ্ছে, ষড়যন্ত্র করছে। ওইসব গুপ্ত সংগঠন ও স্বৈরাচারের দোষরদের হুশিয়ার করছি। ভালো হয়ে যান, না হয় এই দেশে আপনাদের ঠিকানা হবে না। আমরা বিগত ১৭ বছর আন্দোলন করেছি। আগামীতে যদি, দেশ ও গণতন্ত্র রক্ষায় জীবন দিতে। সেটির জন্যও ছাত্রদলের সকল নেতাকর্মী প্রস্তুত রয়েছে।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম রাজন, সহ-সভাপতি আবদুল্লাহ আল খালেদ, কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুর রহমান অভি, সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর, রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমানসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

ইসলামের নাম দিয়ে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপির নাম বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালালে তা সহ্য করা হবে না। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, “কিছু নিরীহ তরুণকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলানো হচ্ছে। সমাজে এখন মব জাস্টিস একটি ক্যানসারে রূপ নিয়েছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা শান্তিপূর্ণভাবে রাজনীতি করে এবং সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে চায়।” তিনি অভিযোগ করেন, ইসলামের নামে লেবাসধারীরা বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে। অথচ গণতান্ত্রিক সমাজে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। বিএনপিকে চাঁদাবাজির দল বলা হচ্ছে, অথচ প্রশ্ন থেকে যায় কিছু উপদেষ্টার এপিএসরা কীভাবে এত টাকার মালিক হলো? কারও কারও বাড়ি হওয়ার খবরও শোনা যাচ্ছে। কিন্তু এসবের কোনো তদন্ত হচ্ছে না। তিনি আরও বলেন, “তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, যা অনেকের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তাকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে।” লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর থেকেই বিএনপির ভেতরে চক্রান্ত শুরু হয়েছে বলে দাবি করেন রিজভী। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলবাজদের জায়গা নয়। এ দলের আদর্শ স্পষ্ট, এবং তা ভিত্তি করে দলকে সংগঠিত করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু।

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ৩টি বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

খুলনার আফিল গেট রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (১৪ জুলাই) রাত প্রায় পৌনে ৮টার দিকে খানজাহান আলী থানার আফিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক লাইনে উঠে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রেনটি ধাক্কা দিলে ট্রাকটি সামনের দিকে সরিয়ে নেয় এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর গেটম্যান ওহেদুল পলাতক রয়েছে বলে জানান তিনি। খানজাহান আলী থানার ওসি কবির হোসেন জানান, বাইপাস রোডের রেল ক্রসিংয়ে ট্রাকটি উঠে স্টার্ট বন্ধ হয়ে গেলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত একজন বয়স্ক যাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেলেও এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। খুলনা রেল স্টেশনের মাস্টার জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেন উদ্ধারে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকার উদ্দেশে রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকা সুন্দরবন এক্সপ্রেস বিলম্বে যাত্রা শুরু করবে বলে জানান তিনি।

চট্টগ্রাম বন্দরে জট কমাতে নিলামে উঠছে ৪৭৫ পণ্যবাহী কনটেইনার

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা ৪৭৫টি পণ্যবাহী কনটেইনার নিলামে তোলার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় নেওয়া এ উদ্যোগের লক্ষ্য হলো বন্দরের জায়গা সংকট ও পণ্যজট নিরসন করা। কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দরে প্রায় ১০ হাজার কনটেইনার খালাস না হওয়ায় জায়গা দখল করে পড়ে আছে। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে এসব কনটেইনার আমদানি হলেও পণ্যগ্রহীতারা সেগুলো খালাস করেননি। ফলে এগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এনবিআরের "দ্রুত নিলাম, বিলি-বন্দেজ ও ধ্বংস কার্যক্রম" সংক্রান্ত বিশেষ নির্দেশনা অনুযায়ী এসব কনটেইনার ধাপে ধাপে নিলামে তোলা হচ্ছে। চট্টগ্রাম কাস্টমস জানিয়েছে, আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান ১৫ জুলাই সকাল ৯টা থেকে ৩০ জুলাই বেলা ২টা পর্যন্ত কাস্টমস ও এনবিআরের ওয়েবসাইটের ই-অকশন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবেন। ব্যক্তি পর্যায়ের দরদাতাদের জন্য জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেট এবং হালনাগাদ আয়কর রিটার্নের কপি দাখিল বাধ্যতামূলক। বিড করার সময় মোট কোটেশনের ১০ শতাংশ জামানত হিসেবে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ইস্যুকৃত পে-অর্ডার, ব্যাংক ড্রাফট বা ডিডির স্ক্যান কপি অনলাইনে দাখিল করতে হবে। মূল দলিলাদি ও পে-অর্ডারের মূল কপি ৩০ জুলাই দুপুর ২টার মধ্যে সিলগালাযুক্ত খামে কাস্টমস হাউসের নির্ধারিত বাক্সে জমা না দিলে অনলাইন বিড বাতিল বলে গণ্য হবে। সর্বোচ্চ দরদাতাকে সরকারি বিধি মোতাবেক অগ্রিম আয়কর ও ভ্যাট প্রদান করতে হবে। পণ্য পরিদর্শনের সুযোগ থাকবে ১৬ থেকে ২২ জুলাই, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. তফছির উদ্দিন ভূঁইয়া জানান, “বন্দরের কার্যকারিতা বাড়াতে এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়াকে গতিশীল করতে এই নিলাম কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম ধাপে ৪৭৫টি কনটেইনার নিলামে তোলা হচ্ছে, যা পরবর্তীতে আরও বাড়ানো হবে।” এই পদক্ষেপের মাধ্যমে বন্দর চত্বর থেকে দীর্ঘমেয়াদি অব্যবহৃত কনটেইনার সরিয়ে জায়গা খালি করে কার্যকর ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সিলেটে এনসিপির ৩ নেতার পদত্যাগ

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। রোববার (১৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন তারা। পদত্যাগ করা নেতারা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, একই কমিটির সদস্য শাহেদ আহম্মেদ ও গোয়াইনঘাট উপজেলা সমন্বয় কমিটির সদস্য ফাহিম আহমদ। এর আগে শনিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে দুই উপজেলার কমিটি অনুমোদন দেয়া হয়। জানা গেছে, বিশ্বনাথ উপজেলার ১৭ সদস্যের কমিটিতে যুগ্ম সমন্বয়কারী করা হয় রুহুল আমিনকে। পরদিন রোববার রাতে ফেসবুকে দেয়া পোস্টে রুহুল আমিন উল্লেখ করেন, ‘বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটিতে আমাকে রাখা হয়েছে। আমার ওই কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করলাম।’ একইভাবে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন ৬ নম্বর সদস্য শাহেদ আহম্মেদ। তিনি উল্লেখ করেন, ‘কমিটিতে যে পদে আমাকে রাখা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই পদ থেকে পদত্যাগ করলাম।’ পদত্যাগের ঘোষণা দিয়ে শাহেদ জানান, না জানিয়ে কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া গোয়াইনঘাট উপজেলা কমিটির ১০ নম্বর সদস্য হিসেবে ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। উপজেলা কমিটিতে তাকে রাখার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান। এ বিষয়ে এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান জানান, তিনি একজনের পদত্যাগের বিষয়টি জেনেছেন। তবে অন্যদের বিষয়ে তিনি আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি। তিরি আরও জানান, যাদের কমিটিতে রাখা হয়েছে তাদের সঙ্গে আলোচনা করেই রাখা হয়।

মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধ প্রবেশের দায়ে ৮ জন আটক করেছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৪৮ ঘণ্টায় উপজেলার খোসালপুর ও বাঘাডাঙ্গা সীমান্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার-৬০/৪১-আর থেকে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি মসজিদের সামনে বিজিবি নিয়মিত টহলের সময় ছয়জনকে আটক করে। তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী এবং তিনজন শিশু রয়েছে। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ ও গোপালগঞ্জ জেলায়। অন্যদিকে, রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে খোসালপুর বিওপির আওতায় সীমান্ত পিলার-৬০/৭৪-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে খোসালপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে আরও দুইজনকে আটক করা হয়। আটক হওয়া দুইজনই পুরুষ এবং তাদের বাড়ি রাজশাহী ও পিরোজপুর জেলায়।

শেখ মুজিবের ম্যুরালের স্থানে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

যশোরের বকুলতলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বকুলতলায় যেখানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ছিল, সেই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় জানানো হয়, আগামী ৫ আগস্ট স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে অংশ নেন জুলাই আন্দোলনের যোদ্ধা, নিহত যোদ্ধাদের পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুরুতেই নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, সারা দেশের মতো যশোরেও জুলাই যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। ১৯৭১ সালে রক্তের বিনিময়ে আমরা বহিরাগত শক্তির বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে দেশের ভেতরের এক ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। রক্তের বিনিময়ে নতুন এক ইতিহাস রচিত হয়েছে। এ স্মৃতিস্তম্ভ আমাদের সেই সাহস, ত্যাগ আর প্রত্যয়ের কথা ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দেবে। অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, নাগরিক পার্টির নেতা নুরুজ্জামান, জুলাই আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার, জুলাইযোদ্ধা মাসুম বিল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, এই স্মৃতিস্তম্ভ শুধু একটি নির্মাণ নয়, বরং এটি যশোরবাসীর আত্মপরিচয়, সাহসিকতা ও সংগ্রামের প্রতীক হয়ে থাকবে। এটি একটি মাইলফলক হয়ে আগামী দিনে প্রজন্মকে মুক্তচিন্তা ও প্রতিবাদের অনুপ্রেরণা জোগাবে। এতে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, যশোর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মোহাম্মদ শামস গোলাম হোসেন, কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ছাত্র আন্দোলনে ভূমিকা রাখা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহানুর রহমান সোহাগ। অনুষ্ঠানের শেষাংশে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণে যৌথভাবে কাজ করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ। প্রকল্পের জন্য নির্ধারিত বাজেট ১৪ লাখ টাকা। স্মৃতিস্তম্ভটির উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ৬ ফুট। এর বিভিন্ন অংশে খোদাই করা হবে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় রাজপথে উচ্চারিত উদ্দীপনামূলক স্লোগানসমূহ।

মোহরানা কমিয়ে বিয়েকে সহজ করা উচিত: রাজশাহী বিভাগীয় কমিশনার

মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করার পরামর্শ দিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজন থেকেই বোঝা যায়, বর্তমানে বিয়ে করা কতটা কঠিন হয়ে পড়েছে। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েকে সহজ করা উচিত। সোমবার সকালে রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিভাগীয় কমিশনার বলেন, এখন প্রায় সবারই একটি করে সন্তান হচ্ছে। দুজন মানুষের একটি সন্তান এটা অনেকটাই কম। সন্তানের সংখ্যা বাড়ানো উচিত। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতা গড়ে তোলা বেশি জরুরি। পাশাপাশি কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট, ফুটবল ও পরিবেশ বিষয়ক ক্লাব গঠন করতে হবে। তারা ঘুরে ঘুরে শিখবে এবং জনস্বার্থে কাজ করবে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক কুস্তুরি আমিনা কুইন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার বায়েজীদ-উল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনার বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ চারজন কর্মী ও ছয়টি প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে চারজন কর্মী ও পাঁচটি প্রতিষ্ঠান এবং থানা পর্যায়ে দুজন কর্মীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

সরকারি অফিসে জামায়াতের দলীয় কার্যালয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তুলা উন্নয়ন বোর্ডের সরকারি একতলা পাকা ভবন দখল করে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। অফিসটিতে উল্লাপাড়া পৌর জামায়াতের ৫ নং ওয়ার্ডের সাইন বোর্ড লাগানো হয়েছে। উপজেলা জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত সেখানে যাওয়া-আসা করেন। এর আশপাশে উল্লাপাড়া সদর ইউপির অফিসসহ আরো কয়েকটি সরকারি অফিস রয়েছে। প্রায় তিন মাস থেকে এই ভবনটি জামায়াতের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী সোমবার বিকেলে বলেন, ‘১৫-২০ বছর যাবৎ ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ২-৩ মাস আগে ভবনের দুটি কক্ষ সংস্কার করে স্থানীয় ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেখানে বসেন। আশপাশের সরকারি অফিসগুলোর লোকজনের সঙ্গে কথা বলে ভবনটি ব্যবহারের জন্য নেওয়া হয়েছে। কোনো সময় সরকারি কাজে প্রয়োজন হলে আমরা ভবনটি ছেড়ে দেব। পরিত্যক্ত ভবনটি আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছেন, এটাকে দখল বলা ঠিক হবে না।’এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। দ্রুত খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে জানতে উল্লাপাড়া উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফরিদপুরে মরিচের বাজার আগুন, প্রতিকেজি ৩৪০ টাকা ছাড়িয়েছে

ফরিদপুরের মধুখালীতে কাঁচা মরিচের বাজারে হঠাৎ করে অস্থিরতা দেখা দিয়েছে। উপজেলার সবচেয়ে বড় মরিচ হাট—মধুখালী পৌর সদর বাজারে পাইকারি বাজারে প্রতিমণ মরিচ ১০ হাজার থেকে ১১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকা দরে। স্থানীয় আড়ৎদার সাইফুল মোল্যা, আলম ও আতিয়ার মোল্যা জানান, অতিবৃষ্টির কারণে মরিচগাছ পানিতে তলিয়ে যায়, অনেক গাছ মারা গেছে। ফলে সরবরাহ কমে গেছে। অন্যদিকে, ব্যাপারীদের চাহিদা বেড়ে যাওয়ায় হঠাৎ করে মরিচের দাম কয়েক হাজার টাকা বেড়ে গেছে। সাধারণত সোমবার ও শুক্রবার মধুখালী বাজারে হাট বসে। হাটে কৃষকরা উৎপাদিত মরিচ নিয়ে আসেন। এ সপ্তাহের সোমবার হাটে সরবরাহ ছিল তুলনামূলক কম। ফলে প্রতি মণে ৬ হাজার টাকার মরিচ ১১ হাজার টাকায় বিক্রি হয়। মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব এলাহী বলেন, চলতি মৌসুমে উপজেলায় ২৭২০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। অতিবৃষ্টিতে ১৫০ হেক্টর আবাদ আক্রান্ত এবং ৫ হেক্টরের ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মরিচগাছে ফুল আসছে না, পরাগায়নও হচ্ছে না। ফলে ফলন কমে গেছে এবং বাজারে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এই হঠাৎ মূল্যবৃদ্ধিতে মরিচচাষিরা লাভবান হলেও ভোক্তারা পড়েছেন বিপাকে। বাজার মনিটরিং ও দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ।

টেকনাফে বসতঘর লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, গ্রামজুড়ে আতঙ্ক

কক্সবাজারের টেকনাফে বসতঘর লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এসময় গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (১৩ জুলাই) মধ্যরাতে টেকনাফ হ্নীলা রঙ্গিখালী উলুচামারিতে এই ঘটনা ঘটে। গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। স্থানীয় সূত্রে জানা গেছে, হ্নীলা রঙিখালীর আবুল আলম বাহিনী ও তার ছেলে মো. আফ্রিদির সঙ্গে একই এলাকার আরেক অস্ত্রধারী জালাল বাহিনীর মধ্যে মাদক সংক্রান্ত বিরোধ রয়েছে। মূলত এই ঘটনার জেরে রোববার রাতে মো. আফ্রিদির বসতঘরে জালাল বাহিনীর প্রধান জালালের নেতৃত্বে গুলিবর্ষণের ঘটনা ঘটে। একের পর এক গুলির শব্দে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। রোহিঙ্গা ক্যাম্পে মিললো সাব মেশিন গান, নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটকরোহিঙ্গা ক্যাম্পে মিললো সাব মেশিন গান, নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটকওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত রোববার রাতে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী উলু চামারিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কে বা কারা গোলাগুলির ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত পাওয়া যায়নি। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়। বর্তমানে তাদেরকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এ সরকারের শাসনামলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আপনাদের দৃঢ়কণ্ঠে জানাতে চাই বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। কোনো রকম গাফিলতি থাকবে না। যে গতিতে বিচার এগিয়ে চলছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ সরকারের শাসনামলেই এ হত্যাকাণ্ডের বিচার হবে। সোমবার (১৪ জুলাই) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়। ড. আসিফ নজরুল বলেন, ‘ক্রিমিনাল কোর্ট রয়েছে সেখানে বিভিন্ন মামলা করা হয়েছে। অনেকগুলো মামলার তদন্তের অগ্রগতি হয়েছে। ৫ আগস্টের আগেই চার্জশিট দিতে পারবে। চার্জশিট দেওয়ার পর প্রয়োজনে দ্রুত বিচার আইনে এসমস্ত অপরাধীর বিচার করবো।’ তিনি আরও বলেন, ‘জুলাই মাসের আন্দোলনে গত সাড়ে ১৫ বছরের বাংলাদেশের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার উৎখাত হয়েছে। বাংলাদেশকে বিতাড়িত করেছে। এ নারায়ণগঞ্জের মাটিতে ৫৬ জন শহীদ হয়েছেন এবং সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। আমরা শ্রদ্ধাভরে নারায়ণগঞ্জবাসীর অবদানের কথা স্মরণ করি।’ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানান ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয়ভাবে নানাভাবে আইনশৃঙ্খলা অবনতির ঘটনা ঘটছে। ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে। চাঁদাবাজির ঘটনা ঘটছে। জুলাইয়ে আপনারা যে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলেন। ঐক্যবদ্ধ থাকলে চাঁদাবাজদের প্রতিহত করতে পারবেন। স্থানীয়ভাবে চাঁদাবাজ আছে লুটেরা আছে তাদের রুখে দাঁড়াতে হবে। প্রশাসন সহযোগিতা করবে।’ এসময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বান্দরবানে গভীর রাতে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর

বান্দরবান পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আর্মি পাড়ার শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ জুলাই) গভীর রাতে ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এ ভাঙচুর চালান তারা। সরেজমিনে দেখা গেছে, শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিসের দরজা ভেঙে ভেতরে গি‌য়ে টেবিল চেয়ার ভাঙচুর করা হয়ে‌ছে। এ সময় অফিসের টেলিভিশনসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র, জানালার গ্লাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অফিসের সাইন বোর্ড, দলের শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করে মেঝেতে ফেলে রেখেছে। এলাকার কয়েকজন জানান, এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদের এই অফিসটি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের কিছু ব্যক্তি দখল করার চেষ্টা করছিল। অফিসটি আবারও দখল করার জন্যই এই ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন। এ বিষ‌য়ে জেলা বিএন‌পির সদস্য সা‌বিকুর রহমান জুয়েল বলেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। নির্বাচনের খবরে তারা আবারও মাথাচাড়া দি‌য়ে উঠছে। বিএনপি নেতা কর্মীরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা, কয়েকজন আওয়ামী ব্যবসায়ী সংগঠিত হওয়ার গুঞ্জন চলছিল। তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তদন্ত চলছে। দুর্বৃত্তরা পার পাবে না।

চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ, ষড়যন্ত্র-অপপ্রচারের বিরুদ্ধে হুঁশিয়ারি

গোপন সংগঠনের অপতৎপরতা, শিক্ষাঙ্গনে সুশিক্ষার পরিবেশ নষ্ট ও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদল এই কর্মসূচি পালন করে। সাহিত্য পরিষদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি কবরী রোড হয়ে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত। বক্তারা দাবি করেন, এ মহলটি ১৯৭১ সালের পরাজিত শক্তির উত্তরসূরি এবং জাতিকে বিভ্রান্ত করতে চায়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি নেতৃত্বকে নিয়ে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড ঘটলে চুয়াডাঙ্গা থেকেই গণআন্দোলনের সূত্রপাত হবে এবং তখন কেউ রেহাই পাবে না। তারা আরও বলেন, বিএনপি জনগণের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দলের কেউ যদি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে দল সেই কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সহ-সভাপতি তৌফিক এলাহী, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

স্বামীর অবহেলায় বিষপান করে গৃহবধূর আত্মহত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্বামীর অবহেলা ও সেবাযত্নের অভাবে মানসিকভাবে ভেঙে পড়ে বিষপানে আত্মহত্যা করেছেন ফাতেমা আক্তার (২২) নামে এক গৃহবধূ। সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা স্থানীয় মৃত আব্দুস ছাত্তার মিয়া ও কবিরন বেওয়ার পালিত মেয়ে। প্রায় দেড় বছর আগে তার বিয়ে হয় জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে সুজন মিয়ার (২৭) সঙ্গে। স্বজনদের বরাতে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামীর অবহেলার শিকার হয়ে মানসিক চাপে ছিলেন ফাতেমা। এই নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। ফলে বেশিরভাগ সময়ই তিনি মায়ের বাড়িতে থাকতেন। অবশেষে দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার একপর্যায়ে সোমবার সকালে পরিবারের অজান্তে ইঁদুর মারার বিষপান করেন তিনি। পরবর্তীতে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মাহাবুল আলম হিটলু বলেন, ফাতেমা বিয়ের পর থেকেই পারিবারিক অবহেলায় মানসিক কষ্টে ছিলেন। অবশেষে বিষপানে তার মৃত্যু হয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রাঙ্গামাটিতে জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচিত্র প্রদর্শনী

জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠান আজ মহিলা বিষয়ক অধিদপ্তর রাঙ্গামাটি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার মো রুহুল আমিন। এ সময় রাঙ্গামাটি মহিলা বিষয়ক অধিদপ্তর অফিস সহকারী বিথি চাকমা, রাকেশ চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ২০২৪ ছিলো জাতির বদলানোর দিন। এই দিন গুলোতে রাজপথে পুরুষের পাশাপাশি নারীরা সাহসী ভূমিকা রাখে। এই দিন গুলোতে নারীদের যে অবদান তা কখনোই জাতি অস্বীকার করতে পারবে না। বক্তারা আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নারীদের ভূমিকা অপরিসীম বলেও উল্লেখ করেন। পরে জুলাই আন্দোলনে বিভিন্ন চিত্র নিয়ে চলচিত্র প্রদর্শনী করা হয়। আলোচনা ও চলচিত্র প্রদর্শনীতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকার শতাধিক নারী উপস্থিত ছিলেন।

সংস্কারের নামে দেশে সার্কাস চলছে: জি এম কাদের

দেশে সংস্কারের নামে সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, সংস্কার ও বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিচারের জন্য আপনি ৫০ বছর অপেক্ষা করতে পারেন না। এই সরকারের সংস্কার কেউ গ্রহণ করছে না। নারী সংস্কার, এনবিআর সংস্কার, মিডিয়ার সংস্কার কেউ গ্রহণ করেনি। কারণ, তারা একটি বৃহত্তর রাজনৈতিক দলকে অর্থাৎ ৫০ ভাগ লোককে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন। একতরফা নির্বাচনের দিকে যাচ্ছেন তারা। সোমবার দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম, বিএনপি-জামায়াতকে ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। সেই নির্বাচন দেশে ও দেশের বাইরে সমর্থন পাবে না। এই সরকারকেও বলবো, আওয়ামী লীগ বর্তমানে আধামরা অবস্থায় আছে, তারপরও আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন। তিনি বলেন, মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ বাড়ি থেকে বের হয়ে পুণরায় ফিরতে পারবে কিনা সংশয় তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। যারা মব তৈরি করে লুটপাট ও পেশীশক্তি দেখিয়েছে এতদিন, তারা আর তাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। পুলিশ ও প্রশাসনকে কাজে লাগাতে না পারলে মব দিয়ে নির্বাচন করবে এই সরকার। সেই মবের নির্বাচন কি সমর্থন পাবে! আমরা চাই, একটি ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালাবে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা সংসদে জনগণের পক্ষে কথা বলেছিলাম জাতীয় পার্টির পক্ষ থেকে। কিন্তু পরক্ষণে তৎকালীন সরকারের চাপে তাদের পক্ষে বলতে হয়েছে। আমি মনে করি, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৎকালীন সরকারের কাছে জিম্মি হয়ে সার্কাস পাটি হয়েছিল জাতীয় পার্টি। এখন বর্তমান সরকারের বিপক্ষে কথা বলছি, তখন সাথে থাকা কয়েকজন সরকারের পক্ষ নিয়ে আমাকে মাইনাস করতে চেয়েছিল। আমি তাদের বহিষ্কার করেছি। জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে ছিলাম। রংপুরে জাতীয় পার্টির দুইজন মারা গেছেন। কয়েকজন জেল খেটেছেন। আমাদের নেতাকর্মীদের নামে হত্যা মামলা হয়েছে। আমাদের মেয়রকে হেনস্তা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। জাতীয় পার্টি সবসময় জনগণের পার্টি উল্লেখ করে তিনি বলেন, আমরা জনগণের কথা বলতে চাই। আমরা আওয়ামী লীগের আমলেও জনগণের কথা বলেছি, এখনও বলছি। এজন্য আমাদের অনেক ঝুঁকি রয়েছে। ঝুঁকি নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমার পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে জাতীয় পার্টির মাধ্যমে জনগণের সেবা করতে চাই। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। রংপুর নগরীর পল্লীনিবাসে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসীর, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন লেবু, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত, শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ।

বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের দল তৈরি হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে তাদের আবির্ভাব ঘটেছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে পটুয়াখালী সার্কিট হাউজ সংলগ্ন হৃদয় তরুয়া চত্বরের পথসভা তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের প্রতি মানুষের যে সমর্থন, আস্থা ও উচ্ছ্বাস রয়েছে সেটি সব ষড়যন্ত্র প্রতিহত করবে। আমরা বলেছিলাম, মুজিববাদ বাংলাদেশের সংবিধানে বিভাজন তৈরি করেছে, রাষ্ট্রকে এগোতে দেয়নি। অথচ এখন বিএনপি সেই ৭২ সালের মুজিববাদী সংবিধান টিকিয়ে রাখতে চাইছে।’ নাহিদ আরও বলেন, ‘আমরা অনৈক্য বা বিভাজন চাই না। কিন্তু যদি কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, যদি কেউ জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয় তবে তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য সম্ভব নয়।’ তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আগামী ৩ আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আদায় করে ছাড়ব। সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে।’ সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডা. তাসনীম জারা, ডা. মাহমুদা মিতু, মশিউর রহমান প্রমুখ।

ভালুকায় মাসহ দুই শিশুসন্তানকে জবাই করে হত্যা

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তান ও মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- ময়না আক্তার (২৫), শিশু কন্যা রাইসা (৭) ও নিরব (২)। আজ সোমবার সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ড পনাশাইল রোড এলাকার মো. হাইয়ূমের ভাড়া বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, নেত্রকোনার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকার শান্তু মিয়ার ছেলে রফিকুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানসহ ছোটভাই নজরুল ইসলামকে নিয়ে কর্মসূত্রে ভালুকা উপজেলা শহরে ভাড়া বাসায় থাকতেন। তিনি স্থানীয় রাসেল স্পিনিং কারখানায় চাকরি করতেন। রাতে নাইট শিফটে ডিউটি করার জন্য কারখানায় অবস্থান করেছিলেন। সোমবার সকাল ৯টার দিকে কর্মস্থল থেকে রফিকুল ইসলাম বাসায় গিয়ে দেখেন গেটের দরজায় তালা ঝুলানো। এ সময় ডাকাডাকি করা হলেও ঘরের ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। পরে তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন তার স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় খাটের ওপর লাশ তিনটি পড়ে ছিল। খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, মা ও দুই সন্তানের গলা কাটা লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। খুনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

গাজীপুরে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লাকে (৪৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৩ জুলাই) গাজীপুর নারী ও শিশু আদালতের বিচারক এই রায় দেন। তাহাজ উদ্দিন মোল্লা গাজীপুর মহানগরীর বারেন্ডা এলাকার কফিল উদ্দিন মোল্লার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করেন। মামলার অন্যতম আসামি তাহাজ উদ্দিন। রোববার এই মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামন বলেন, ‘ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা তাহাজ উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। সোমবার (১৪ জুলাই) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক কারবারিদের ধরে আইনের আওতায় আনা হবে। কক্সবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। মাদক নির্মূলে কক্সবাজারের মানুষকে ঐক্যবদ্ধ ও সচেতন হতে হবে। মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স হবে না। এ ছাড়া মব ভায়োলেন্স, চাঁদাবাজি গ্রহণের মতো অপরাধ কেউ করলে ক্ষমা করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুল হাফিজ, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন উপস্থিত ছিলেন। সভায় অন্যদের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা

দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে থাকা লক্ষ্মীপুরের বিভিন্ন সড়ক সংস্কার না করায় সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী সড়ক ও জনপদ অফিসের সামনে সর্বস্তরের মানুষ এ-উপলক্ষ্যে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন, জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, ছাত্রনেতা মো. সারোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল। বক্তারা বলেন, লক্ষ্মীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রাস্তা গুলো খানাখন্দকে বেহাল দশায় পড়ে রয়েছে। এতে করে যানবাহন ও পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কয়েক দফায় সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলীকে এ বিষয়ে অবগত করলেও কোনো ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই এই গায়েবানা জানযার আয়োজন করা হয়েছে। অতিসত্ত্বর কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি নেয়া হবে বলেও জানান বক্তারা। এ বিষয়ে জানতে সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে অফিসে গিয়ে পাওয়া যায়নি।