শিবিরের উদ্যোগে জবি ছাত্রী হলে ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার স্থাপন


শিবিরের উদ্যোগে জবি ছাত্রী হলে ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার স্থাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলে ওয়াশিং মেশিন ও ঠান্ডা-গরম পানির ফিল্টার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ‘নিরাপদ পানি পান প্রকল্প’-এর অংশ হিসেবে এসব সরঞ্জাম ছাত্রী হলে স্থাপন করা হয়। নতুন ফিল্টার ও ওয়াশিং মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন হলের শিক্ষার্থীরা।

সমাজবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী ফারজানা হক লুবনা বলেন, ‘আমাদের হলে নিরাপদ পানির ফিল্টারের ঘাটতি ছিল। কাপড় ধোয়ার ক্ষেত্রেও সমস্যা হতো। ছাত্রশিবিরের এই উদ্যোগে আমাদের ভোগান্তি কিছুটা কমবে।’

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিশা পারভীন বলেন, ‘ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কাজ করছে, এটা ভালো দিক। ছাত্রী হলে নানা সংকট আছে। এগুলোর সমাধান জরুরি।’

ছাত্রশিবির জবি শাখার সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘ছাত্রী হলের বোনদের চাহিদার ভিত্তিতে আমরা একটি আধুনিক ওয়াশিং মেশিন ও একটি ঠান্ডা-গরম পানির ফিল্টার দিয়েছি। শিক্ষার্থীদের সব সংকটে আমরা পাশে থাকতে চাই।’

শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, ‘আমাদের চলমান ‘নিরাপদ পানি পান প্রকল্প’-এর অংশ হিসেবে ছাত্রী হলে ফিল্টার ও ওয়াশিং মেশিন স্থাপন করা হয়েছে।’

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, ‘আমাদের হলে এসব জিনিসের প্রয়োজন ছিল। ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।’

এ সময় ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×