দলে ফেরাতে সাকিবের সঙ্গে কথা বলবেন বিসিবি সভাপতি
লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। গেল বছর দুই ফরম্যাট থেকে অবসরেরও ঘোষণা দিয়েছেন। তবে ওয়ানডেতে খেলতে চাইলেও দলে সুযোগ মিলছে না তার। অবশ্য ক্রিকেটীয় কারণের চেয়েও মাঠের বাইরের নানা কাণ্ডের কারণে এখন দলে ব্রাত্য সাকিব। সাদা পোশাকে দেশের মাটিতে খেলে গেল বছর বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। তবে রাজনৈতিক কারণে আর দেশে আসতে পারেননি। সম্প্রতি সাকিবকে জাতীয় দলে ফেরাতে আবারো কাজ করছে বিসিবি, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আজ সোমবার এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, ‘সাকিব অ্যাভেইলএবল ক্রিকেটার। সাকিব এখনো বাংলাদেশের হয়ে সব সংস্করণ থেকে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব এবং তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারব।’ জাতীয় দলে ফেরানো হবে কি না সাকিবকে? এমন প্রশ্নে নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি এটা পুরোপুরি নির্ভর করে নির্বাচকদের উপর যারা দল নির্বাচন করে।

পিএসজিকে রুখে দিয়ে ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতলো চেলসি
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্টে বড় দলগুলোকে হারিয়ে ফাইনালে উঠেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে সব হিসাব উল্টে দিয়ে শিরোপা জিতে নিল ইংলিশ ক্লাব চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ১০ জনের পিএসজিকে ৩-০ ব্যবধানে হারিয়ে জিতেছে দ্বিতীয় ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা। চেলসির হয়ে ম্যাচের নায়ক ছিলেন কোল পালমার। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে ব্লুজরা। ২২ ও ৩০ মিনিটে পালমারের জোড়া গোলে এগিয়ে যায় চেলসি। বিরতির আগে, পালমারের পাস থেকে ব্রাজিলিয়ান তরুণ হোয়াও পেদ্রো দারুণ চিপ শটে তৃতীয় গোলটি করেন। বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ফরাসি চ্যাম্পিয়নরা। কিন্তু চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ একের পর এক দুর্দান্ত সেভ করে পিএসজিকে গোল বঞ্চিত রাখেন। ৮৪ মিনিটে নেভেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরও চাপে পড়ে পিএসজি। তাতে উয়েফা কনফারেন্স লিগ জয়ী চেলসি এবার ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়ে ট্রফি ঘরে তুললো। তারা পঞ্চম ক্লাব হিসেবে একাধিকবার ক্লাব বিশ্বকাপ জয়ের কীর্তি গড়লো। এর আগে তারা ২০২১ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল। ম্যাচসেরা কোল পালমার বলেন,'এটা অসাধারণ অনুভূতি। অনেকে আমাদের নিয়ে সন্দিহান ছিল, কিন্তু আমরা নিজেদের প্রমাণ করেছি।' চেলসি কোচ এনজো মারেসকা বলেন,'প্রথম ১০ মিনিটেই ম্যাচের রঙ আমাদের পক্ষে চলে আসে। কঠিন কন্ডিশনেও ছেলেরা দুর্দান্ত খেলেছে। তারা এই জয়টার পুরোপুরি দাবিদার।'

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় বাংলাদেশের
মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। আজ রোববার বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের পথ দেখছিলো বাংলাদেশ! তবে ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই গোল উল্টো দিয়ে সমতা ফেরে নেপাল। ফলে এক সময় ম্যাচটি গড়াচ্ছিলো ড্র দিকে, তবে যোগ করা অতিরক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে ৩-২ গোলে হারায় টাইগ্রেসরা। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে বাংলাদেশ। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করে ফেলে দলটি। মুনকি আক্তারের পাসে ডানপ্রান্ত দিয়ে শিখা এবং সাগরিকা মিলে তৈরি করেন গোলের সম্ভাবনা, যদিও তখন বল জালে জড়ানো যায়নি। তবে ১৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। বল নিয়ে এগিয়ে যান সাগরিকা, প্রতিপক্ষের রক্ষণভাগকে কাটিয়ে দিয়ে পাস বাড়ান মুনকি আক্তারের দিকে। তার শট নেপালের এক ডিফেন্ডার গোললাইন থেকে ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন সিনহা জাহান শিখা। এরপর নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ২৯ মিনিটে ফ্রি কিক থেকে হেডে গোলের চেষ্টা করে তারা, কিন্তু বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী সেই সুযোগ হাতছাড়া হতে দেননি। মিনিট কয়েক পর আবারো নেপালের আক্রমণ ঠেকান স্বর্ণা। এরপর আবারও খেলায় ফিরেছে বাংলাদেশ। ৩৬ মিনিটে মুনকির পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যান শান্তি মারডি। তার লম্বা ক্রসে বারবার চেষ্টা করেও গোল পাচ্ছিলেন না শিখা। শেষ পর্যন্ত বল পেয়ে জালে পাঠান সাগরিকা, বাড়িয়ে দেন দলের লিড ২-০। প্রথমার্ধের বাকি সময়টাতে উভয় দল চেষ্টা করেছে আরও গোলের, কিন্তু সফল হয়নি কেউই। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

ফের মেসির জোড়া গোল, দারুণ জয় মিয়ামির
ক্লাব বিশ্বকাপের পর থেকে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। মাঠে নামলেই করছেন জোড়া গোল। মেজর লিগ সকারে ন্যাশভিলের বিপক্ষেও করলেন তাই। তার এমন পারফর্ম্যান্স ইন্টার মিয়ামিকে ২-১ ব্যবধানে জয়ের পথ দেখাল এবার। চার দিন আগেই মেসি এমএলএসে টানা চার ম্যাচে একাধিক গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড় বনে যান। এবার পঞ্চম ম্যাচেও জোড়া গোল করে সেই রেকর্ডটার পরিধি আরও বাড়ালেন তিনি। মেসির প্রথম জাদুর দেখা মেলে ম্যাচের ১৭তম মিনিটে। ফ্রি কিক থেকে তিনি শট নেন মানবদেয়ালের নিচ দিয়ে, তা সবাইকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। গোলরক্ষক জো উইলিস কিছুই করতে পারেননি। তাতেই গোলের খাতা খোলেন মেসি। প্রথমার্ধে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে মিয়ামি। তবে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে হানি মুখতার হেড থেকে ন্যাশভিলকে সমতায় ফেরান। তবে ম্যাচের ৬২তম মিনিটে আবারও সামনে আসেন মেসি। উইলিসের এক বড় ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে মেসি সহজেই জালে পাঠান। এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই জোড়া গোলের মাধ্যমে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৬ ম্যাচে ১৬। সমান সংখ্যক গোল রয়েছে ন্যাশভিলের স্যাম সুরিজেরও, যিনি এদিন গোল করতে ব্যর্থ হন। ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে এমএলএসে এটি ছিল ইন্টার মিয়ামির তৃতীয় ম্যাচ। সেই বিশ্বকাপে শেষ ষোলোতে প্যারিস সাঁ জার্মেইর কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে, তবে তিন ম্যাচ হাতে রয়েছে তাদের।

জোতার ২০ নম্বর জার্সি অবসরে পাঠাচ্ছে লিভারপুল
নতুন মৌসুমের আগে ফের মাঠে নামছে লিভারপুল। কিন্তু সতীর্থদের মাঝে বিরাজ করছে শূন্যতার হাহাকার। গত মৌসুমে একসঙ্গে ট্রফির আনন্দ উদযাপন করা ডিওগো জোতা যে আর নেই। আর কখনও তার ২০ নম্বর জার্সিতে মাঠে দেখা যাবে না কাউকে। গত ৩ জুলাই স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া এই ফরোয়ার্ডের ক্লাব জার্সি অবসরে পাঠাচ্ছে লিভারপুল। ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘তার স্ত্রী রুদ ও পরিবারের সঙ্গে আলাপের পর ক্লাব ঘোষণা করছে ডিওগোর সম্মানে ও স্মৃতি বাঁচিয়ে রাখতে এলএফসি নারী ও অ্যাকাডেমিসহ সব পর্যায়ে তার স্কোয়াড নম্বর অবসরে পাঠানো হচ্ছে।’ ক্লাবের প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস বলেছেন, ‘আমি বিশ্বাস করি লিভারপুল ফুটবল ক্লাবের ইতিহাসে এই প্রথমবার কোনও একজনের জন্য এই ধরনের সম্মাননা জানানো হলো। আমরা বলতে পারি একজন অনন্য চমৎকার ব্যক্তির জন্য এটা একটা অনন্য শ্রদ্ধা।’ জোতার মৃত্যুর পর রবিবার লিভারপুল প্রথমবার মাঠে নামছে। প্রাক মৌসুমের খেলায় তারা ইংলিশ চ্যাম্পিয়নশিপ দল প্রেস্টনের মুখোমুখি হবে।

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে ইতালি
ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। আইসিসির মেগা টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবার নিজেদের জায়গা নিশ্চিত করেছে ইউরোপীয় দেশ ইতালি। যদিও লিগ পদ্ধতির বাছাইপর্বে গতকাল তারা নেদারল্যান্ডসের কাছে হেরেছে। তবে নেট রানরেটের হিসাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল ইতালি। ইতালি ক্রিকেট দলের দেওয়া ১৩৫ রানের সহজ লক্ষ্য অনায়াসে তাড়া করেছে নেদারল্যান্ডস। ইউরোপীয় অঞ্চলের লিগ পদ্ধতির বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারাও টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ইতালি ৭ উইকেটে ১৩৪ রান তুলেছিল। যা ২২ বল এবং ৯ উইকেট হাতে রেখেই পেরিয়েছে ডাচরা। বাছাইয়ের ৪ ম্যাচে ৬ পয়েন্ট নেদারল্যান্ডসের। জার্সি ক্রিকেট দল সমান ৫ পয়েন্ট পেলেও নেট রানরেটে এগিয়ে থাকায় ইতিহাস গড়ল ইতালি। ইউরোপ থেকে বাছাইয়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল দুটি দলের সামনে। যার জন্য পাঁচটি দল গত এক সপ্তাহ ধরে নেদারল্যান্ডসের মাটিতে এই প্রতিযোগিতায় অংশ নেয়। ইউরোপ থেকে নেদারল্যান্ডস ও ইতালির পাশাপাশি এই বাছাইয়ে লড়েছে স্কটল্যান্ড, জার্সি ও গার্নসি। সবমিলিয়ে এখন পর্যন্ত ১৫টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক ভারত-শ্রীলঙ্কা বাদে বিশ্বকাপে ওঠা বাকি দলগুলো হচ্ছে– বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা। ইউরোপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বড় ব্যবধানে হার এড়ানোই যথেষ্ট ছিল। তবে বড় জয় নিয়েই তারা পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গা ধরে রেখেছে। অন্যদিকে, ডাচদের কাছে হারের পর ইতালির বিশ্বকাপে খেলার সমীকরণ মেলাতে তাকিয়ে থাকতে হয় জার্সি ও স্কটল্যান্ড ম্যাচের দিকে। জার্সির কাছে শেষ বলে হারের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের গত চার আসরে খেলা স্কটিশদের বিদায় ও ইতালির জায়গা নিশ্চিত হয়ে যায়। ইউরোপীয় এই দুটি দেশের আগে বাছাইপর্ব খেলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠে কানাডা। তারা আমেরিকা অঞ্চল থেকে টিকিট পায়। এর বাইরে আরও ৫ দেশ বিশ্বকাপে উঠবে। আফ্রিকান অঞ্চলের বাছাই থেকে আসবে ২টি দল। সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়েতে তাদের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এ ছাড়া অক্টোবরে ওমানে এশিয়া ও পূর্ব এশিয়া প্যাসিফিকের বাছাই থেকে আসবে বাকি ৩টি দল।

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব
বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় পরাজয়ের দিনেই আলোচনায় উঠে এলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে সাকিবের দল দুবাই ক্যাপিটালস ২২ রানে জয় পায়। টস হেরে ব্যাট করতে নেমে সাকিব ৩৭ বলে ৫৮ রানের হার না মানা একটি ইনিংস খেলেন। পাশাপাশি বল হাতে মাত্র ১৩ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট। তার অলরাউন্ড পারফরম্যান্সেই জয়ের দেখা পায় দলটি। ম্যাচ শেষে সাকিব জানান, খুব অল্প সময়ের নোটিশে তাকে দলের সঙ্গে যোগ দিতে হয়। এক খেলোয়াড় চোটে পড়ায় শেষ মুহূর্তে তাকে ডাকা হয়। তিনি বলেন, "দুবাই ক্যাপিটালসের অংশ হতে পেরে গর্বিত।" ক্যারিবিয়ানের মাঠ ও পরিবেশ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সাকিব বলেন, "২০০৭ সাল থেকে এই অঞ্চলে খেলছি, এটি আমার দ্বিতীয় বাড়ির মতো। এখানকার কন্ডিশন আমার ভালোই চেনা, জানি কোথায় কেমন বল করতে হয়। অ্যামাজনে খেলা আমাকে বাড়তি সুবিধা দিয়েছে।" ব্যাটিং ও বোলিং উভয়ের গুরুত্বের কথা তুলে ধরে সাকিব বলেন, “আমার উইকেটে থাকা দরকার ছিল, কারণ অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়ছিল। শেষ পর্যন্ত আমরা ১৬০ রানের ওপর করতে পেরেছি। গায়ানার কন্ডিশনে এমন স্কোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ছোট টুর্নামেন্টে প্রথম ম্যাচ জয় সবসময় গুরুত্বপূর্ণ। এই জয়ে আমাদের আত্মবিশ্বাস বাড়বে, আশা করছি এখান থেকে আমরা ভালোভাবে এগিয়ে যাব।” সাকিবের এমন দাপুটে অভিষেকেই গ্লোবাল সুপার লিগে দারুণ সূচনা করল দুবাই ক্যাপিটালস।
বাংলাদেশকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে এই ফরম্যাটেও শুরুটা ভালো হলো না টাইগারদের। ৭ উইকেটের বড় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

গ্লোবাল সুপার লিগের অভিষেকেই সাকিবের ফিফটি
গ্লোবাল সুপার লিগের অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অসাধারণ অর্ধশতকের সুবাদে নির্ধারিত ২০ ওভর শেষে ১৬৫ রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস। জিএসএলের দ্বিতীয় আসরের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দুবাইয়ের। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় খেলাটি শুর হয় রাত ৮টায়। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। এ ম্যাচ দিয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক হয় বাংলাদেশি তারকা ত্রিকেটার ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। পাওয়ার প্লেতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে দুবাই ক্যাপিটালস। দলীয় ৫৮ রানে যখন দুবাইয়ের তিন উইকেটের পতন হয় তখনি ব্যাট হাতে মাঠে নামেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুরু থেকে এদিন বেশ মারকুটে স্বভাবে ব্যাট চালান সাকিব। তার মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৩৪ বলে ৬ চার ১ ছক্কায় অর্ধশত পূর্ণ করেন সাকিব। অভিষেক ম্যাচে একের পর এক চার- ছক্কায় মাত্র ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন সাবেক টাইগার কাপ্তান। সাকিবের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে দুবাই ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটের বিনিময়ে ১৬৫ রান। এদিকে টসের আগে অনেক জল্পনা-কল্পনা ছিল সাকিবের একাদশে জায়গা নিয়ে তবে টসের পর সব জল্পনাকে পাশ কাটিয়ে একাদশে জায়গা যান টাইগার পোস্টার বয়। এর আগে সাকিবকে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গিয়েছিল পাকিস্তান সুপার লিগে (পিএসএল), যেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। যদিও ফাইনালে একাদশে জায়গা পাননি, তার দল লাহোরই চ্যাম্পিয়ন হয়েছিল।

শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমেছে ২০ ওভারে ১৫৪ রানেই। এক সময় ঝড়ো শুরুর ইঙ্গিত মিললেও মাঝের ওভারে ধারাবাহিক উইকেট পতন ও রানের গতি কমে যাওয়ায় প্রত্যাশিত বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে টাইগাররা। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ২২ বলে ৩৮ রান করে দলকে দারুণ ছন্দে তোলেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে একটি ছক্কার মার। অন্য প্রান্তে তানজিদ হাসান তুলনামূলক ধীরে খেলেন, ১৭ বলে ১৬ রান করে আউট হন। পাওয়ারপ্লেতে বাংলাদেশ তোলে ৫৪ রান, যা দেখে বড় স্কোরের ইঙ্গিতই মিলছিল। কিন্তু পাওয়ারপ্লের পরপরই রানরেট কমতে থাকে। অধিনায়ক লিটন দাস আবারও ব্যর্থ, ১১ বল খেলে করেন মাত্র ৬ রান। তাওহীদ হৃদয়ও খুব বেশি অবদান রাখতে পারেননি, ১৩ বলে করেন ১০ রান। মিডল অর্ডারে মোহাম্মদ নাঈম স্থির থেকে খেললেও তাঁর ২৯ বলে ৩২ রানের ইনিংসটি ছিল অত্যন্ত ধীরগতির, যা দলের উপর চাপ তৈরি করে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ কিছুটা ঝড় তোলার চেষ্টা করেছিলেন। ২৩ বলে ২৯ রান করেন তিনি, যেখানে ছিল চারটি চার। তবে শেষ দিকে শামীম হোসেনের ক্যামিওতে বাংলাদেশ দেড়শ রান পেরোয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মাহিশ থিকশানা, ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট। দাসুন শানাকা ও জেফ্রি ভানডারসে নিয়েছেন একটি করে উইকেট। প্রথমার্ধের শেষে বলা যায়, বাংলাদেশের ইনিংসে শুরুটা যতটা ঝড়ো ছিল, শেষটা ঠিক ততটাই হতাশাজনক। শ্রীলঙ্কাকে জিততে লক্ষ্য ১৫৫ রানের। পিচ ও কন্ডিশন বিবেচনায় এটি প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর হলেও, দ্রুত উইকেট তুলে নিতে না পারলে লঙ্কানদের জন্য এই লক্ষ্য তাড়া করা কঠিন হবে না।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ শ্রীলঙ্কার
টেস্ট আর ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে টাইগাররা। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে। টি-টোয়েন্টিতে দুই দলের সবশেষ ৫ ম্যাচে বাংলাদেশের জয় ২টি। শ্রীলঙ্কা জিতেছে ৩ ম্যাচ। তবে সবশেষ ৩ ম্যাচ হিসেব করলে বাংলাদেশের জয় ২টিতেই।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও ভারত। ১ম টি-টোয়েন্টিবাংলাদেশ-শ্রীলঙ্কাসন্ধ্যা ৭-৩০ মি., টি স্পোর্টস লর্ডস টেস্ট-১ম দিনইংল্যান্ড-ভারতবিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫ উইম্বলডনমেয়েদের সেমিফাইনালসন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ গ্লোবাল সুপার লিগগায়ানা–রংপুর রাইডার্সআগামীকাল ভোর ৫টা, টি স্পোর্টস

অর্থ নয়, মায়ের জন্য সবার দোয়া চাইলেন ঋতুপর্ণা
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের নায়িকা ঋতুপর্ণা চাকমা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে ওঠার এই অর্জনে বড় অবদান ছিল তাঁর। তবে দেশের ফুটবলপ্রেমীদের প্রশংসায় ভাসতে ভাসতেই হঠাৎ করে পারিবারিক এক সংকটে পড়েছেন এই তারকা। ঋতুপর্ণার মা বোজপুতি চাকমা বর্তমানে অসুস্থ। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশ হয় যে অর্থের অভাবে তার মায়ের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এমনকি কিছু সংবাদমাধ্যমে তাদের আর্থিক দুরবস্থার কথাও উল্লেখ করা হয়। তবে এই খবরকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন ঋতুপর্ণা। ভুটানের পারো এফসির হয়ে ন্যাশনাল উইমেন্স লিগ খেলতে থাকা এই ফুটবলার স্পষ্ট করেছেন, মায়ের চিকিৎসায় অর্থের কোনো সমস্যা নেই। বরং, তিনি সবার কাছে মায়ের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা চেয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে ঋতুপর্ণা লিখেছেন, ‘এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের যে ভালোবাসা ও উদ্বেগ, তা সত্যিই এক বিশাল আশীর্বাদ। এই মুহূর্তে আমরা অর্থ নয়, বরং আমার মায়ের জন্য আপনাদের দোয়া ও আশীর্বাদ চাই। দয়া করে আমার মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করুন এবং তাকে আশীর্বাদে রাখুন।’ ঢাকায় এশিয়ান কাপ বাছাই শেষে দলের সাফল্যের পরদিনই ঋতুপর্ণা উড়াল দিয়েছেন ভুটান। সেখান থেকে মায়ের জন্য সবার কাছে ভালোবাসা ও দোয়ার বার্তা দিয়ে এই ফুটবলারের মানবিক দিকটি যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। দেশের কোটি ফুটবলপ্রেমীর মতো আমরাও তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করি।

শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পনে সিরিজ হারল বাংলাদেশ
বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরায়। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে ওঠে সিরিজ নির্ধারণী। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা কুশল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৫০ ওভারে তোলে ২৮৬ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টপ ও মিডল অর্ডারের ব্যাটারদের মধ্যে কেবল তাওহীদ হৃদয় কিছুটা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করেন। বাকিরা থাকে আসা যাওয়ার মিছিলে, ফলে ১৮৬ রানে গুটিয়ে যায় টাইগাররা। তাতে ৯৯ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে লঙ্কানরা। ২৮৬ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সেই শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ওপেনার তানজিদ তামিম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন তিনি। ১৩ বলে ১৭ রান করে দলীয় ১৯ রানে ফিরে যান সাজঘরে। তানজিদের বিদায়ের পর দ্রুতই আরেকটি ধাক্কা খায় টাইগার শিবির। দলের নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত রানের খাতা খুলতেই পারেননি। শূন্য রানে আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। তার বিদায়ে আরও চাপে পড়ে বাংলাদেশ দল। বাংলাদেশ ২০ রানে ২ উইকেট হারিয়ে বসার পর তাওহীদ হৃদয়কে নিয়ে সে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ওপেনার পারভেজ ইমন। কিন্তু ১৪তম ওভারে তার ধৈর্যচ্যুতি ঘটল। দুনিথ ওয়েলালাগের বলে স্লগ সুইপ করতে গিয়ে সীমানায় ধরা পড়লেন। তাতে হৃদয়ের সঙ্গে তার জুটি থেমেছে ৪২ রানে। আর ৬২ রানে তৃতীয় উইকেট খুইয়েছে বাংলাদেশ। এরপর হৃদয়কে সঙ্গ দিয়ে ক্রিজে থিতু হওয়ার আশা জাগিয়েও উইকেট ছুঁড়ে দিয়েছেন অধিনায়ক মিরাজ। ২৮ রানে থামে তার ইনিংস। এরপর উইকেটে এসে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি শামীম পাটোয়ারিও। প্যাভিলিয়নের পথ ধরার আগে ১২ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে একাই দাঁড়িয়ে ছিলেন তাওহীদ হৃদয়। ৭৫ বল খেলে লড়াকু ঢংয়ে তুলে নিয়েছিলেন ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি। তবে মাইলফলক ছোঁয়ার পরপরই সাজঘরের পথ ধরেছেন তিনি। ব্যক্তিগত ৫১ রানে দুশমন্ত চামিরার গুড লেংথে পড়া বলে স্টাম্প বাঁচাতে পারেননি হৃদয়। আগের ম্যাচেও সমান ৫১ রান করেই আউট হয়েছিলেন এই ব্যাটার। সতীর্থদের আসা যাওয়া মিছিলে শেষে জাকের আলী শুধু হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ১৮৬ রানে গুটিয়ে যায় টাইগাররা

শ্রীলঙ্কাকে ২৮৫ রানে আটকালো বাংলাদেশ
একটা সময় মনে হচ্ছিল, শ্রীলঙ্কার রান ৩০০-৩৫০ হয়ে যাবে। ৪০ ওভার পর্যন্ত তেমন অবস্থানেই ছিল লঙ্কানরা। তবে শেষের দিকে ভালো বোলিং করেছে টাইগাররা। ফলে স্বাগতিকদের আটকে রাখা গেছে ৭ উইকেটে ২৮৫ রানে। অর্থাৎ সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৮৬। ৪০ ওভার শেষে শ্রীলঙ্কার বোর্ডে ছিল ৩ উইকেটে ২২২ রান। পরের ৭ ওভারে দারুণ বোলিং করে বাংলাদেশ। লঙ্কানরা নিতে পারে মাত্র ৩৭ রান, হারায় ৪ উইকেট। সবমিলিয়ে শেষ ১০ ওভারে মোটে ৬৩ রান দিয়েছে বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। লঙ্কান শিবিরে শুরুতেই আঘাত হানেন তানজিম হাসান সাকিব। নিশান মাদুশকার উইকেট তুলে নিয়েছেন তিনি। লঙ্কান ওপেনারকে ১ রানের (৬ বলে) বেশি করতে দেননি ডানহাতি টাইগার পেসার। শুরু থেকেই ব্যাট হাতে সংগ্রাম করছিলেন মাদুশকা। তাসকিনের বলে কয়েকবার পরাস্ত হয়েছিলেন তিনি। অবশেষে ইনিংসের চতুর্থ ওভারে তানজিম সাকিবের প্রথম বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন লঙ্কান ব্যাটার। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা অবশ্য সেট হয়ে গিয়েছিলেন। ৪৭ বলে ৩৫ রান করা নিশাঙ্কাকে থামান আগের ম্যাচের নায়ক তানভীর ইসলাম। তাকে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে পারভেজ হোসেন ইমনের সহজ ক্যাচ হন নিশাঙ্কা। এরপর ১৬ রান করে কামিন্দু মেন্ডিস এলবিডব্লিউ হন মেহেদী হাসান মিরাজের বলে। ১০০ রানে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে চতুর্থ উইকেটে চারিথ আসালাঙ্কাকে নিয়ে সেঞ্চুরি জুটি গড়েন কুশল মেন্ডিস। ১১৭ বলে ১২৪ রান তোলেন তারা। মেন্ডিস সেঞ্চুরি, আসালাঙ্কা করেন হাফসেঞ্চুরি। অবশেষে ইনিংসের ৪১তম ওভারে জুটিটি ভাঙেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের লো ফুলটস হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন আসালাঙ্কা। ৬৮ বলে ৯ বাউন্ডারিতে তিনি করেন ৫৮ রান। জানিথ লিয়ানাগে আবারও ধীরগতিতে শুরু করেছিলেন। তবে ১৭ বলে ১২ করেই তাকে দুর্ভাগ্যজনক আউটের শিকার হতে হয়। মিরাজের বলে পেছনে খেলতে গিয়ে পা দিয়ে স্টাম্প ভেঙে দেন তিনি, ফেরেন হিটউইকেট হয়ে। পরের ওভারে শ্রীলঙ্কা হারায় তাদের সেঞ্চুরিয়ানকে। শামীম পাটোয়ারীর বলে টপএজ হন কুশল মেন্ডিস। শামীম নিজেই দৌড়ে গিয়ে বলটি তালুবন্দি করেন। ১১৪ বলে ১৮ বাউন্ডারিতে কুশলের দুর্দান্ত ইনিংসটি ছিল ১২৪ রানের। শেষদিকে দুশমন্ত চামিরা ৮ বলে ১০ আর ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৪ বলে অপরাজিত ১৮ করেন।

বাংলাদেশ সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা শ্রীলঙ্কার
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। চারিত আসালাঙ্কার নেতৃত্বে গঠিত এ স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়। দলে ফিরেছেন দীর্ঘ এক বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়া সাবেক অধিনায়ক দাসুন শানাকা ও অলরাউন্ডার চামিকা করুনারত্নে। বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে এরই মধ্যে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে স্বাগতিক লঙ্কানরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও দুই দল রয়েছে ১-১ সমতায়। এবার সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি দলে আছেন সাম্প্রতিক ওয়ানডে সিরিজে খেলা কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো পরিচিত মুখ। এছাড়া দলে অন্তর্ভুক্ত হয়েছেন মহীশ তিকশানা, মাথিশা পাথিরানা, জেফ্রি ভ্যান্ডারসে এবং তরুণ পেসার ঈশান মালিঙ্গাও। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১০ জুলাই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ম্যাচ হবে ১৩ জুলাই ডাম্বুলায় এবং শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল (বাংলাদেশ সিরিজ):চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা। ঢাকাওয়াচ/এমএস

মধ্যরাতে নারী ফুটবলারদের সংবর্ধনা দিলো বাফুফে
বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাস গড়া সাফল্য উদযাপন করতে মধ্যরাতেই আয়োজন করা হয় এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার আনন্দে রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর হাতিরঝিল আম্ফিথিয়েটারে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে রাত ২টার দিকে ঢাকায় পৌঁছায় জাতীয় নারী ফুটবল দল। এরপর সোজা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। রাত ৩টা ১৫ মিনিটে সংবর্ধনাস্থলে পৌঁছালে বাফুফে নির্বাহী কমিটির সদস্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী, সাবেক ফুটবলার আমিনুল হক, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, অধিনায়ক আফিদা খন্দকার, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা এবং কোচ পিটার বাটলার। তারা সবাই নারী দলের এই অসাধারণ অর্জনকে দেশের জন্য গর্বের বলে উল্লেখ করেন। মধ্যরাতে সংবর্ধনার মূল কারণ ছিল সময়ের সীমাবদ্ধতা। জানা গেছে, ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে যাচ্ছেন। এছাড়াও আরও কয়েকজন ফুটবলারও দু-এক দিনের মধ্যে দলের বাইরে যাবেন। তাই সবাইকে একসঙ্গে রেখেই দ্রুত আয়োজনটি সম্পন্ন করা হয়। মিয়ানমারে অনুষ্ঠিত বাছাই পর্বে দুর্দান্ত পারফর্মেন্স দেখায় বাংলাদেশ নারী দল। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে নিশ্চিত করে মূল পর্বের টিকিট। এর আগেই অবশ্য টুর্নামেন্টে তাদের জায়গা নিশ্চিত হয়ে যায়। ঐতিহাসিক এই সাফল্য স্মরণীয় করে রাখতে তাই এমন আয়োজন ছিল অনন্য।

গ্লোবাল সুপার লিগে অবশেষে দল পেলেন সাকিব
২০২৫ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) সাকিব আল হাসানকে চাইলেও নিতে পারেনি রংপুর রাইডার্স। অবশেষে তিনি বৈশ্বিক এই ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজি। সাকিবকে এবারের জিএসএলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে দুবাই লিখেছে, ‘কিংবদন্তি অলরাউন্ডার আমাদের জিএসএল দলে যোগ দিচ্ছেন। কেশব মহারাজের বদলে তিনি দলে আসছেন। দলে আপনাকে স্বাগত সাকিব।’ ২০২৪ সালে জিএসএলে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। এবার তারা নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে। দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। টুর্নামেন্ট সামনে রেখে গত ২৯ জুন জিএসএলের জার্সি উন্মোচন করেছিল রংপুর। সংবাদ সম্মেলনে সাকিবের প্রসঙ্গ আসতে ফ্র্যাঞ্চাইজিটির টেকনিকাল ডিরেক্টর শাহনিয়ান তামিম জানিয়েছিলেন, সাকিবকে নেওয়া যাবে কি যাবে না, এ ব্যাপারে রংপুরের কাছে কোনো নির্দেশনা যায়নি। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল বলে উল্লেখ করেছিলেন তানিম। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে সরে যাননি তিনি। এ বছরের এপ্রিল-মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। তবে দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ফাইনালে তিনি অবশ্য খেলতে পারেননি। সেই লাহোর কালান্দার্সই পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে।

ঋতুপর্ণাদের গভীর রাতে সংবর্ধনা দেবে বাফুফে
এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করে এখন দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার সন্ধ্যায় মিয়ানমার থেকে রওনা দিয়ে থাইল্যান্ড হয়ে রাত দেড়টার দিকে ঢাকায় পৌঁছবেন আফঈদা-ঋতুপর্ণারা। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া লাল-সবুজের মেয়েদের সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা আয়োজন করা হয়েছে রোববার দিবাগত রাত আড়াইটায়। সোমবার ভোরে ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমারা ভুটানের লিগ খেলতে থিম্পু যাওয়ার কথা। এ কারণে তাঁরা ঢাকায় থাকতে থাকতেই গভীর রাতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। ইয়াংগুনে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার ও তুর্কেমেনিস্তানকে হারিয়ে 'সি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাকে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মেসির জোড়া গোলের দিনে জয়ে ফিরল ইন্টার মায়ামি
এমএলএস ম্যাচে দীর্ঘ এক মাস পর জয় দেখল ইন্টার মায়ামি। আর এই জয়ের নায়ক আবারও লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি ৪-১ গোলে হারিয়েছে কানাডার ক্লাব সিএফ মন্ট্রিয়ালকে। তবে ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র দ্বিতীয় মিনিটেই মেসির একটি ভুল পাস কেড়ে নিয়ে প্রিন্স ওউসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়াল। গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে মায়ামি। ৩৩ মিনিটে মেসির পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে। ৪০ মিনিটে মেসি নিজেই গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ৬০ মিনিটে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ৬২তম মিনিটে মেসির দ্বিতীয় গোল মায়ামির বড় জয় নিশ্চিত করে। মায়ামির এমন দাপুটে জয়ের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছে হেড কোচ হাভিয়ের মাসচেরানো। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে কয়েক সপ্তাহ এমএলএস থেকে দূরে ছিল মায়ামি। তাই লিগে ফিরে জয়ে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে আমরা দারুণ এক ম্যাচ খেলেছি। ক্লাব বিশ্বকাপের পর আবার লিগে ফেরা সহজ নয়। কিন্তু ছেলেরা সেটা দারুণভাবে সামলেছে।’মেসির এমন দুর্দান্ত ফর্ম নিয়ে খুশি দলটির কোচ। ৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে পুরো ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মাসচেরানো। তার মতে, ফিট থাকলে মেসিকে খেলতে দেওয়া উচিত। তিনি বলেন, ‘ও ফিট থাকলে খেলতেই চাইবে, আমরাও তাকে সেই সুযোগ দেব। সে মাঠে থাকলে আমাদের বিশাল সুবিধা হয়, আর আমরা সেটাই কাজে লাগাতে চাই। আমাদের বুঝতে হবে, লিও সবচেয়ে খুশি থাকে যখন সে মাঠে ফুটবল খেলছে।’

শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
টান টান উত্তেজনার ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। ১-১ সমতায় থাকা সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে লন্ডনের পথে দুই সাঁতারু
দীর্ঘ প্রায় ৩৮ বছর পর বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অভিযানে যাচ্ছেন। দুই সাঁতারু শনিবার সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন জানিয়েছেন, দুইজনই এক ফ্লাইটে সকালে লন্ডন রওয়ানা দিয়েছেন। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যুক্তরাজ্য গিয়ে অন্তত ১০ দিন অনুশীলন করবেন এই দুই সাঁতারু। এর আগে বাংলাদেশের তিনজন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় সাঁতারু ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। তখন এই চ্যানেল সবচেয়ে কম সময়ে সাঁতারে পার হওয়ার রেকর্ডও গড়েছিলেন তিনি। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ইংলিশ চ্যানেলের পানির তাপমাত্রা ১৫ থেকে ১৯ ডিগ্রির মতো থাকে। সেখানে সাঁতরানো যে কোনো সাঁতারুর জন্যই চ্যালেঞ্জিং হয়ে থাকে।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচের জয়ের বিকল্প অন্য কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের। বাঁচামরার লড়াইয়ে এদিন টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। এর আগে প্রথম ওয়ানডেতে শুরুর দিকে ভালো খেলেও অবিশ্বাস্য ব্যাটিং ধসে হেরেছিল বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান করার পর ৫ রানের ব্যবধানে আরও ৭ উইকেট হারিয়েছিল মিরাজের দল। শেষ পর্যন্ত লঙ্কানদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ গুটিয়ে যায় ১৬৭ রানেই।

ভারত-ইংল্যান্ড ম্যাচে সৈকতের সিদ্ধান্তে অসন্তুষ্ট স্টোকস
ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছে ইংলিশরা। এজবাস্টনে চলছে দুই দলের দ্বিতীয় ম্যাচ যার তৃতীয় দিনের খেলা হয়েছে গতকাল। আর শেষ বেলায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের এক সিদ্ধান্ত নিয়ে বেশ অসন্তুষ্ট হন স্বাগতিক অধিনায়ক বেন স্টোকস, যদিও সৈকতের সিদ্ধান্তই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৮৭ রানের বিশাল সংগ্রহ গড়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ড শেষ পর্যন্ত অল আউট হওয়ার আগে করতে পারে ৪০৭ রান। বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে ইংলিশ পেসার জশ টাংয়ের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন যশ্বসী জয়সোয়াল। ইংলিশরা আবেদন করলে আউট দেন অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশি আম্পায়ার সৈকত। এ সময় জয়সোয়ালকে বেশ দ্বিধাগ্রস্ত দেখায়। শেষ পর্যন্ত অপরপাশে থাকা সতীর্থ লোকেশ রাহুলের সঙ্গে পরামর্শ করে তিনি রিভিয়ের সিদ্ধান্ত নেন। সৈকতও তা পাঠিয়ে দেন টিভি আম্পায়ারের কাছে। এ সময় দৌড়ে আসেন স্টোকস। তার মতে রিভিউ নেওয়ার ১৫ সেকেন্ড পেরিয়ে যাওয়ার পর রিভিউয়ের আবেদন করেন জয়সোয়াল। এ সময় শরফুদ্দৌলা তাঁকে জানান, সময়ের মধ্যেই জয়সোয়াল রিভিউ নিয়েছেন। তা মানতে নারাজ স্টোকস। এ সময় আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় স্টোকসকে। এদিকে টিভি আম্পায়ার পর্যালোচনা করে দেখেন, সৈকতের সিদ্ধান্তই ঠিক আছে। আউট হয়েছেন জয়সোয়াল। ফলে ভারতের রিভিউ নষ্ট হয়। আর ইংল্যান্ডও পায় প্রথম উইকেটের দেখা।