বনানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণ

রাজধানীর বনানীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রয়েছে। বনানী থাকার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি ফুটপাতে থাকত। রাতে অজ্ঞাতপরিচয়ের কোনো ব্যক্তির দ্বারা নির্যাতনের শিকার হয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে ওসিসিতে সে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কারের প্রশংসা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। তিনি দেশের আর্থিক খাতে নেওয়া সাহসী পদক্ষেপকে “প্রশংসনীয় অগ্রগতি” বলে অভিহিত করেন এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় বিশ্বব্যাংকের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব মন্তব্য করেন জুট। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় বাংলাদেশ ও ভুটানের জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংক পরিচালক জ্যাঁ পেসমে এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকীও উপস্থিত ছিলেন। আলোচনায় জোহানেস জুট জানান, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করার সুবাদে বাংলাদেশের প্রতি তার বিশেষ এক আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “আপনি ও আপনার উপদেষ্টা দল অর্থনীতিকে স্থিতিশীল করতে চ্যালেঞ্জিং পরিবেশে যে সাহসিকতা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বব্যাংক এ অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে আছে।” তিনি আরও বলেন, “গত বছরের জুলাইয়ে প্রাণ হারানো শিক্ষার্থীদের আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি। সেটি আমাদের সবার জন্য ছিল এক হৃদয়বিদারক মুহূর্ত।” প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, “আমরা যখন দায়িত্ব নেই, তখন দেশটি যেন এক ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে ছিল। কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই আমরা যাত্রা শুরু করি। তবে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা আমাদের সাহস দিয়েছে।” তিনি বলেন, “গত জুলাইয়ের আন্দোলনে তরুণরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল অসাধারণ। আজ আমরা সেই উপলক্ষে ‘জুলাই নারী দিবস’ পালন করছি। তরুণরাই আমাদের ভবিষ্যৎ এবং তাদের স্বপ্ন পূরণেই আমাদের কাজ করতে হবে।” তিনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে আঞ্চলিক সমৃদ্ধির কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরে বলেন, “বাংলাদেশ যদি এগিয়ে যায়, তাহলে গোটা দক্ষিণ এশিয়া উপকৃত হবে। আমাদের নিজেদের বিচ্ছিন্ন করে নয়, বরং আঞ্চলিক বাণিজ্য ও সমুদ্র যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে বৃহত্তর অর্থনৈতিক কাঠামোয় যুক্ত হতে হবে।” এসময় অধ্যাপক ইউনূস জানান, বৈশ্বিক শ্রমবাজারে তরুণ জনসংখ্যার ঘাটতির প্রেক্ষাপটে বাংলাদেশ বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছে তাদের শিল্পপ্রতিষ্ঠান বাংলাদেশে স্থানান্তরের জন্য। “আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত,” বলেন তিনি। নারীশিক্ষা ও ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের ভূমিকাকে স্মরণ করে জোহানেস জুট বলেন, “বাংলাদেশে মেয়েদের জন্য যে শিক্ষা সহায়তা কর্মসূচি একসময় চালু হয়েছিল, তা এখন অনেক দেশ অনুকরণ করছে। এটি একটি বড় সাফল্য। যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরিতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে ৩ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে এবং আগামী তিন বছরেও এই সহায়তার মাত্রা বজায় থাকবে বলে প্রতিশ্রুতি দেন। আলোচনায় লুৎফে সিদ্দিকী চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের কার্যকারিতা বৃদ্ধির কথা জানান। তিনি বলেন, “২০২৫ সালের প্রথম প্রান্তিকে নিট বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ইন্ট্রা-কোম্পানি ঋণ এবং শক্তিশালী ইকুইটি প্রবাহের ফল।” সব মিলিয়ে, বৈঠকে বাংলাদেশে অর্থনৈতিক পুনরুদ্ধার, যুব সমাজের ক্ষমতায়ন এবং আঞ্চলিক সংযুক্তির ওপর জোর দেওয়া হয়। বিশ্বব্যাংক এ পথে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পেলেন ড. শেখ মইনউদ্দিন

অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১৪ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে জানানো হয়, এর আগে চলতি বছরের ৫ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তার জন্য ড. শেখ মইনউদ্দিনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় ওই মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়। একই ধারাবাহিকতায় এবার রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারীর দায়িত্বও তার ওপর অর্পণ করা হলো। ১৯৯৬ সালের রুলস অব বিজনেসের রুল-৩ বি (II-A) অনুসারে শেখ মইনউদ্দিন এখন থেকে রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এদিকে, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান বর্তমানে একযোগে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়—সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ—এর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। নতুন এই পদায়নের ফলে রেলপথ মন্ত্রণালয়ে প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন সচিব পেল সংসদ সচিবালয়

জাতীয় সংসদ সচিবালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা। সোমবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। কানিজ মওলা বিদায়ী সচিব মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি গত ১৬ জুন চাকরির মেয়াদ শেষে অবসর গ্রহণ করেন। এছাড়া একই দিনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরেকটি প্রজ্ঞাপনে রেলপথ মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন শেখ মইনউদ্দিন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনি এতদিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন থেকে তিনি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকেও সহায়তা করবেন এবং একইসঙ্গে সেই মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রাপ্ত হবেন। রুলস অব বিজনেস ১৯৯৬-এর বিধি অনুযায়ী এ দায়িত্ব অর্পণের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এর ফলে শেখ মইনউদ্দিন এখন রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি। উল্লেখ্য, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন— সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিটিভির ‘জনতার সামনে’ অনুষ্ঠান ঘিরে দুই কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ‘জনতার সামনে’ শীর্ষক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রযোজক মো. নাসির উদ্দিন এবং প্রোগ্রাম ম্যানেজার সাহরিয়ার মোহাম্মদ হাসানকে সাময়িক বরখাস্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একইসঙ্গে বার্তা পরিচালক নুরুল আজম এবং অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ২৭ জুন রাতে বিটিভিতে প্রচারিত অনুষ্ঠানটিতে সরকারের নীতিমালার পরিপন্থী বিষয়বস্তু উপস্থাপন করা হয়, যা সরকারি ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রযোজক নাসির উদ্দিন অনুষ্ঠানটির কনটেন্ট অনুমোদন করে তা সম্প্রচারের জন্য পাঠিয়েছিলেন। এতে সরকারি শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০২৮-এর ৩(ক) ধারায় অদক্ষতা এবং ৩(খ) ধারায় অসদাচরণের অভিযোগ প্রযোজ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন। একই অভিযোগে প্রোগ্রাম ম্যানেজার সাহরিয়ার মোহাম্মদ হাসানকেও সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি অনুষ্ঠানটি সম্প্রচারের আগে প্রিভিউ করলেও কোনো আপত্তি না জানিয়ে তা প্রচারের অনুমোদন দেন। এছাড়া, একই অনুষ্ঠানে জড়িত বার্তা পরিচালক নুরুল আজম ও অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রাত ১টার মধ্যে নয় অঞ্চলে ঝড়ের আভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) রাত ১টার মধ্যে দেশের নয়টি অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে পারে। এছাড়া আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

দেশের ৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে সোমবার (১৪ জুলাই) রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রাত ১টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া নীলফামারীতে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু তাপপ্রবাহ অনুভূত হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু অংশে, যা দ্রুত প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দেশে সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি: প্রেস উইং

দেশে সাম্প্রতিক সময়ের কিছু গণমাধ্যম প্রতিবেদন ও সামাজিক আলোচনার বিপরীতে বড় ধরনের সহিংস অপরাধের হার বাড়েনি বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং। সোমবার (১৪ জুলাই) ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, বড় ধরণের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পোস্টে বলা হয়, কিছু সংবাদমাধ্যমে নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং সহিংস অপরাধ বৃদ্ধির আশঙ্কা তুলে ধরা হলেও সরকারি তথ্যের ভিত্তিতে তা সঠিক নয়। বরং পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গুরুতর অপরাধের মধ্যে কয়েকটির হার কমেছে এবং বেশিরভাগ অপরাধই স্থিতিশীল রয়েছে। সিএ প্রেস উইং আরও উল্লেখ করে, কিছু সামান্য অপরাধের পরিমাণ কিছুটা বেড়েছে, তবে সে বিষয়ে নাগরিকদের সচেতন থাকতে বলা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমও অপরাধ নিয়ন্ত্রণে যথাযথভাবে অব্যাহত রয়েছে বলেও আশ্বস্ত করা হয়েছে। ফেসবুক পোস্টের সঙ্গে গত পাঁচ বছরের তুলনামূলক অপরাধ চিত্র এবং বিগত ১০ মাসের বিস্তারিত পরিসংখ্যান সংযুক্ত করে জানানো হয়েছে, এই তথ্যগুলো পুলিশ সদর দপ্তর থেকে সরবরাহ করা হয়েছে।

অর্থনীতিবিদ ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা

তিন দিনের বাংলাদেশ - যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষে দেশে ফিরে আজ সংবাদ সম্মেলন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে সংবাদ সম্মেলনের আগে বিষয়টি নিয়ে দেশের অর্থনীতিবিদ ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন বাণিজ্য উপদেষ্টা। আজ সোমবার পৌনে ৪টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। বৈঠকে উপস্থিত রয়েছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, গবেষণা সংস্থার‍্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক, পলিসি এক্সচেঞ্জার চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক মোস্তফা আবিদ খান, মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর, বাংলাদেশ চেম্বার এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সভাপতির মাহমুদ হাসান খান বাবু, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ। সংবাদ সম্মেলন উপলক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, আজ বিকেল ৪টা ৩০ মিনিটে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। শুল্ক আলোচনার দ্বিতীয় দফার শেষ দিন ছিল ১১ জুলাই। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ আলোচনা হয়। কিছু বিষয়ে সমঝোতা হলেও অনেক বিষয় এখনো নিষ্পত্তি হয়নি। তাই এখনই চূড়ান্ত কোনো চুক্তি হয়নি।

মোহাম্মদপুরে ‘আয়েশা বাহিনী’র প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ‘আয়েশা বাহিনী’র প্রধান মো. আসাদ ওরফে আরশাদ ওরফে আয়েশা (৩৫) এবং তার সহযোগী ইউসুফ (৪০)–কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। র‍্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার সোমবার (১৪ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ‘কব্জিকাটা গ্রুপ’-এর সহযোগী হিসেবে পরিচিত আয়েশা গ্রুপ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাই ও মাদক কারবারে জড়িত ছিল। গ্রেফতার হওয়া দুইজনই এই গ্রুপের সক্রিয় সদস্য। র‍্যাব জানায়, সম্প্রতি আদাবর এলাকায় আয়েশা বাহিনীর নেতৃত্বে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ওই ঘটনায় গত ৩০ জুন আদাবর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। এছাড়া, ২৯ জুন মাদক নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে মাদক ব্যবসায়ী রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আয়েশা ও তার সহযোগীরা। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে র‍্যাব-২ অভিযানে নামে এবং ১৩ জুলাই রাতে আয়েশা ও ইউসুফকে গ্রেপ্তার করে। র‍্যাবের দেওয়া তথ্যমতে, আয়েশার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, ছিনতাই, চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ এখন সচেতন হচ্ছে। জনগণই রুখে দাঁড়ালে এই প্রবণতা বন্ধ হবে। কারও হাতে আইন তুলে নেওয়ার অধিকার নেই। সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা ক্যাম্প ও জেলার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ বিষয়ক এক সভা শেষে তিনি এ কথা বলেন। দুপুর ১২টায় কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে শুরু হওয়া এই সভা শেষ হয় পৌনে ২টায়। সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট ও মাদক পাচার এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু ঘিরে আয়োজিত হয় উচ্চপর্যায়ের এই সমন্বয় সভা। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদক সমাজে নানা উপায়ে ছড়িয়ে পড়েছে। একে রুখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে জনসচেতনতা তৈরিতে। সমাজ থেকে মাদক নির্মূলে সরকারের পাশাপাশি গণমাধ্যমেরও বড় ভূমিকা রয়েছে।’ তিনি জানান, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার কাজ করে যাচ্ছে।’ সভায় অংশ নেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। সভা শেষে বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত বিওপি পরিদর্শন করেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৩০ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। সোমবার (১৪ জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রামে ৫৪ জন, ঢাকা বিভাগের শহরতলিতে ৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭ জন, খুলনায় ২৭ জন, রাজশাহীতে ৩৮ জন, এবং ময়মনসিংহ ও রংপুরে ৩ জন করে ভর্তি হয়েছেন। একদিনে ৩৮৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ হাজার ২১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের। প্রসঙ্গত, গত বছর (২০২৩) ডেঙ্গুতে ছিল ভয়াবহ পরিস্থিতি। সেবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেফতার

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৪ জুলাই) তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান। তিনি বলেন, মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম. কে খায়রুল বাশারকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেফতার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন। গত বছরের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাশার বাহার এবং তার সহযোগীদের বিরুদ্ধে এক হাজারের বেশি শিক্ষার্থীর ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের শাস্তির দাবি জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা।

সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে বাড়েনি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে

দেশে প্রধান সহিংস অপরাধের পরিসংখ্যানে তেমন উল্লেখযোগ্য বৃদ্ধি নেই। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান তুলে ধরে এ দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সোমবার (১৪ জুলাই) বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, চলতি বছর দেশে ব্যাপক হারে অপরাধ বেড়ে গেছে, যা জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পুলিশের সদর দপ্তরের দেওয়া আনুষ্ঠানিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, এই দাবি পুরোপুরি সত্য নয়। বরং গত ১০ মাসে বেশ কয়েকটি বড় অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, এসব তথ্য কোনো অপরাধ প্রবাহ বা মারাত্মক পরিস্থিতির ইঙ্গিত দেয় না। বরং অনেক গুরুতর অপরাধের হার কমে গেছে বা আগের অবস্থায় স্থিতিশীল রয়েছে। মাত্র কয়েকটি অপরাধের হার কিছুটা বেড়েছে। তাই নাগরিকদের সচেতন থাকা প্রয়োজন হলেও, পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। গত পাঁচ বছরের এবং গত ১০ মাসের অপরাধ পরিসংখ্যান দুটি টেবিলে তুলে ধরা হলো। সমস্ত তথ্য পুলিশ সদর দপ্তরের সরবরাহকৃত।

সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করা দরকার

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের কথা স্মরণ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে আন্দোলন যেভাবে বেগবান হয়েছে, সেটা স্মরণ করে তাদের ভূমিকাকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, বাংলাদেশের রাষ্ট্র পুর্নগঠনের ক্ষেত্রে, সেই জন্য আমরা মনে করি প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করার জন্য ব্যবস্থা গ্রহণ দরকার। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৩ তম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। দিনের আলোচ্যসূচি হচ্ছে সংসদে নারী আসন এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ। আলী রীয়াজ বলেন, আজকে ১৪ জুলাই সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের এ অবদান আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারই প্রেক্ষাপটে আমরা সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করবো। আমাদের সবার মনে রাখা দরকার দিনটির, কারণ সবার প্রতিরোধের মুখে ফ্যাসিবাদ শাসনকে ক্রমাগত ক্ষমতা ছাড়তে হয়েছে। তাদের প্রচেষ্টার কারণে আজকে এখানে এসেছি। ২০২৪ সালের ১৪ জুলাইকে স্মরণ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আপনাদের সবার মনে আছে একবছর আগে আমরা কোথায় ছিলাম। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয়েছিল জুলাই মাসে, ১৪ জুলাই বড় ধরনের মোড় ঘুরার দিন। তিনি বলেন, আন্দোলনকারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা রাতের মধ্যে পথে নেমে এসেছিলেন, তাদের সে প্রতিবাদ, তাদের সে বলিষ্ঠ কণ্ঠস্বর, যে প্রতিবাদ, প্রতিরোধ রচনা করেছিল, সেটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে বেগবান করেছিল, একটি পরিবর্তনের দিকে নিয়েছিল। আজকের আলোচনার দুটো বিষয়ে ঐকমত্যে হওয়ার আশা প্রকাশ করে আলী রীয়াজ বলেন, বিশেষ করে রাজনীতিতে, রাষ্ট্রগঠনে, আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারবো। সে জায়গায় একমত হতে পারবো, এক জায়গায় আসতে পারবো। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।

মোহাম্মদপুরে ছিনতাইকারী ‘পানি রুবেল গ্যাং’র ৫ সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাং’র পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতাররা হলেন- মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে অটো শাহীন (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮)। সোমবার (১৪ জুলাই) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, রোববার গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম। গ্রেফতাররা চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় চলাচলকারী নিরীহ জনসাধারণকে জিম্মি করে নিয়মিত ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢাকাসহ ৩ বিভাগে অতিভারী বর্ষণের আভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সোমবার (১৪ জুলাই) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এছাড়া দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আগামী ১৭ জুলাই থেকে এই বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার।

আজ বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে আজ সোমবার বিকেল ৫টা থেকে ট্রেন থামবে না। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ঢাবি এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে বাড়তি মানুষের চাপ এবং হুড়োহুড়ির আশঙ্কা থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল রোববার মেট্রোরেল পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার বিকেল পাঁচটা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান বাস্তবায়নে গঠিত কমিটির সিদ্ধান্তে মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হচ্ছে বলে ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সিদ্ধান্ত শুধু আগামীকালের জন্যই নেওয়া হয়েছে। মেট্রোরেলের সর্বশেষ ট্রেন মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি মানুষের সমাগম হয়, এমন অনুষ্ঠান থাকলে মেট্রোরেলের স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অন্যান্য গন্তব্যের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেশন বন্ধ রাখা হয় বলে জানিয়েছে ডিএমটিসিএল।

দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে আজ। এ উপলক্ষে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে নতুন ফর্মুলা কমিশনের

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের নতুন ফর্মুলা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার ১১তম দিনের সংলাপে পেশ করা প্রস্তাব অনুযায়ী, র‍্যাংক চয়েজ (পছন্দক্রম ভোটে) পদ্ধতিতে প্রধান উপদেষ্টা নির্বাচন করা হবে। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংলাপে বলেছেন, বৃহস্পতিবারের সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনে দুটি প্রস্তাব করা হয়েছিল। আজ একটি সংশোধিত প্রস্তাব দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে সোমবারের মধ্যে প্রস্তাব দিতে বলা হয়েছে। এ নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্য আসা যাবে বলে আশা করছি। চলতি মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা যাবে বলে আশাবাদী। কমিশনের ফর্মুলা অনুযায়ী সংসদের মেয়াদ অবসানের ১৫ দিন আগে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোন কারণে সংসদ ভেঙে গেলে, সংসদ ভঙ্গের ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এক কক্ষের সংসদ গঠিত হলে, প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতা বা চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় উপনেতা বা বিরোধীদলীয় চিফ হুইপ এবং সংসদের তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি নিয়ে ৭ সদস্যের কমিটি গঠিত হবে। যদি দুই কক্ষের সংসদ হয়, তবে উচ্চকক্ষের চেয়ারম্যান, বিরোধীদলীয় ডেপুটি চেয়ারম্যান, উচ্চকক্ষের নেতা, উচ্চকক্ষের বিরোধীদলীয় নেতা, রাষ্ট্রপতির মনোনীত উচ্চকক্ষের একজন সদস্য এবং প্রধান বিরোধীদল ব্যতীত অন্যান্য বিরোধীদলের একজন সদস্যও কমিটিতে অন্তর্ভূক্ত হবেন। কমিটি যদি ঐকমত্যের ভিত্তিতে একজন চূড়ান্ত করতে পারেন, তবে তাঁকেই প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। ঐকমত্য না হলে, প্রধান উপদেষ্টা পদের জন্য সরকারি দল বা জোট এবং প্রধান বিরোধীদল বা জোট পাঁচজনকে মোট ১০ জনের নাম প্রস্তাব করবে। সংসদের উভয় কক্ষের তৃতীয় বৃহত্তম দল দুইজন করে চারজনের নাম প্রস্তাব করবে। কমিটি এই ১৪ জনের নাম নিয়ে সংসদে শুনানি করবে। এর ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি দল বা জোট বিরোধীদলের প্রস্তাব করা পাঁচজনের নাম থেকে একজনকে বাছাই করবেন। একইভাবে বিরোধীদল বা জোট সরকারির দলের পাঁচজনের তালিকা থেকে একজনকে বাছাই করবে। সরকার এবং বিরোধীদল তৃতীয় বৃহত্তম দলগুলোর প্রস্তাবিত চারজনের নাম থেকে একজন করে দুইজনের নাম বাছাই করবে। সংসদের তৃতীয় বৃহত্তম দল সরকারি এবং বিরোধীদলের প্রস্তাবিত ১০ জনের নাম থেকে একজনকে বাছাই করবে। সব পক্ষের বাছাই করা ৫টি নাম নিয়ে কমিটির সদস্যরা র‍্যাংক চয়েজ পদ্ধতিতে ভোট দেবেন। যিনি সর্বোচ্চ ভোট পাবেন, তিনিই হবে প্রধান উপদেষ্টা।

আ.লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির তালিকায় নৌকা প্রতীক থাকবে

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচন কমিশনে (ইসি) নির্বাচনি প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। একইসঙ্গে এখনই শাপলা অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি। রবিবার (১৩ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। আব্দুর রহমানেল মাছউদ জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনি প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনও দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। তাই আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে। এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, যেকোনও দল যেকোনও প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরবর্তী সময়ে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে বলে জানান এই জ্যেষ্ঠ কমিশনার। এর আগে রবিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের প্রতিনিধি বৈঠকে বসেন। বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে। কিন্তু নৌকাকে এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। আইনগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দিতে হবে।’ কমিশন বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্যোগ নেবে বলে জানান তিনি।

চাঁদার টাকাসহ বিএনপি নেতাকে হাতেনাতে ধরল সেনাবাহিনী

রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে চাঁদার টাকাসহ এক বিএনপি নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। রোরবার (১৩ জুলাই) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, গতকাল শনিবার আনুমানিক রাত ৮টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ-২ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় চাঁদা আদায়ের টাকাসহ ২ জন চিহ্নিত চাঁদাবাজ হাতেনাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তাররা হলেন- মো. ইসমাইল হোসেন বাবু এবং তার সহযোগী শেখ সাইফুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ইসমাইল হোসেন বাবু বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি খিলক্ষেত থানার ৯৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব। দীর্ঘদিন ধরে তিনি ও তার সহযোগী সাইফুল ইসলাম ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে, গতকাল বিকেল ৩টায় উত্তরা-১০ নম্বর সেক্টর সংলগ্ন স্লুইস গেট এলাকায় পৃথক একটি অভিযানে চাঁদাবাজির অভিযোগে মো. মিলন ও তার ৫ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- মো. সেলিম রানা, মো. সাইদুল ইসলাম, মো. কাজিম উদ্দিন, মো. আব্দুর রহিম মান্নান এবং মো. রিপন। সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।

বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে।’ রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘এখনও ঐক্যই দরকার। হঠকারীদের স্পেইস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় ঠেকানো যাবে না। বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে।’ তিনি আরও লেখেন, ‘তবে সবারই রেকনিং দরকার আছে।’

গোলাম রাব্বানীর ভাই এএসপি গোলাম রুহানী বরখাস্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই মো. গোলাম রুহানীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়, মো. গোলাম রুহানী কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২৩(ছ) ধারায় এটি পালায়ন হিসেবে গণ্য হওয়ায় তাকে ওই দিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সাময়িক বরখাস্তকালীন সময় তিনি বিধি অনুযায়ী ঘোষিত ভাতা প্রাপ্ত হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।