ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা


ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জেরে বিভিন্ন এলাকায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সফলভাবে প্রতিহত করা হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্ক সাইরেন বাজলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় প্রায়ই হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর পাল্টায় ইসরায়েল ইয়েমেনে বিমান হামলা চালায়।

এদিকে স্থানীয় সময় রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, এসব হামলায় আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল বিধ্বস্ত হচ্ছে, আর আহতদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল বাররো সতর্ক করে বলেন, “ইসরায়েলের বর্তমান নীতি শুধু গাজার জন্য নয়, তাদের নিজেদের নাগরিক এবং বন্দিদের জন্যও ঝুঁকিপূর্ণ। গাজার ওপর মানবিক অবরোধ না তোলা, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা ও গণমাধ্যম নিয়ন্ত্রণ চালিয়ে যাওয়া শাস্তিমূলক পরিণতি ডেকে আনতে পারে।”

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, “গাজার স্কুলগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মানুষ ধ্বংসস্তূপে বসবাস করছে। তাদের প্রতিদিনের সবচেয়ে বড় দুশ্চিন্তা খাদ্য ও সুপেয় পানি সংগ্রহ করা।”

এ পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১৬২ জন, আর বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×