‘মরুভূমিতে উটে চড়তে থাকো’, সৌদি নেতাদের কটাক্ষ ইসরায়েলি মন্ত্রীর


‘মরুভূমিতে উটে চড়তে থাকো’, সৌদি নেতাদের কটাক্ষ ইসরায়েলি মন্ত্রীর

ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হলে, তা ইসরায়েল করবে না। তিনি কটাক্ষ করে বলেন, সৌদিরা ‘মরুভূমিতে উট চড়তে থাকুক।’

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনের বরাতে জানা গেছে, স্মোট্রিচ বলেছেন, “যদি সৌদি আরব আমাদের বলে ফিলিস্তিন রাষ্ট্রের বিনিময়ে স্বাভাবিকীকরণ কর, আমরা বলব—না, ধন্যবাদ। মরুভূমিতে উট চড়তে থাকো, আর আমরা আমাদের অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন চালিয়ে যাব।”

এ সময়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আতিথ্য দেবেন। বৈঠকে ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টিও আলোচনার একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হবে।

সৌদি আরব ইঙ্গিত দিয়েছে, পূর্ব জেরুজালেম যদি ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হয়, অর্থাৎ ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী দুই রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তবেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব। তবে স্মোট্রিচ ও নেতানিয়াহুর ডানপন্থী মন্ত্রিসভা এই শর্তের বিরোধিতা করছেন।

মন্ত্রীর মন্তব্যে বিরোধী নেতা ইয়ায়ার ল্যাপিডসহ অন্যান্য বিরোধীরা ক্ষুব্ধ। ল্যাপিড এক্স-পোস্টে লিখেছেন, “মধ্যপ্রাচ্যকে বদলাতে পারে এমন চুক্তিগুলো এগিয়ে নেওয়ার পরিবর্তে, সরকারের সদস্যরা ক্ষতিকর ও প্রাইমারি স্তরের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মতো কথা বলছেন।”

ল্যাপিড আরবি ভাষায় একটি টুইটে বলেছেন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বন্ধুদের কাছে, স্মোট্রিচ ইসরায়েল রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না।

ইসরায়েলের বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ায়ার গোলানও মন্তব্য করেছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিবর্তে নেতানিয়াহু ও স্মোট্রিচের জোট গাজায় হামাস এবং কাতারের প্রতি সমর্থন বেছে নিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×