বগুড়ায় বিএনপির ৩৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান


বগুড়ায় বিএনপির ৩৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান

বগুড়ার নন্দীগ্রামে একযোগে বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ৩৩ জন স্থানীয় নেতা-কর্মী। বুধবার বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানটি আয়োজন করে স্থানীয় ওয়ার্ড জামায়াত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহসচিব মো. মিজানুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।

নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

নব যোগদানকারীদের শুভেচ্ছা জানিয়ে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “জামায়াতে ইসলামী সবসময় দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী মানুষের জন্য উন্মুক্ত। এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও সুদৃঢ় হবে।”

বিএনপি থেকে জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী, বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম, খোরশেদ মোস্তাকসহ আরও অনেকে। মোট ৩৩ জন নেতা-কর্মী এই দলে যোগ দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×