হুথিদের হাতে আটককাণ্ডের পর সানা ছাড়লেন জাতিসংঘের ১২ কর্মী


হুথিদের হাতে আটককাণ্ডের পর সানা ছাড়লেন জাতিসংঘের ১২ কর্মী

ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের হাতে জাতিসংঘের কর্মীদের আটক করার ঘটনার পর সংস্থাটির ১২ জন আন্তর্জাতিক কর্মী সানা ত্যাগ করেছেন। বুধবার (২২ অক্টোবর) জাতিসংঘ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে হুথি বিদ্রোহীরা সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে ১৫ জন বিদেশিসহ মোট ২০ জন কর্মীকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ইয়েমেনে ইউনিসেফের প্রতিনিধি পিটার হকিন্সও ছিলেন। তবে গত রোববার আটককৃতদের মধ্যে পাঁচজনকে মুক্তি দেওয়া হয়েছে।

বছরের পর বছর হুথিরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করে আসছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই অভিযোগ ও অভিযান আরও বেড়ে গেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক জানান, “আজ সকালে ইয়েমেনের জাতিসংঘ প্রাঙ্গণে আটক ১২ জন আন্তর্জাতিক কর্মী জাতিসংঘের মানবিক বিমান পরিষেবার একটি ফ্লাইটে সানা ত্যাগ করেছেন।”

তিনি আরও বলেন, “তাদের মধ্যে কয়েকজন জর্ডানের আম্মানে স্থানান্তরিত হবেন। ভবিষ্যতে তারা ইয়েমেনে ফিরে যেতে পারেন। আমরা সানায় সীমিত সংখ্যক আন্তর্জাতিক কর্মী রাখার পরিকল্পনা করছি।”

গত দুই বছরে গাজা সংঘাতের সময় ইরানের সমর্থিত ‘প্রতিরোধ অক্ষ’-এর অংশ হিসেবে হুথিরা একাধিকবার লোহিত সাগরের জাহাজ এবং ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার মাধ্যমে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে বলে দাবি করে আসছে।

অন্যদিকে ইসরায়েলও ইয়েমেনে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। গত আগস্টে এক বড় আক্রমণে হুথি প্রশাসনের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন।

হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি সম্প্রতি দাবি করেছেন, আটক জাতিসংঘ কর্মীরা ইসরায়েলি হামলায় সহায়তা করেছেন। তবে জাতিসংঘ এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ আগস্ট বিদ্রোহীরা সানায় তাদের অফিসে হামলা চালিয়ে ১১ জন কর্মীকে আটক করে। এখন পর্যন্ত হুথিদের হাতে সংস্থাটির ৫৩ জন কর্মী আটক রয়েছেন।

একজন হুথি কর্মকর্তা ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, আটক কর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×