হেলিকপ্টার ভ্রমণে এক নতুন দিগন্তের উন্মোচন


হেলিকপ্টার ভ্রমণে এক নতুন দিগন্তের উন্মোচন

দেশের হেলিকপ্টার ভ্রমণে এক নতুন দিগন্তের উন্মোচন হলো আজ। এখন থেকে দেশের বৃহত্তম অনলাইন টিকিট প্লাটফর্ম শেয়ার ট্রিপের মাধ্যমেই বুকিং করা যাবে প্রবাসীর হেলিকপ্টার। সেইসাথে চলতি মাসে মাত্র ৭৮০০ টাকায় হেলিকপ্টারে ঢাকা সিটি ভ্রমণের এক দারুন অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। 

আজ প্রবাসীর হেলিকপ্টার ও শেয়ার ট্রিপের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়।  বসুন্ধরা আবাসিকে শেয়ার ট্রিপের হেড অফিসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রবাসীর হেলিকপ্টারের পক্ষ থেকে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ বাইজিদ আল-হাসান আর শেয়ার ট্রিপের পক্ষ থেকে স্বাক্ষর করেন চিফ সেলস অফিসার শিবলি সাদিক। এসময় উপস্থিত ছিলেন প্রবাসীর হেলিকপ্টারের চেয়ারম্যান রনি রেজা এবং শেয়ার ট্রিপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তি স্বাক্ষরের পর দেশের হেলিকপ্টার এভিয়েশনে উন্মুক্ত হলো আকাশ ভ্রমণের এক নতুন সুযোগ। এখন থেকে শেয়ার ট্রিপের মাধ্যমেই বুকিং করা যাবে প্রবাসীর হেলিকপ্টার।

সাশ্রয়ী খরচে প্রিয়জনকে নিয়ে হেলিকপ্টারে ঘুরে দেখুন গোটা ঢাকা শহর এক অনন্য রোমাঞ্চ ও বিলাসিতার অভিজ্ঞতা। এছাড়াও তারা সেলিব্রেট রাইড নামে একটি নতুন অফার ঘোষণা করেছে। যার মাধ্যমে বিবাহ বার্ষিকী, জন্মদিন অথবা যেকোনো অনুষ্ঠান স্মৃতিময় করা যাবে হেলিকপ্টারের মাধ্যমে। 

চুক্তি স্বাক্ষর উপলক্ষে শেয়ার ট্রিপের কাস্টমারদের জন্য প্রবাসীর হেলিকপ্টার দিচ্ছে মাত্র ৭,৮০০ টাকায় ঢাকা সিটি রাইডের অসাধারণ অফার! যা চলতি মাসের শেষদিন নাগাদ বুকিং করা যাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×