স্বতন্ত্র বাগছাস এখন এনসিপির ‘জাতীয় ছাত্রশক্তি’
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:৫১ এম, ২৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নতুন নামে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’ হিসেবে। স্বাধীন সংগঠন হিসেবে পরিচিত বাগছাস এখন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থিত আবু সাঈদ কনভেনশন হলে আয়োজিত “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় সমন্বয় সভা”-তে আনুষ্ঠানিকভাবে এই নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।