যুদ্ধ থামাতে পুতিনকে প্রভাবিত করতে পারেন শি জিনপিং: দাবি ট্রাম্পের


যুদ্ধ থামাতে পুতিনকে প্রভাবিত করতে পারেন শি জিনপিং: দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইউক্রেন যুদ্ধে শেষ পেতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করার ক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা থাকায় ট্রাম্প এই মন্তব্য করেন।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি বিশ্বাস করি পুতিনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেন শি জিনপিং... আমরা অবশ্যই রাশিয়া-ইউক্রেন বিষয়েও কথা বলব।”

ট্রাম্প তার আগামী সপ্তাহের দক্ষিণ এশিয়া সফরে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সফরে তিনি দক্ষিণ কোরিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও জাপানেও যাবেন। তিনি বলেন, “দক্ষিণ কোরিয়ায় আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করব। আমরা একসঙ্গে অনেক প্রশ্ন, সংশয় এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব।”

প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য থেকে জানা যায়, শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক “খুব ভালো” এবং এই বৈঠক “ফলপ্রসূ” হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এই আলোচনা যুদ্ধে স্থিতিশীলতার নতুন পথ খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×