প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল


প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তিনি ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল।

প্রধান উপদেষ্টার দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, ড. ইউনূসের পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

কর্মকর্তাদের ভাষ্যমতে, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট—বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিজনিত ব্যস্ততার কারণে ড. ইউনূস এ সফর স্থগিতের সিদ্ধান্ত নেন।

এর আগে গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। আমন্ত্রণ পাওয়ার পর থেকেই সৌদি সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয় এবং এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×