গাজার উপরিভাগ বোমামুক্ত করতে ৩০ বছর সময় লাগবে: রিপোর্ট


গাজার উপরিভাগ বোমামুক্ত করতে ৩০ বছর সময় লাগবে: রিপোর্ট

গাজার ভূমি থেকে অবিস্ফোরিত বোমা ও যুদ্ধের ধ্বংসাবশেষ সরাতে ২০ থেকে ৩০ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সাহায্য সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের এক কর্মকর্তা। তিনি গাজাকে এখন “ভয়াবহ মাইনফিল্ড” হিসেবে বর্ণনা করেছেন।

জাতিসংঘের নেতৃত্বাধীন ডাটাবেস অনুযায়ী, দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় অবশিষ্ট বিস্ফোরক ও প্রাণঘাতী ধ্বংসাবশেষের কারণে ইতোমধ্যে ৫৩ জনের বেশি মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

“দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ব্রিটেনের মতো পরিস্থিতি”

হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের বিস্ফোরক নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ নিক অর বলেন, “গাজার পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ব্রিটিশ শহরগুলোর মতো। এখানে বিস্ফোরক অপসারণে দীর্ঘ সময় লাগবে। উপরিভাগের বোমাগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করতে ২০ থেকে ৩০ বছর সময় লাগতে পারে।”

তিনি অভিযোগ করে বলেন, “আমাদের মতো মানবিক সংগঠনগুলো এখনো গাজায় অস্ত্র অপসারণ বা ধ্বংসস্তূপে কাজ শুরু করার অনুমতি পায়নি। প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতেও ইসরায়েলি কর্তৃপক্ষ বাধা দিচ্ছে।”

যুদ্ধবিরতির পরও উত্তেজনা

উল্লেখ্য, গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ইসরায়েল ও হামাস একটি শান্তি পরিকল্পনা চুক্তিতে পৌঁছেছে। এর আওতায় প্রথম ধাপে সব বন্দিকে মুক্তি দেওয়া হয় এবং ইসরায়েলি সেনাদের নির্দিষ্ট সীমার বাইরে প্রত্যাহার করা হয়।

পরদিন, ১০ অক্টোবর সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×