পাকিস্তানে মিলিশিয়া নেতাসহ ছয়জনকে গুলি করে হত্যার পর মরদেহে আগুন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৩৬ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় সরকারপন্থী এক মিলিশিয়া নেতাসহ ছয়জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গুলি করে হত্যার পর হামলাকারীরা তাদের মরদেহে আগুন ধরিয়ে দেয়। বুধবার (২২ অক্টোবর) ভয়াবহ এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন।
দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সশস্ত্র হামলাকারীরা প্রথমে লক্ষ্যবস্তু মিলিশিয়া নেতাকে গুলি করে হত্যা করে। এরপর গাড়িতে থাকা বাকি পাঁচজনও গুলিতে নিহত হন। পরে পুরো গাড়িতে জ্বালানি ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়, যাতে মরদেহগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্থানীয় কর্মকর্তার ধারণা, ভয় সৃষ্টির উদ্দেশ্যেই এভাবে মরদেহে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও প্রশাসনের সন্দেহ, স্থানীয় জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার সঙ্গে জড়িত। সরকারি কর্মকর্তারা জানান, নিহত মিলিশিয়া নেতার কাছে টিটিপি চাঁদা দাবি করেছিল। তিনি দিতে অস্বীকার করায় প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্ত এলাকাগুলোয় সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ইসলামাবাদের দাবি, আফগান তালেবান সরকার টিটিপি সদস্যদের আশ্রয় দিচ্ছে এবং তাদের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাতে সুযোগ দিচ্ছে। তবে কাবুল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। গত ৯ অক্টোবর আফগানিস্তানের ভেতরে এক বিস্ফোরণকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যাতে দুই দেশেরই প্রাণহানি ঘটে এবং সাময়িকভাবে সীমান্ত বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি শান্ত করতে যুদ্ধবিরতি কার্যকর হয়। আগামী শনিবার তুরস্কে এই বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।