পশ্চিম তীর দখল করলে যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে ইসরায়েল: ট্রাম্প


পশ্চিম তীর দখল করলে যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে ইসরায়েল: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি এমনটা ঘটে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন সম্পূর্ণ হারাবে।”

এতে আগে ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরে ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের উদ্দেশ্যে দুটি বিলের খসড়া অনুমোদন করেছে। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে, আরব ও উপসাগরীয় দেশগুলোও তীব্র সমালোচনা করেছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, “এটা ঘটবে না। আমি আরব দেশগুলোর সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছি, তাই তারা এখন এটা করতে পারবে না।”

পশ্চিম তীর দখলের প্রভাব সম্পর্কে তিনি সতর্ক করে বলেন, “যদি তারা এগোতে চায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে।”

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পশ্চিম তীর দখলের প্রচেষ্টা “অত্যন্ত বোকামিপূর্ণ রাজনৈতিক কৌশল” হিসেবে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, ইসরায়েলি পার্লামেন্ট ২৩ জুলাই একটি ঘোষণাপত্র পাস করে, যেখানে পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব সম্প্রসারণের আহ্বান জানানো হয়। ১২০ জন সদস্যের মধ্যে ৭১ জন ভোট দিয়েছেন, ১৩ জন বিরত থাকেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×