তিন দিনব্যাপী নিউইয়র্ক রিহ্যাব এক্সপো শুরু ২২ আগস্ট


তিন দিনব্যাপী নিউইয়র্ক রিহ্যাব এক্সপো শুরু ২২ আগস্ট

আগামী ২২-২৪ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে ‘নিউইয়র্ক রিহ্যাব এক্সপো ২০২৫’। এই এক্সপো দেশীয় রিয়েল এস্টেট ডেভেলপারদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সেতুবন্ধন তৈরি করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

এক্সপো উপলক্ষে সম্প্রতি ভেন্যু পরিদর্শন করেছেন রিহ্যাাব ফেয়ার স্ট্যান্ডিডং কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান মো. আলিম উল্লাহ, কো-চেয়ারম্যান ইমদাদুল হক। তাদের সঙ্গে ছিলেন আয়োজক প্রতিষ্ঠান রাহিন অ্যান্ড রুহান এলএলসির প্রতিনিধিরাও। তারা অনুষ্ঠানের স্থান পরিদর্শনের পাশাপাশি স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, সাংবাদিক ও বাংলাদেশি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।

পরিদর্শন শেষে ইমদাদুল হক বলেন, ‘এই এক্সপোর মূল লক্ষ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের দেশীয় সম্পত্তি খাতে যুক্ত করা, যেন তারা বিনিয়োগ করতে পারেন এবং বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়।’

নিউইয়র্ক রিহ্যাব এক্সপো ২০২৫-এ অংশ নেবে বাংলাদেশের বিভিন্ন নামকরা রিয়েল এস্টেট কোম্পানি, যারা তাদের প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরবেন। এছাড়া এক্সপোতে থাকবে সেমিনার, আইনি পরামর্শ, অর্থনৈতিক পরিকল্পনা এবং সংস্কৃতিক পরিবেশনা- যা প্রবাসী জীবন ও বাংলাদেশের মধ্যে একটি আবেগঘন সংযোগ তৈরি করবে।

কমিউনিটির একজন প্রবীণ সদস্য বলেন, ‘অনেকেই মনে মনে দেশে ফিরে যাওয়ার বা বিনিয়োগ করার কথা ভাবেন। কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে পিছিয়ে থাকেন। এই এক্সপো সেই অভাব পূরণ করবে।’

আগামী আগস্ট মাসের এই তিন দিন ব্যাপী আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলার আশা করছেন আয়োজকেরা। খুব শিগগিরই অংশগ্রহণ ও নিবন্ধনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।

বাংলাদেশ ও প্রবাস- এই দুই জগতকে এক সুতোয় গেঁথে দিতে প্রস্তুত হচ্ছে নিউইয়র্ক। আর সেই গল্পের অন্যতম মঞ্চ হতে চলেছে লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×