কাতারের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদান রয়েছে: ডেপুটি আমির


কাতারের উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদান রয়েছে: ডেপুটি আমির

কাতারে বসবাসরত বাংলাদেশিদের প্রশংসা করেছেন কাতারের ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানি। এসময়  কাতারে বসবাসরত কাতারের উন্নয়নে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি।

গত মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, দোহায় আমিরি দিওয়ানে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের পরিচয় পর্বে তিনি এ মন্তব্য করেন। এই সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে রাষ্ট্রদূতকে দেয়া হয় আনুষ্ঠানিক গার্ড অব অনার, যেখানে কাতার ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে সামরিক বাহিনীর ব্যান্ড দল।

আনুষ্ঠানিকতা শেষে বৈঠকে কাতারের ডেপুটি আমির নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও জনগণের প্রতি কাতারের পক্ষ থেকে অভিনন্দন বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, “কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আমি অত্যন্ত সম্মান করি এবং তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে অবদানের জন্য ধন্যবাদ জানাই।”

বৈঠকে শেখ আব্দুল্লাহ দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। তিনি বিশেষভাবে বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

জবাবে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান বলেন, “প্রবাসী বাংলাদেশিরা যেমন কাতারের উন্নয়নে অবদান রাখছে, তেমনি বাংলাদেশের অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।” তিনি আশা প্রকাশ করেন, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার হলে উভয় দেশই উপকৃত হবে।

রাষ্ট্রদূত কাতারে বাংলাদেশি কর্মীদের নিষ্ঠার কথা তুলে ধরে জানান, চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে তাদের অবদান স্পষ্ট। তিনি কাতারের জন্য বাংলাদেশে ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক বিনিয়োগকে ত্বরান্বিত করতে পারে।

এছাড়াও তিনি কাতারের আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ, বিশেষ করে বৈশ্বিক সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে দেশের ভূমিকার প্রশংসা করেন এবং সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান।

বৈঠকে আমিরি দিওয়ান এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাড়াও বেলজিয়াম, কানাডা, পোল্যান্ডসহ মোট সাত দেশের রাষ্ট্রদূত এদিন ডেপুটি আমিরের কাছে পরিচয়পত্র উপস্থাপন করেন।

উল্লেখ্য, মোহাম্মদ হযরত আলী খান একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। রাষ্ট্রদূত হিসেবে কাতারে যোগদানের আগে তিনি লন্ডনে ডেপুটি হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×