মালদ্বীপে হাইকমিশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩৩ এম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) হাইকমিশনের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান এবং ঢাকা ট্রেডার্সের কর্ণধার ও মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. বাবুল হোসেন।
কর্মসূচির শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করেন মিশন কর্মকর্তারা। পরে আলোচনায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বলেন, যদি বিশ্ব মুসলিম সমাজ মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে, তবে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজতর হবে।
ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ তাঁর বক্তব্যে সর্বকালের শ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “নবীজির (সা.) জীবনাদর্শ যথাযথভাবে অনুসরণ এবং তার নির্দেশনা মেনে চলার মধ্যেই বিশ্ব মানবতার শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও কল্যাণ নিহিত রয়েছে।”
আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি বিশিষ্টজন ও ধর্মপ্রাণ নাগরিকরা অংশগ্রহণ করেন।