লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি


লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি

লিবিয়া থেকে আরও ৩০৯ জন বাংলাদেশি শ্রমিক নিরাপদে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার ত্রিপলি থেকে ছেড়ে আসা ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা শুক্রবার, ১০ অক্টোবর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তায় এবং সে দেশের জাতীয় ঐকমত্যের সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছে দূতাবাস।

প্রত্যাবাসিত এসব বাংলাদেশি এর আগে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করে দূতাবাসে আবেদন করেছিলেন। তাদের অনুরোধ অনুযায়ী দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে, পাশাপাশি লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ করে।

দূতাবাস জানায়, "তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস ও লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।"

লিবিয়া থেকে এই ধরনের প্রত্যাবাসন কার্যক্রম নিয়মিতভাবেই পরিচালনা করছে বাংলাদেশ সরকার ও দূতাবাস, যার মাধ্যমে বিদেশে বিপদে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার পথ সুগম হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×