রেঞ্জ রোভার জিতে আমিরাতে বদলে গেল প্রবাসী বাংলাদেশির ভাগ্য
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:০৮ পিএম, ০৫ অক্টোবর ২০২৫

দীর্ঘ ২৫ বছর সংযুক্ত আরব আমিরাতে শ্রম দিয়ে আসার পর এক প্রবাসী বাংলাদেশির জীবনে এসেছে দারুণ এক মোড়। শারজাহ প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবী সম্প্রতি 'বিগ টিকিট' লটারির ড্রিম কার সিরিজে বিজয়ী হয়ে জিতে নিয়েছেন নতুন একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি।
সাইফুল বর্তমানে শারজাহতে একটি গাড়ির যন্ত্রাংশের দোকানে কর্মরত। 'গালফ নিউজ'-এর এক প্রতিবেদনে রোববার, ৫ অক্টোবর এই খবর নিশ্চিত করা হয়।
৪৩ বছর বয়সী এই বাংলাদেশি গত আড়াই দশক ধরে আমিরাতে বসবাস করছেন। গত তিন-চার বছর ধরে তিনি ১০ জনের একটি দলের সঙ্গে মিলে নিয়মিত 'বিগ টিকিট' কিনতেন। তবে এবারের ড্রিম কার সিরিজ ২৭৯-এ তিনি একাই অংশ নেন এবং নিজের কেনা ০২২১১৮ নম্বর টিকিটে মিলিয়ে নেন পুরস্কার।
ভাগ্য খুলে যাওয়ার অনুভূতি জানাতে গিয়ে সাইফুল বলেন, “সংবাদটা পাওয়ার পর আমি আনন্দে বিশ্বাসই করতে পারিনি। এখনও ঠিক বুঝে উঠতে পারছি না গাড়িটা নিয়ে কী করব, তবে আমি জানি, এটা আমার ভাগ্যেই লেখা ছিল।”
পরিবার দেশে রেখে একা শারজাহতেই থাকেন তিনি। আর তার সৌভাগ্যের দিনটিতেই ঘটে আরেক আশ্চর্য ঘটনা; একই ড্রতে আরেক প্রবাসী বাংলাদেশি, হারুন সরদার নূর নবী সরদার, জিতে নিয়েছেন ২ কোটি দিরহামের বিশাল জ্যাকপট।
সাইফুল এখানেই থামতে রাজি নন। আগামীতেও নিজের ভাগ্য পরীক্ষা করে যেতে চান তিনি। তার ভাষায়, “অবশ্যই আমি (ভাগ্য পরীক্ষা করা) চালিয়ে যাব। আমার পরামর্শ একটাই; চেষ্টা চালিয়ে যাও, একদিন তোমার ভাগ্যও খুলবে।”
দীর্ঘ পরিশ্রমের পর এই পুরস্কার যেন সাইফুলের জীবনে আশার নতুন দিগন্ত উন্মোচন করেছে।