ওমানে সড়ক দুর্ঘটনায় একই এলাকার ৭ বাংলাদেশির মৃত্যু
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫৫ পিএম, ০৮ অক্টোবর ২০২৫

ওমানের দুকুম অঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাতজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বুধবার (৮ অক্টোবর) বিকেলে সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে, যা প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এনেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা সেদিন মাছধরা শেষ করে একটি মাইক্রোবাসে করে ফিরছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের মরদেহ বর্তমানে দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মারা যাওয়া সবাই সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা ছিলেন। একই ইউনিয়নের সাতজনের মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ প্রসঙ্গে সারিকাইতের এক বাসিন্দা বলেন, "একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।"
ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদারকি করছে স্থানীয় বাংলাদেশ দূতাবাসও।