ইসরায়েলের কারাগার থেকে মুক্তি ৩৭০০ ফিলিস্তিনির, এখনও আটক ১১৪৬০
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:৪৩ এম, ১৫ অক্টোবর ২০২৫

দীর্ঘদিন ধরে ইসরায়েলের কারাগারে বন্দি থাকার পর, সোমবার ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন সাম্প্রতিক যুদ্ধবিরতির আওতায়। তবে এখনো ইসরায়েলের কারাগারগুলোতে আটক রয়েছেন ১১ হাজার ৪৬০ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ৪০০ শিশু রয়েছে। এই তথ্য জানিয়েছে একটি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা।
মুক্তি পাওয়া বন্দিদের দু’টি ধাপে কারাগার থেকে মুক্ত করা হয়। প্রথম দফায়, পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত ‘ওফের’ কারাগার থেকে ১,৯৬৮ জনকে মুক্তি দিয়ে তাদের খান ইউনিসে পাঠানো হয়। এরপর দ্বিতীয় ধাপে, দক্ষিণ ইসরায়েলের একটি কারাগার থেকে ১,৭১৮ জন বন্দি ছাড়া পান। এদের মধ্যে অনেকে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান চলাকালে গ্রেপ্তার হয়েছিলেন।
যদিও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও গাজা উপত্যকায় প্রাণহানির ঘটনা থেমে নেই। সোমবার গাজা সিটির সেজায়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, নিহত ব্যক্তিরা তাদের ‘হলুদ সীমা’ অতিক্রম করার সময় গুলিবিদ্ধ হন। আইডিএফ এও জানায়, “নিহতদের কাছে কোনো অস্ত্র ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।”
অন্যদিকে, গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৩৩ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই মৃত্যুদণ্ড একটি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে।