ক্রিকেটে ছেলেদের সমান ভাতা পাবে মেয়েরা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:০৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য এসেছে কাঙ্ক্ষিত এক পরিবর্তনের বার্তা। বিদেশ সফরের সময় দৈনিক ভাতা ও ট্যুর ফিতে এবার থেকে পুরুষ ক্রিকেটারদের সঙ্গে সমান সুবিধা পাবেন নারী খেলোয়াড়রাও।
দেশের নারী ক্রিকেটের অনেক প্রাপ্তিই এখনও অসম্পূর্ণ, এমনটি জানিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার অভিযোগ, "অনেক ক্ষেত্রেই আমরা বৈষম্যের শিকার। বেতন, ম্যাচ ফিসহ আর্থিক সুযোগ-সুবিধা ছেলেদের মতো দেওয়া হয় না আমাদের।"
অধিনায়কের এ বক্তব্য একেবারে অমূলক নয়। বাস্তবে পুরুষ ও নারী ক্রিকেটারদের আর্থিক সুযোগ-সুবিধায় স্পষ্ট ফারাক ছিল দীর্ঘদিন। তবে অবশেষে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমতা আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা এবং ট্যুর ফি পুরুষদের সমান করার সিদ্ধান্ত জানালেন বিসিবির নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
এখন পর্যন্ত জাতীয় দলের পুরুষ ক্রিকেটাররা বিদেশ সফরের সময় প্রতিদিন ৭৫ ডলার ভাতা এবং ৪০ ডলার ট্যুর ফি, সর্বমোট ১১৫ ডলার পেয়ে থাকেন। বিপরীতে নারী দলের সদস্যরা পেতেন কেবল ৭৫ ডলার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জ্যোতিদেরও মিলবে সমপরিমাণ ১১৫ ডলার।
নারী বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম বোর্ডের সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন।