সাউথ জার্সিতে ‘জিম হুইলান স্মৃতি’ পুরস্কার পেলেন বাবুল

  • প্রকাশঃ ০২:৫২ পিএম, ০৮ মার্চ ২০২৫

সাউথ জার্সিতে ‘জিম হুইলান স্মৃতি’ পুরস্কার পেলেন বাবুল
জহিরুল ইসলাম বাবুল

যুক্তরাষ্ট্রের সাউথ জার্সিতে ‘জিম হুইলান স্মৃতি পুরস্কার’ পেয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল।

রোববার (২ মার্চ) এগ হারবারের রিনাল্ট ওয়াইনারির মিলনায়তনে অনুষ্ঠিত আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির ৫০তম বার্ষিক কনভেনশনে তাকে এ পুরস্কার দেওয়া হয়। ডেমোক্র্যাটিক পার্টির অগ্রযাত্রা ও কমিউনিটি সেবায় অবদান রাখায় তিনি এই পুরস্কার লাভ করেন। পার্টির চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে তার হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন।

কনভেনশনে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, দক্ষিণ এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা আব্দুর রফিক, সোহেল আহমদ, সুব্রত চৌধুরী, হাবিব রেহমান, ইশরাত জাহান, লাকি চৌধুরী উপস্থিত ছিলেন।

কুমিল্লা সদরের কৃতি সন্তান জহিরুল ইসলাম বাবুল ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে আসেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নির্বাচিত সভাপতি হিসাবে তিনি দীর্ঘ দিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর গতিশীল নেতৃত্বে এটি সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। বিশেষ করে করোনাকালীন তাঁর নেতৃত্বে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির বিভিন্ন জনহিতকর ও কল্যাণমূলক কর্মসূচি বাংলাদেশ কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। তাঁর গতিশীল ও দূরদর্শি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের মূলধারার নেতৃত্বের দৃষ্টি আকর্ষণেও সক্ষম হয়।

চার সন্তানের বাবা জহিরুল ইসলাম বাবুল আটলান্টিক সিটি গভর্নমেন্টের মার্কেন্টাইল দপ্তরে সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×