ওল্ডহামে নেবট্রার উদ্যোগে ভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশঃ ১১:১৪ এম, ০২ মার্চ ২০২৫

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইংল্যান্ডের নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (নেবট্রা) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) ওল্ডহামের দিঅ্যাম্পায়ার ব্যাঙ্কয়েটিং হলে এ সভা অনুষ্ঠিত হয়।
নেবট্রার সভাপতি এমজি কিবরিয়ার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক সারওয়ার হোসেনের পরিচালনায় সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ জামাল আহমেদ মিজান। স্বরচিত কবিতা পাঠ করেন জাহান আলম।
সভায় বক্তব্য দেন নেবট্রার উপদেষ্টা ফারুক যোশী ও গনি চৌধুরী, সহ-সভাপতি তৈয়বুর রহমান শ্যামল ও শাহ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ মোবাশ্বির আলী।
বক্তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এমজি কিবরিয়া বলেন, ‘বিলেতে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষাকে গ্রহণযোগ্য করতে হলে ব্রিটিশ বাংলাদেশী মা-বাবাদেরকে আরো সচেতন হতে হবে। বাসায় সন্তানদের সাথে বাংলায় কথা বলতে হবে। বাংলা লেখা শিখতে তাদেরকে উৎসাহিত করতে হবে।
সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন উপদেষ্টা গনি চৌধুরী।