নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ ১২ এপ্রিল

  • প্রকাশঃ ১২:২১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ ১২ এপ্রিল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে ১৪৩২ বাংলা বর্ষবরণের ঘোষণা দিয়েছে ‘এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড’। দুই দিনের বৈশাখ বরণের এই উৎসবের এক দিন ১২ এপ্রিল টাইমস স্কোয়ারে এবং পর দিন ১৩ এপ্রিল জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় হবে। 

হোস্ট সংগঠনের পক্ষ থেকে শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে বৈশাখ বরণের এ ঘোষণা দেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও প্রথিতযশা শিল্পী রথীন্দ্রনাথ রায়। 

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের প্রধান বিশ্বজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলা বর্ষবরণ ঘোষণার এই অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়কে আহ্বায়ক এবং অভিনেত্রী লুৎফুন্নাহার লতা এবং নৃত্যশিল্পী বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসানকে শুভেচ্ছা দূত করা হয়। এরপর রথীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে তিনটি দেশাত্মবোধক গান পারিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

এর আগে, গেল ২২ জানুয়ারি নিউইয়র্ক স্টেটের সর্বোচ্চ আইনপ্রনয়নকারী সংস্থা স্টেট সিনেট সর্বসম্মত সিদ্ধান্তে পহেলা বৈশাখকে এই অঙ্গরাজ্যের বাংলা নববর্ষ হিসাবে স্বীকৃতি দেয়। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্রের স্বীকৃতি হিসাবে ও এই রাজ্যে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি দৃঢ় করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

পহেলা বৈশাখ বাঙালির জীবনে অতি গুরুত্বপূর্ণ সেকথা উল্লেখ করে সিদ্ধান্তটিতে বলা হয়, ‘প্রতি বছরই বিপুল সমারোহে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। ২০২২ সাল থেকে দিবসটি নিউইয়র্কের টাইমস স্কয়ারে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়ে আসছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×