আটলান্টিক সিটিতে কৃষ্ণভক্তদের উদ্যোগে ধর্মসভা অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৭:১৪ পিএম, ২৮ জানুয়ারী ২০২৫

আটলান্টিক সিটিতে কৃষ্ণভক্তদের উদ্যোগে ধর্মসভা অনুষ্ঠিত

আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে কৃষ্ণভক্তদের উদ্যোগে ধর্মসভা সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

আটলান্টিক সিটির ১৪১১ পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে অনুষ্ঠিত সভায় ছিল হরিনাম সংকীর্তন, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি।

সভায় পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রম্মচারি শুভানন্দ দাস কৃষ্ণভক্তদের কৃতার্থ করেন।
       
তিনি বলেন, ‘ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।’

অন্য আলোচকরা বলেন, ‘ধর্মচর্চা মানুষকে পরিশুদ্ধ করে এবং অন্য ধর্মের মানুষের প্রতি সহনশীল হতে শেখায়। তাছাড়া ধর্ম নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে সহায়তা করে।’

কৃষ্ণভক্ত সুমন মজুমদার, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, গঙ্গা সাহা, সুপ্রীতি দে, প্রদীপ দে, বিউটি দাশ, মেরি দে, দীপা দে জয়া, সুনীল দাশ, ক্ষমা সরকার, ধীমান পাল, মিনু নন্দী, সেন্টু সরকার ধর্মসভার বিভিন্ন পর্বে অংশ নেন।
               
ধর্মসভায় অংশগ্রহণকারী ভক্তবৃন্দের সম্মিলিত কোরাসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর, ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’ এ অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে সবার মনপ্রাণ।

সভায় অংশগ্রহণকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×