জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি: রিজভী


জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া ‘জুলাই সনদ’ নিয়ে তাঁর দল ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এ সনদ বিষয়ে একটি গঠনমূলক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর নবগঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, “গণতন্ত্রে বিশ্বাস করলে আলোচনা ও সংলাপের মাধ্যমেই যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। আমরা আশাবাদী, জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে।”

সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান আন্তর্জাতিক মিডিয়ায় বক্তব্য রেখেছেন। তাঁর কথার মধ্যে কোনো দলীয় পক্ষপাত ছিল না। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বিনাশ নয়, বরং ঐক্যের বার্তা দিয়েছেন। অপরাধীদের বিচারের কথা বলেছেন আইনানুগ প্রক্রিয়ায়।”

বিএনপির এই নেতা আরও বলেন, “তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, জাতীয় ঐক্যের আহ্বানই ছিল তাঁর মূল বার্তা। দেশের সুশীল সমাজ, পেশাজীবী মহল ও সাধারণ মানুষের মধ্যে তাঁর বক্তব্য ইতিবাচকভাবে গৃহীত হয়েছে।”

কৃষি খাত প্রসঙ্গে রিজভী বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচিতে কৃষি খাতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে কৃষকেরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এ বিষয়ে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-কে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

তিনি জানান, অ্যাব এমন একটি নীতিমালা প্রণয়ন করবে, যাতে কৃষকদের স্বার্থ রক্ষা পায় এবং সাধারণ মানুষ উপকৃত হয়। “এই দিকনির্দেশনা ও প্রেরণার উৎস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,” বলেন রিজভী।

অনুষ্ঠানে অ্যাবের নবগঠিত কমিটির আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লবসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×