এনসিপি শাপলাই পাবে: হাসনাত আবদুল্লাহ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:৪০ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দৃঢ়ভাবে দাবি করে চলেছে তারা নির্বাচনে শাপলা প্রতীকই পাবে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন, "এনসিপি শাপলাই পাবে।"
হাসনাতের এই ঘোষণার পর আবারও সামনে এসেছে নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির প্রতীক সংক্রান্ত টানাপোড়েন। কারণ, নির্বাচন কমিশনের বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এটি বরাদ্দ দেয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। হাসনাতের বক্তব্য আসে ঠিক এই মন্তব্যের পরপরই।
দীর্ঘদিন ধরেই এনসিপি শাপলা প্রতীক পাওয়ার দাবিতে অনড় অবস্থানে রয়েছে। এ নিয়ে দলটি একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে, পাঠিয়েছে চিঠিও। শুধু তাই নয়, দলটির নেতারা বিভিন্ন সময় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে রাজপথে আন্দোলনের মাধ্যমেও এই প্রতীক আদায় করা হবে। এমনকি নির্বাচনে অংশগ্রহণ নিয়েও তারা ভাবতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে, নির্বাচন কমিশনের অবস্থান একেবারেই স্পষ্ট। তাদের মতে, শাপলা প্রতীক অনুমোদিত তালিকায় না থাকায় তা বরাদ্দের কোনো সুযোগ নেই। এবার কমিশনের পক্ষ থেকে বিষয়টি একরকম চূড়ান্তভাবেই জানিয়ে দেয়া হয়েছে এনসিপিকে।