চট্টগ্রামে কোটি টাকার জাল ডলার-ইউরোসহ গ্রেপ্তার ১
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৫৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার নুর নগর হাউজিং থেকে কোটি টাকারও বেশি মূল্যের জাল ডলার ও ইউরো উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে তামজিদ নামে এক যুবককে আটক করা হয়েছে।
র্যাব-৭ এর একটি দল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুর নগর হাউজিং সোসাইটির একটি ভবনের ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তামজিদ স্বীকার করেছেন, “শুটিং পারপাসে” ব্যবহার দেখিয়ে এসব জাল মুদ্রা নগরের আন্দরকিল্লার অংকুর প্রিন্টার্সে তৈরি করা হতো। পরে অনলাইন মার্কেটপ্লেস দারাজের মাধ্যমে সেগুলো বিক্রি করা হতো। গত চার মাস ধরে তিনি এই অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন বলে জানিয়েছে র্যাব।
অভিযানে তামজিদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, সাতটি ক্রেডিট কার্ড, একটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। র্যাব জানিয়েছে, উদ্ধার করা জাল নোটগুলোর কিছুতে ‘শুটিং’ শব্দ লেখা থাকলেও অনেকগুলিতে কোনো চিহ্ন ছিল না।
র্যাবের কর্মকর্তারা বলেন, “বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, শুটিং বা অন্য কোনো উদ্দেশ্যেই কেউ জাল নোট তৈরি করার অনুমতি পায় না।”