জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি ইসলামী আন্দোলনের


জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি ইসলামী আন্দোলনের

আসন্ন জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার আগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবি জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “নির্বাচনের আগে আইনি ভিত্তি নির্ধারণ না হলে জুলাই সনদ গুরুত্বহীন হয়ে পড়বে। এতে জাতীয় নির্বাচনও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।”

মঙ্গলবার রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত আয়োজিত মানববন্ধনের অংশ হিসেবে মতিঝিল শাপলা চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই সনদের আইনি স্বীকৃতি, পিআর পদ্ধতিতে নির্বাচন, সমান নির্বাচনী পরিবেশসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ সাতটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করে ইসলামী আন্দোলন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে গাজী আতাউর রহমান বলেন, “নির্বাচন কমিশন একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। বর্তমান নির্বাচন কমিশনও অতীতের মতোই পক্ষপাতদুষ্ট। একটি দলকে ক্ষমতায় নিতে কারসাজি করছে।” তিনি আরও বলেন, “সব রাজনৈতিক দলই জুলাই সনদের পক্ষে। সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না। মৌলিক সংস্কারের পথে বাধা দেওয়া কিংবা জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা চলবে না।”

তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে জনগণের দাবি হিসেবেও উল্লেখ করেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব আহমদ আবদুল কাউয়ুম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×