৩২ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক রিজার্ভ, ৩১ মাসের রেকর্ড ভাঙল আজ


৩২ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক রিজার্ভ, ৩১ মাসের রেকর্ড ভাঙল আজ

দীর্ঘ ৩১ মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারের ঘর ছুঁয়েছে, যা অর্থনীতিতে এক ধরনের স্থিতিশীলতা ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে। আজ মঙ্গলবার আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে আরও ৩ কোটি ৮০ লাখ ডলার সংগ্রহ করার পর, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত BPM6 মানদণ্ড অনুসারে, বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ২০ বিলিয়ন ডলার।

রপ্তানি আয় ও প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক সেটি নিয়ন্ত্রণে আনতে সক্রিয়ভাবে মুদ্রা কিনছে। এর ফলে ডলারের দাম হঠাৎ পড়ে যাওয়ার আশঙ্কা প্রশমিত হয়েছে। জুলাই থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার কিনেছে, যার প্রভাবে ডলারের বিনিময় হার এখন ১২২ টাকায় স্থিত রয়েছে। উল্লেখযোগ্য যে, চলতি বছরের জুলাইয়ে এটি নেমে গিয়েছিল ১১৯ টাকা ৫০ পয়সায়।

রিজার্ভ বৃদ্ধির এই ধারা মূলত শুরু হয় বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে। আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে, গত জুলাইয়ের শেষে রিজার্ভ নেমে গিয়েছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। সেখান থেকে এখন পর্যন্ত বেড়েছে ৬ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

২০২১ সালের আগস্টে দেশে রিজার্ভ প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছিল। কিন্তু এরপর টানা পতনের মধ্য দিয়ে ২০২৩ সালের ৮ মার্চে এটি ৩২ বিলিয়নের নিচে নেমে আসে। একই বছরের জুন থেকে আইএমএফের নির্দেশনা অনুযায়ী BPM6 পদ্ধতিতে রিজার্ভ হিসাব করা শুরু হয়, তখন এই পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, মানি লন্ডারিং প্রতিরোধে কঠোর পদক্ষেপের ফলে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় পৌঁছেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। চলতি অর্থবছরের শুরুর দিন থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এসেছে আরও ৮৮৭ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৪০ শতাংশ বেশি। এ সময় রপ্তানিও বেড়েছে প্রায় ৬ শতাংশ। পাশাপাশি আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে পাওয়া ঋণও রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×