আইএমএফের পূর্বাভাস: জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৯%, মূল্যস্ফীতিও কমার সম্ভাবনা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:৩২ এম, ১৫ অক্টোবর ২০২৫

বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আরও এক দফা কমিয়ে এনেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশে নামতে পারে।
মঙ্গলবার প্রকাশিত আইএমএফ-এর ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এই নতুন পূর্বাভাস তুলে ধরা হয়েছে। এর আগে গত জুলাইয়ে সংস্থাটি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৪ শতাংশ হবে বলে জানায়। আর তারও আগে, এপ্রিল মাসে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
আইএমএফ-এর এই সাম্প্রতিক পূর্বাভাস বিশ্বব্যাংকের তুলনায় কিছুটা বেশি হলেও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আকাশচুম্বী পূর্বাভাসের নিচে অবস্থান করছে। বিশ্বব্যাংক গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছিল, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৪ দশমিক ৮ শতাংশ হারে বাড়তে পারে। অন্যদিকে এডিবির হিসাব অনুযায়ী, প্রবৃদ্ধির হার হতে পারে ৫ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সাময়িক তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশে। করোনা-পরবর্তী সময়ের মধ্যে এটি ছিল সর্বনিম্ন প্রবৃদ্ধি।
প্রবৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতির ক্ষেত্রেও কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতির হার নেমে ৮ দশমিক ৪ শতাংশে আসতে পারে। পরবর্তী অর্থবছরে এ হার আরও কমার সম্ভাবনা রয়েছে।
বিবিএসের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক শূন্য ৩ শতাংশ, যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
বিশ্ব অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে আইএমএফ জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ হারে শুল্কারোপসহ নানা ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে এখনও অস্থিরতা বিরাজ করছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, “অর্থনৈতিক এই অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে প্রবৃদ্ধির গতি কমে যাবে।” আইএমএফের ধারণা অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ২ শতাংশ।