জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে বলেছি, তাই বহিষ্কৃত: মুনতাসির
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৩৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সাময়িকভাবে বহিষ্কৃত মুনতাসির সামাজিক যোগাযোগমাধ্যম ও দলীয় অন্দরে প্রকাশ করেছেন তার আক্ষেপ ও অভিযোগ। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, “আমি এনসিপির বিরুদ্ধে কিছু বলিনি, আমি শুধু জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে কথা বলেছি।” তবে এই বক্তব্যের জন্য তাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
মুনতাসির অভিযোগ করেছেন, দলের উপদেষ্টা মাহফুজ দলের সদস্য নন, তিনি কেবল তথ্য উপদেষ্টা হিসেবে কাজ করেন। কিন্তু মাহফুজের ভাই মাহবুব কীভাবে রেড ক্রিসেন্টের আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করেন, তা বড় প্রশ্নবিদ্ধ। মুনতাসিরের ভাষ্যক্রমে, মাহবুব তাকে সরাসরি হুমকি দিয়েছেন, “আমি উপদেষ্টা মাহফুজের ভাই, তুই মুনতাসিরকে আমি খেয়ে দেবো, তোর চাকরি আমি খেয়ে দেবো।” মুনতাসির পাল্টা জবাব দিলে পরিস্থিতি আরও তীব্র হয়ে যায়।
মুনতাসির আরও উল্লেখ করেছেন, মাহবুব ওই ঘটনার পরে চেয়ারম্যানের কক্ষে ঢুকে ওসি ও অন্যান্য পুলিশকে নির্দেশ দেন যে, তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং বাকি সবাইকে সরিয়ে দিতে হবে। পরবর্তীতে এটি অতিরিক্ত পুলিশবলের উপস্থিতি এবং ডিসির চাপের আকার নেয়। মুনতাসির দাবি করেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ এবং পিটুনী চালায়, এতে অনেকেই আহত হন।
ঘটনার প্রেক্ষিতে ১২ অক্টোবর এনসিপি মুনতাসিরকে দল থেকে অব্যাহতি প্রদান করে। এছাড়া, তিনি রেড ক্রিসেন্টে চাকরি হারানোর অভিযোগও তুলেছেন। মুনতাসির ফেসবুক পোস্টে লিখেছেন, “জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে বলেছি।” তিনি আরও জানান, আজ সন্ধ্যা ৭টায় বাংলামোটর কেন্দ্রীয় অফিসে উপস্থিত হয়ে দর্শানো নোটিশের লিখিত জবাব দেবেন।