জুলাই সনদ নিয়ে এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ


জুলাই সনদ নিয়ে এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষরের আগে সনদের বাস্তবায়ন আদেশের খসড়া দেখতে চাওয়ার শর্ত দিয়েছে, যা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ‘দুঃখজনক’ বলে আখ্যায়িত করেছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ চত্বরে কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, ‘আমরা বুঝতে পারি, এটা তাদের একটি রাজনৈতিক অবস্থান। তবে এখনো আমরা আশাবাদী, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা (এনসিপি) সনদে স্বাক্ষর করবে।’

এর আগে এনসিপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ নিয়ে তিনটি দাবির কথা জানান। তিনি বলেন, প্রথমত, সনদের বাস্তবায়ন আদেশ এবং গণভোটের চূড়ান্ত প্রশ্ন জনগণের সামনে আনতে হবে। দ্বিতীয়ত, এই আদেশ মূলত জনগণের সার্বভৌম মতামতের প্রকাশ হিসেবে ড. ইউনূসের মাধ্যমে জারি হতে হবে। তৃতীয়ত, যদি গণভোটে জনগণ সনদকে সমর্থন করে, তবে ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো কার্যকারিতা থাকবে না এবং নতুন সংসদ সংবিধান সংস্কারের মাধ্যমে ২০২৬ সালে একটি নতুন সংবিধান প্রণয়ন করবে যার নাম হবে ‘বাংলাদেশ সংবিধান-২০২৬’।

বর্তমান পরিস্থিতিতে কমিশনের অবস্থান হলো, সনদে স্বাক্ষরের পরই বাস্তবায়নের জন্য সুপারিশ সরকারকে দ্রুত জমা দেওয়া হবে।

আলী রীয়াজ বলেন, ‘কমিশন আগেই বলেছে সনদ স্বাক্ষরের পর বাস্তবায়নের সুপারিশ যত দ্রুত সম্ভব সরকারকে দেবে। আমরা আশা করি, তারা সনদে স্বাক্ষর করবে।’

জুলাই জাতীয় সনদের ৮৪টি প্রস্তাবনার মধ্যে কেবল একটি বিষয়ে এনসিপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। এই মতানৈক্যও কমিশনের চোখে গঠনমূলক, কারণ এনসিপি চায় আগামী নির্বাচনে ১৫ শতাংশ আসনে নারীদের সরাসরি নির্বাচন, যেখানে কমিশনের প্রস্তাবে এই হার ৫ শতাংশ।

এ বিষয়ে আলী রীয়াজ বলেন, ‘আমাদের প্রস্তাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে তাদের ভিন্নমত নেই। এটা বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটা রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×