শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, ঘোষণা নতুন কর্মসূচির
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

সরকারি সহায়তায় বাড়িভাড়া বাবদ মূল বেতনের ২০ শতাংশ দাবি ও দুটি অন্যান্য দাবি আদায়ে পাঁচদিন ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় 'লং মার্চ টু যমুনা' কর্মসূচি স্থগিত করেছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। এর পরিবর্তে তারা ঘোষণা দিয়েছেন ২৪ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর আমরণ অনশনে যাওয়ার।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষক নেতারা এই ঘোষণা দেন।
এর আগে একই দিন বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশে পদযাত্রা করার কথা ছিল শিক্ষক-কর্মচারীদের। তবে সেই পরিকল্পনা স্থগিত করে শিক্ষকরা জানান, তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে দুপুরে শিক্ষক আন্দোলনের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে। কিন্তু বৈঠকের পর শিক্ষক নেতারা অভিযোগ করেন, উপদেষ্টা তাদের সঙ্গে প্রহসনমূলক আচরণ করেছেন।
আন্দোলনের পক্ষে নেতৃত্ব দেওয়া ‘বেসরকারি শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘যে রাষ্ট্র ৬ লাখ শিক্ষক-কর্মচারীর ডাল-ভাতের ব্যবস্থা করতে পারে না, সে রাষ্ট্রের উচিত শিক্ষাব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দেওয়া।’
তিনি আরও বলেন, ‘শিক্ষাব্যবস্থা বন্ধ করে ছুটি দেওয়া হোক। আমরা সিএনজি চালিয়ে, রিকশা চালিয়ে ও কৃষিকাজ করে আমাদের বাচ্চাদের নিয়ে জীবন যাপন করব।’
‘আমরা উপদেষ্টাকে বলেছি, আপনি আমাদের বাবার মতো। আমাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আমাদের প্রত্যাশা, আপনি আমাদের ডাল-ভাতের ব্যবস্থা করে দেন। তার সামনে কান্না করেছি। কিন্তু তিনি তার বক্তব্যে অনড়,’ বলেন তিনি।
আজিজী জানান, ‘আমরা তাকে সর্বশেষ প্রস্তাব দিয়েছিলাম যে এ বছর বাড়িভাড়া ১০ শতাংশ বৃদ্ধি করুন। আর আগামী বাজেটে আরো ১০ শতাংশ বৃদ্ধি করবেন। প্রজ্ঞাপনে বিষয়টি সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে। কিন্তু তিনি আমাদের প্রস্তাব বিবেচনা করেননি।’
জানা গেছে, শিক্ষকদের চলমান আন্দোলনের মূল দাবির মধ্যে রয়েছে বাড়িভাড়া বাবদ বেতনের ২০ শতাংশ (সর্বনিম্ন ৩ হাজার টাকা) প্রদানের বিষয়টি। তবে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেয়ার, যা শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন।
দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শিক্ষকরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত কোনো অবস্থান থেকে তারা পিছু হটবেন না।