নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার শেষ হবে: অ্যাটর্নি জেনারেল


নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার শেষ হবে: অ্যাটর্নি জেনারেল

জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে, আর তার আগেই জুলাই মাসে সংঘটিত আলোচিত কয়েকটি হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ করার ইঙ্গিত দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কুষ্টিয়ায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনের পূর্বে কিছু জুলাই হত্যাকাণ্ডের মামলার বিচার সম্পন্ন হবে।

তিনি স্পষ্ট করে জানান, “জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এর থেকে বেশি দ্রুততার সঙ্গে বিচারকার্য শেষ করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।”

বিচারিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলাজট কমাতে বিচার বিভাগে নানা কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এর সুফলও দেখা যাচ্ছে।

শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “শহীদ আবরার ফাহাদের বিচারকাজ যাতে দ্রুত শেষ হয়, সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। আসামিপক্ষ আপিল বিভাগে গেছে। আশা করা যায়, খুব শিগগির বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে।”

এর আগে কুষ্টিয়া আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় অ্যাটর্নি জেনারেল স্থানীয় আইনজীবীদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সভাটি সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি হারুন অর রশিদ। সেখানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ আরও অনেকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×