সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে বিপুল পরিমাণ অর্থের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে এ মামলা দুটি দায়ের করা হয়।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান মামলার বাদী হিসেবে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাগুলো দাখিল করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, সাবের হোসেন চৌধুরী তার বৈধ আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে ১২ কোটি ২৫ লাখ টাকার সম্পদ অর্জন করে তা নিজের দখলে রেখেছেন। একইসঙ্গে ১৯৮৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তার নামে থাকা ২১টি ব্যাংক হিসাবে মোট ১২৪ কোটি ৬১ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এ সব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারার আওতায়।

এদিকে, রেহানা চৌধুরীর বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ এনে আরেকটি মামলা করেছে দুদক। অভিযোগে বলা হয়েছে, তিনি জ্ঞাত আয়ের উৎস ছাড়াই ২৬ কোটি ৯৭ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন এবং তা নিজ দখলে রেখেছেন।

রেহানার নামে ১৯৯৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনটি ব্যাংক হিসাবে মোট ১৫০ কোটি ৮৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য রয়েছে বলে দুদক জানিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×