সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুল ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:২৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

বিতর্কের কেন্দ্রে থাকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম ও তার স্ত্রী সুমা ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
দুর্নীতির অভিযোগের তদন্ত চলার সময়ই তারা দেশত্যাগের পরিকল্পনা করছেন; এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই নিষেধাজ্ঞা দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনেই এই আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আদালতে দুদকের পক্ষে আবেদনটি দাখিল করেন সংস্থাটির সহকারী পরিচালক রাসেল রনি। আবেদনে বলা হয়, “শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে নিজ ও অন্যান্যদের নামে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।”
আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, “বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শাহীনুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা জরুরি।”