গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩


গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনী বিভিন্ন আক্রমণ চালানো অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গাজার খান ইউনুস এলাকায় ড্রোন হামলার ঘটনায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, জানিয়েছে নাসের হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, যুদ্ধবিরতির মাঝেও গোলাবর্ষণ ও হামলা বন্ধ হচ্ছে না। এছাড়া গাজার গাজা সিটির শুজায়েয়া এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন, জানিয়েছেন আল-আহলি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক। এর আগে বুধবারও ইসরায়েলি হামলায় অন্তত নয়জন প্রাণ হারিয়েছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৫ জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে। এর মধ্যে ১৬টি মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং আরও ৩৫ জন আহত হয়েছেন।

একটি ইসরায়েলি সরকারি সংস্থা জানিয়েছে, গাজা ও মিশরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার সময়সূচিতে দেরি হচ্ছে। ফলে মানবিক সহায়তা পৌঁছানো ও আহতদের স্থানান্তরে বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে, সতর্ক করেছেন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে ইসরায়েলি হামলায় গাজায় এখনও পর্যন্ত অন্তত ৬৭,৯৩৮ জন নিহত এবং ১,৭০,১৬৯ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন, যেখানে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা পৌঁছাতে পারছেন না।

সূত্র: আল জাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×