গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৭৫৫


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৭৫৫

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৫ জন রোগী।

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৪৯ জন আক্রান্ত হয়েছেন। রাজধানীর বাইরের জেলাগুলোতেও ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। ঢাকা বিভাগের অন্যান্য জেলায় নতুন করে ভর্তি হয়েছেন ১৮৭ জন। চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, বরিশালে ১৩১ জন, ময়মনসিংহে ২৪ জন, খুলনায় ৫৮ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩ জনে। একই সময়ে সারাদেশে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৫৭ হাজার ৭৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পরিবর্তনের সময় ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যায়, তাই প্রতিরোধে জনসচেতনতা ও স্থানীয় কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×