রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে: পর্যবেক্ষণ টিম


রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে: পর্যবেক্ষণ টিম
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে দিনভর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে; এমনটাই জানালেন নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোট শুরুর পর থেকেই পর্যবেক্ষণ দলের সদস্যরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন এবং ভোটার ও এজেন্টদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, "রাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে।"

অধ্যাপক রফিকুল ইসলাম আরও জানান, নির্বাচন সংক্রান্ত পর্যবেক্ষণ দল একটি লিখিত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দিয়েছে। এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলেই তাঁরা নিশ্চিত হয়েছেন যে নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।

তবে কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে কিছু হলে ভোটার সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় ভোটগ্রহণে সময় বেশি লেগেছে বলে জানান। তার ভাষায়, "সেখানে ভোটার সংখ্যা বেশি কিন্তু ব্যবস্থাপনায় কম ছিল।"

নির্বাচন প্রক্রিয়ার কিছু ত্রুটির দিকও তুলে ধরেন তিনি। বিশেষ করে ব্যালট বক্স স্বচ্ছ হওয়ায় কার ব্যালটে কাকে ভোট দেওয়া হয়েছে, তা বোঝা যাচ্ছিল বলে জানান। "ভোট ব্যবস্থাপনায় দুর্বলতা ছিল। এছাড়াও ব্যালট পেপার বক্সেও সমস্যা ছিল," বলেন তিনি।

তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি ভোটে ব্যাপক অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, "ভোট অংশগ্রহণমূলক হয়েছে সেখানে কোনও সন্দেহ নেই।"

সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×